শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়

শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় (শ্রীরাধা ব্যানার্জি) হলেন একজন ভারতীয় বাঙালি গায়িকা।[১] তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি বিশেষত রবীন্দ্রসঙ্গীতে তাঁর দক্ষতার জন্য পরিচিত। পশ্চিমবঙ্গের একটি সঙ্গীতপ্রেমী পরিবারে জন্মগ্রহণকারী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের পিতা হলেন সুন্দর নারায়ণ বন্দ্যোপাধ্যায় এবং মাতা প্রতিমা বন্দ্যোপাধ্যায়। শ্রীরাধার বড় বোন রূপরেখা এবং ছোট বোন রাজশ্রীও প্রতিভাবান গায়িকা।[২]

শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানই গেয়েছেন না, অন্যান্য গীতিকারদের গানেও কণ্ঠ দিয়েছেন। সঙ্গীত অ্যালবামের ক্ষেত্রে তাঁর অবদান ছাড়াও, তিনি চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসাবেও কাজ করেছেন।

তার কয়েকটি উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে আগমনীর আঙিনায় (২০০১), চির-অচেনা পরদেশী (২০০৪), টুপুর টুপুর নূপুর বাজে (২০০৮), আমার মা (২০০৮), হৃদয়ের কথা (২০১০), ত্রিযামা (২০১৩), অসময়ের কুহু (২০১৬), আলোর অমল কমলখানি (২০২১), আমার হিয়ার মাঝে (২০২১), এক সমুদ্র ভালোবাসা (২০২২), ইত্যাদি। তিনি 'মহামিলন' (১৯৮৭), 'পথে যেতে যেতে' (১৯৮৮), 'সুজন সখী' (১৯৯৫), 'জুয়ারি' (২০০৯), 'কাল মধুমাস' (২০১৩), ইত্যাদি চলচ্চিত্রে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন।

তাঁর কর্মজীবন জুড়ে, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিভার জন্য বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। তিনি ১৯৯৬ সালে বিএফজেএ পুরস্কার পেয়েছেন সেরা নারী নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে 'বউমণি' চলচ্চিত্রে গান গেয়ে।[৩] তিনি ২০১৭ সালে মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস (বাংলা) আসরে 'আমি তো বুঝিনি ঠিক' গানটির জন্য সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন।[৪] ২০১৮ সালে তিনি বঙ্গভূষণ পুরস্কার লাভ করেন।[৫][৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Desk, Entertainment। "DU music dept's silver jubilee festival from December 17 | The Asian Age Online, Bangladesh"The Asian Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২২ 
  2. "PLEASANT MOMENTS"www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২০ 
  3. "Bengal Film Journalists' Association – Best Female Playback Award"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-১২। 
  4. মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস-এ সেরা হলো জুলফিকার রাসেলের গান, বিনোদন রিপোর্ট , প্রকাশ : ০৮ মার্চ ২০১৮, বাংলা ট্রিবিউন।
  5. প্রতিনিধি, কলকাতা (১৮ মে ২০১৮)। "পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা 'বঙ্গবিভূষণ' পাচ্ছেন আশা ভোঁসলে"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩ 
  6. "Chief Minister's Office: Banga Bibhusan and Banga Bhusan – 2018"wbcmo.gov.in। পশ্চিমবঙ্গ সরকার। ২১ মে ২০১৮। ৯ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা