সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার

সংযুক্ত আরব আমিরাতের রাজবংশ সাতটি আমিরাতের ছয়টি শাসক পরিবার নিয়ে গঠিত।[১]

আল ফাহিদি ফোর্ট - দুবাইয়ের প্রাচীনতম ভবন এবং সবচেয়ে বিখ্যাত যাদুঘর

নাহিয়ান রাজবংশ — আবুধাবি সম্পাদনা

  • শেখ ধিয়াব বিন ঈসা আল নাহিয়ান (১৭৬১-১৭৯৩)
  • শেখ শাখবুত বিন ধিয়াব আল নাহিয়ান (১৭৯৩-১৮১৬)
  • শেখ মুহাম্মদ বিন শাখবুত আল নাহিয়ান (১৮১৬-১৮১৮)
  • শেখ তাহনুন বিন শাখবুত আল নাহিয়ান (১৮১৮-১৮৩৩)
  • শেখ খলিফা বিন শাখবুত আল নাহিয়ান (১৮৩৩-১৮৪৫)
  • শেখ সাঈদ বিন তাহনুন আল নাহিয়ান (১৮৪৫-১৮৫৫)
  • শেখ জায়েদ বিন খলিফা আল নাহিয়ান (১৮৫৫-১৯০৯)
  • শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান (১৯০৯-১৯১২)
  • শেখ হামদান বিন জায়েদ আল নাহিয়ান (১৯১২-১৯২২)
  • শেখ সুলতান বিন জায়েদ আল নাহিয়ান (১৯২২-১৯২৬)
  • শেখ সাকর বিন জায়েদ আল নাহিয়ান (১৯২৬-১৯২৮)
  • শেখ শাখবুত বিন সুলতান আল নাহিয়ান (১৯২৮-১৯৬৬)
  • শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান (১৯৬৬-২০০৪), সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা
  • শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান (২০০৪-২০২২), সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক।
  • শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর কমান্ডার।
  • ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, আবুধাবির ক্রাউন প্রিন্স এবং আবুধাবির পশ্চিমাঞ্চলে আমিরের প্রতিনিধি।
  • শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ান, উচ্চশিক্ষা ও বিজ্ঞানের গবেষণা মন্ত্রী।
  • শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, পররাষ্ট্রমন্ত্রী।
  • শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান, রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রী।

মাকতুম রাজবংশ - দুবাই সম্পাদনা

  • প্রয়াত শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম, দুবাইয়ের সাবেক শাসক
  • আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, উপরাষ্ট্রপতি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী; দুবাইয়ের শাসক
  • ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, দুবাইয়ের ক্রাউন প্রিন্স
  • উপ-শাসক শেখ হামদান বিন রশিদ আল মাকতুম, সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী
  • উপ-শাসক শেখ মাকতুম বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম
  • শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম, এমিরেটস এয়ারলাইন চেয়ারম্যান

আল কাসিমি রাজবংশ - শারজাহ সম্পাদনা

  • শেখ খালিদ বিন সুলতান আল কাসিমি (১৮৬৬ - ১৪ এপ্রিল ১৮৬৮)
  • শেখ সেলিম বিন সুলতান আল কাসিমি (১৪ এপ্রিল ১৮৬৮ - মার্চ ১৮৮৩)
  • শেখ ইব্রাহিম বিন সুলতান আল কাসিমি (১৮৬৯-১৮৭১)
  • শেখ সাকার বিন খালিদ আল কাসিমি (মার্চ ১৮৮৩-১৯১৪)
  • শেখ খালিদ বিন আহমদ আল কাসিমি (১৩ এপ্রিল ১৯১৪ - ২১ নভেম্বর ১৯২৪)
  • শেখ সুলতান বিন সাকার আল কাসিমি (১৭৮১-১৮৬৬)
  • শেখ সুলতান বিন সাকার আল কাসিমি দ্বিতীয় (২১ নভেম্বর ১৯২৪-১৯৫১)
  • শেখ মোহাম্মদ বিন সাকের আল কাসিমি (১৯৫১ - মে ১৯৫১)
  • শেখ সাকর বিন সুলতান আল কাসিমি (মে ১৯৫১ - ২৪ জুন ১৯৬৫), প্রথমবার ক্ষমতায়
  • শেখ খালিদ বিন মোহাম্মদ আল কাসিমি (২৪ জুন ১৯৬৫ - ২৪ জানুয়ারি ১৯৭২)
  • শেখ সাকর বিন সুলতান আল কাসিমি (২৫ জানুয়ারি ১৯৭১-১৯৭২), দ্বিতীয়বার ক্ষমতায়
  • শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি (১৯৭২ - ১৭ জুন ১৯৮৭)
  • শেখ আবদুল আজিজ বিন মোহাম্মদ আল-কাসিমি (১৭-২৩ জুন ১৯৮৭)
  • শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি (২৩ জুন ১৯৮৭-বর্তমান)

