শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার একটি ইউনিয়ন
(শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)

শ্রীপুর খরণদ্বীপ বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

শ্রীপুর খরণদ্বীপ
ইউনিয়ন
৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ
শ্রীপুর খরণদ্বীপ চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
শ্রীপুর খরণদ্বীপ
শ্রীপুর খরণদ্বীপ
শ্রীপুর খরণদ্বীপ বাংলাদেশ-এ অবস্থিত
শ্রীপুর খরণদ্বীপ
শ্রীপুর খরণদ্বীপ
বাংলাদেশে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৪′২২″ উত্তর ৯১°৫৭′৫৭″ পূর্ব / ২২.৪০৬১১° উত্তর ৯১.৯৬৫৮৩° পূর্ব / 22.40611; 91.96583 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাবোয়ালখালী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ মোকারম
আয়তন
 • মোট৩২.৯৭ বর্গকিমি (১২.৭৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৯,৩৮০
 • জনঘনত্ব৫৯০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫১.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৬৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের আয়তন ৮,১৪৬ একর (৩২.৯৭ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯,৩৮০ জন। এর মধ্যে পুরুষ ৯,২১২ জন এবং মহিলা ১০,১৬৮ জন। মোট পরিবার ৪,০৮৮টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

বোয়ালখালী উপজেলার উত্তর-পূর্বাংশে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে চরণদ্বীপ ইউনিয়নপোপাদিয়া ইউনিয়ন; দক্ষিণে পোপাদিয়া ইউনিয়নআমুচিয়া ইউনিয়ন; পূর্বে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন এবং উত্তরে কর্ণফুলী নদী, রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নরাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বোয়ালখালী উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বোয়ালখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • খরণদ্বীপ
  • শ্রীপুর
  • জ্যৈষ্ঠপুরা
  • লট ৬৭ বি জ্যৈষ্ঠপুরা

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.৯%।[] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা[]
প্রাথমিক বিদ্যালয়
  • খরণদ্বীপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খরণদ্বীপ কেরানী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খরণদ্বীপ বিজন বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জ্যৈষ্ঠপুরা মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জ্যৈষ্ঠপুরা মাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জ্যৈষ্ঠপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব জ্যৈষ্ঠপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শ্রীপুর আমুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শ্রীপুর কালী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শ্রীপুর দরবার দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শ্রীপুর প্রমদা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শ্রীপুর মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক কালুরঘাট-মুন্সিরহাট সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া কালুরঘাট থেকে নৌপথেও যোগাযোগ ব্যবস্থা রয়েছে।[]

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে ৩০টি মসজিদ, ১টি ঈদগাহ, ১০টি মন্দির ও ১১টি বিহার রয়েছে।

খাল ও নদী

সম্পাদনা

শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খাল এবং জ্যৈষ্ঠপুরা ভারাম্বা খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল শ্রীপুর নুরুল্লাহ মুন্সির হাট, জ্যৈষ্ঠপুরা শান্তির বাজার, জ্যৈষ্ঠপুরা গোলককানুন বাজার এবং খরণদ্বীপ কেরানী বাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছে:[]

  • অতুলচন্দ্র দত্ত –– সাহিত্যিক।
  • কল্পনা দত্ত –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
  • ধীরেন্দ্রলাল বড়ুয়া –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ মোকাররম[]
চেয়ারম্যানগণের তালিকা[১০]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ জামাল উদ্দীন
০২ জহিরুল ইসলাম
০৩ বাদশা মিয়া
০৪ আজিজুল হক ১৯৯৩-১৯৯৮
০৫ মোহাম্মদ মোকাররম ১৯৯৮-২০০৩
০৬ আজিজুল হক ২০০৩-২০১১
০৭ মোহাম্মদ মোকাররম ২০১১-বর্তমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন"sreepurkharandwipup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৭ 
  3. "সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহ - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন"sreepurkharandwipup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৭ 
  4. "যোগাযোগ ব্যবস্থা - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন"sreepurkharandwipup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৭ 
  5. "খাল ও নদী - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন"sreepurkharandwipup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৭ 
  6. "হাট বাজার - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন"sreepurkharandwipup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৭ 
  7. "দর্শনীয়স্থান - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন"sreepurkharandwipup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৭ 
  8. "প্রখ্যাত ব্যক্তিত্ব - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন"sreepurkharandwipup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৭ 
  9. "পঞ্চম ধাপের নির্বাচনের ফলাফল ঘোষণা"। jagonews24। 
  10. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন - শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়ন"sreepurkharandwipup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা