শ্রীঅঙ্গন

বাংলাদেশের ফরিদপুর জেলায় অবস্থিত সনাতন ধর্মের একটি আশ্রম
(শ্রী অঙ্গন থেকে পুনর্নির্দেশিত)

শ্রীধাম শ্রীঅঙ্গন বা শ্রীঅঙ্গন বাংলাদেশের ফরিদপুর জেলায় অবস্থিত হিন্দু মহানাম সম্প্রদায়ের একটি আশ্রম, যা জগদ্বন্ধু সুন্দর ১৮৯৯ সালে প্রতিষ্ঠা করেন।[১] এই আশ্রমটি বাংলাদেশের হিন্দু মহানাম সম্প্রদায়ের মূল কেন্দ্র হিসেবে পরিচিত। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ৮ জন আশ্রমবাসীকে তাদের ধর্মীয় প্রার্থনা করার সময় হত্যা করে এবং আশ্রমটিতে ব্যাপক ধ্বংস লীলা চালায়।[২][৩] এই আশ্রমটিতে প্রতিবছর জন্মাষ্টমী খুব জাক-জমকের সাথে পালন করা হয়। এখানে একটি রথ যাত্রা উৎসবের আয়োজনও করা হয়।[৪]

শ্রীধাম শ্রীঅঙ্গন
শ্রীধাম শ্রীঅঙ্গন
গঠিত১৮৯৯
প্রতিষ্ঠাতাজগদ্বন্ধু সুন্দর
উদ্দেশ্যশিক্ষামূলক, মানবহিতৈষী, ধর্মীয় পড়াশোনা, আধ্যাত্মিকতা
সদরদপ্তরফরিদপুর, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বিশ্বজুড়ে
ওয়েবসাইটwww.sreedhamsreeangon.org

প্রতিষ্ঠা সম্পাদনা

বাংলা ১৩০৬ সালের আষাঢ় মাসে রথযাত্রা উৎসবের সময় জগদ্বন্ধু সুন্দর এই অঙ্গনটি প্রতিষ্ঠা করেন। শ্রীরাম সুন্দর এবং শ্রীরাম কুমারমুদি অঙ্গনের জন্য জমি দান করেন।

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sridham Sriangan Faridpur"। Mahanam sampraday। ২৮ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১২ 
  2. http://www.gramerkagoj.com/print.php?id=85817[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Institutions of Dr Mahanam"। ICBS। ২৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১২ 
  4. "Janmastami programme inaugurate in Faridpur"The New Nation, Dhaka  – via HighBeam Research (সদস্যতা প্রয়োজনীয়)। ১৪ আগস্ট ২০০৯। ১৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১২