সংকল্প (১৯৪৯-এর চলচ্চিত্র)
অগ্রদূত, অগ্রামি ও বিভূতি লাহা পরিচালিত ১৯৪৮-এর চলচ্চিত্র
সংকল্প হলো ১৯৪৯ সালে মুক্তিপ্রাপ্ত অগ্রদূত, এন. বি. অগ্রামি ও বিভূতি লাহা যৌথ পরিচালিত বাংলা ভাষার ভারতীয় পূর্ণদৈর্ঘ্য নাট্য চলচ্চিত্র।[১][২][৩] এতে প্রধান ভূমিকায় অভিনয় করেন মলিনা দেবী ও জহর গঙ্গোপাধ্যায়[৪]
সংকল্প | |
---|---|
পরিচালক | অগ্রদূত এন. বি. অগ্রামি বিভূতি লাহা |
প্রযোজক | বিমল ঘোষ |
রচয়িতা | সৈলিন রায় |
শ্রেষ্ঠাংশে |
|
গীতিকার | সৈলিন রায় |
সঙ্গীত পরিচালক | রবীন চট্টোপাধ্যায় |
সুরকার | রবীন চট্টোপাধ্যায় |
চিত্রগ্রাহক | বিভূতি লাহা |
সম্পাদক | কমল গঙ্গোপাধ্যায় |
প্রযোজনা কোম্পানি | ডিলাক্স ফিল্ম ডিস্ট্রিবিউটর |
পরিবেশক | ডিলাক্স ফিল্ম ডিস্ট্রিবিউটর |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- শিখাহরণি বেগ
- মলিনা দেবী
- সুহাসিনী দেবী
- জহর গঙ্গোপাধ্যায়
- মনিকা গঙ্গোপাধ্যায়
- অনুপ কুমার
- কমল মিত্র
- কলি সরকার
সঙ্গীত
সম্পাদনাসুর ও সঙ্গীত পরিচালনা করেন রবীন চট্টোপাধ্যায় এবং গীতি কথা লিখেন সৈলিন রায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sankalpa (1949)"। Indiancine.ma। সংগ্রহের তারিখ ২০২৫-০১-০১।
- ↑ "Bilingual E-archive Digital Platform for Bengal's Cinema"। Bengal Film Archive। সংগ্রহের তারিখ ২০২৫-০১-০১।
- ↑ Sadoul, Georges (১৯৮৩)। Historia del cine mundial: desde los orígenes (স্পেনীয় ভাষায়)। Siglo XXI। আইএসবিএন 978-968-23-0533-7।
- ↑ Bengali Movies - Channel B Entertainment (২০১৭-০৯-২৩)। "সংকল্প | Sankalpa | Anup Kumar | Jahar Ganguly | Kamal Mitra | Old Classic | Agradoot | Restored"।