আল কাসিমি রাজবংশ - রাস আল খাইমাহ সম্পাদনা

  • শেখ সুলতান বিন সাকার আল কাসিমি (১৭৮১-১৮৬৬)
  • শেখ ইব্রাহিম বিন সুলতান আল কাসিমি (১৮৬৬-মে ১৮৬৭)
  • শেখ খালিদ বিন সুলতান আল কাসিমি (মে ১৮৬৭ - ১৪ এপ্রিল ১৮৬৮)
  • শেখ সেলিম বিন আলী আল কাসিমি (১৪ এপ্রিল ১৮৬৮ - ১৮৬৯)
  • শেখ হুমাইদ বিন আবদুল্লাহ আল কাসিমি (১৮৬৯ - আগস্ট ১৯০০)
  • শেখ খালিদ বিন আহমদ আল কাসিমি (১৯১৪-১৯২১)
  • শেখ সুলতান বিন সালিম আল কাসিমি (১৯ জুলাই ১৮২১ - ফেব্রুয়ারি ১৯৪৮)
  • শেখ সাকার বিন মোহাম্মদ আল কাসিমি (ফেব্রুয়ারি ১৯৪৮ - ২৭ অক্টোবর ২০১০)
  • শেখ সৌদ বিন সাকর আল কাসিমি (২৭ অক্টোবর ২০১০-বর্তমান)
  • শেখ ফয়সাল বিন সুলতান আল কাসিমি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম আন্ডার সেক্রেটারি
  • শেখ ফাহিম বিন সুলতান আল কাসিমি, সাবেক জিসিসি সাধারণ সম্পাদক ও মন্ত্রী
  • শেখ খালিদ বিন ফয়সাল বিন সুলতান আল কাসিমি, আবুধাবি মোটরস্পোর্টের রাষ্ট্রদূত এবং বিশ্ব সমাবেশের চালক[২]

আল নুয়াইমি রাজবংশ — আজমান সম্পাদনা

  • শেখ রশিদ বিন হুমাইদ আল নুয়াইমি (১৮১৬-১৮৩৮)
  • শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমি (১৮৩৮-১৮৪১)
  • শেখ আবদেলাজিজ বিন রশিদ আল নুয়াইমি (১৮৪১-১৮৪৮)
  • শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমি (১৮৪৮-১৮৬৪)
  • শেখ রশিদ বিন হুমাইদ আল নুয়াইমি দ্বিতীয় (১৮৬৪-১৮৯১)
  • শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমি দ্বিতীয় (১৮৯১-১৯০০)
  • শেখ আবদুল আজিজ বিন হুমাইদ আল নুয়াইমি (১৯০০-১৯১০)
  • শেখ হুমাইদ বিন আব্দুল আজিজ আল নুয়াইমি (১৯১০-১৯২৮)
  • শেখ রশিদ বিন হুমাইদ আল নুয়াইমি তৃতীয় (১৯২৮-১৯৮১)
  • শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমি তৃতীয় (১৯৮১-বর্তমান)

আল মুআল্লা রাজবংশ - উম্ম আল কুওয়াইন সম্পাদনা

  • শেখ রশিদ বিন মাজিদ আল মুআল্লা (১৭৬৮-১৮২০)
  • শেখ আবদুল্লাহ বিন রশিদ আল মুআল্লা (১৮২০-১৮৫৩)
  • শেখ আলী বিন আবদুল্লাহ আল মুআল্লা (১৮৫৩-১৮৭৩)
  • শেখ আহমদ বিন আবদুল্লাহ আল মুআল্লা (১৮৭৩-১৯০৪)
  • শেখ রশিদ বিন আহমদ আল মুআল্লা (১৯০৪-১৯২২)
  • শেখ আবদুল্লাহ বিন রশিদ আল মুআল্লা দ্বিতীয় (১৯২২-১৯২৩)
  • শেখ হামাদ বিন ইব্রাহিম আল মুআল্লা (১৯২৩-১৯২৯)
  • শেখ আহমাদ বিন রশিদ আল মুআল্লা (১৯২৯-১৯৮১)
  • শেখ রশিদ বিন আহমদ আল মুআল্লা II (১৯৮১-২০০৯)
  • শেখ সৌদ বিন রশিদ আল মুআল্লা (২০০৯-বর্তমান)।
  • শেখ আবদুল্লাহ বিন রশিদ আল মুআল্লা তৃতীয় (বর্তমান ডেপুটি শাসক)।

আল শারকি রাজবংশ - ফুজাইরাহ সম্পাদনা

  • শেখ হামাদ বিন আবদুল্লাহ আল শারকি
  • শেখ সাইফ বিন হামাদ আল শারকি
  • শেখ মোহাম্মদ বিন হামাদ আল শারকি (১৯০৮-১৯৭৪)
  • শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি (১৯৭৫-বর্তমান)
  • শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আল শারকি, ফুজাইরার যুবরাজ

তথ্যসূত্র সম্পাদনা

  1. Connolly, Annaliese (২০১৩-১২-১৯)। Richard III: A Critical Readerআইএসবিএন 9781472504968 
  2. "Abu Dhabi Racing > Home"। ৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২২