শ্রীকাইল গ্যাসক্ষেত্র
শ্রীকাইল গ্যাসক্ষেত্র বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।[১] এটি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান।[২]
শ্রীকাইল গ্যাসক্ষেত্র | |
---|---|
দেশ | বাংলাদেশ |
অঞ্চল | কুমিল্লা জেলা |
সমুদ্রতীরাতিক্রান্ত/ডাঙাবর্তী | ডাঙাবর্তী |
পরিচালক | বাপেক্স |
ক্ষেত্রের ইতিহাস | |
আবিষ্কার | ২০১২ |
উৎপাদন | |
বর্তমান গ্যাস উৎপাদন | ৪১–৪৪ নিযুত cubic feet per day (১.২–১.২ নিযুত cubic metres per day) |
অবস্থান
সম্পাদনাশ্রীকাইল গ্যাসক্ষেত্রের অবস্থান চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের শ্রীকাইল গ্রামে।[৩] এটি বাঙ্গুরা গ্যাসক্ষেত্র থেকে ৭ কিমি দূরে ও একই অভিন্ন ভূ-কাঠামোতে অবস্থিত এবং এই দুটি ক্ষেত্র ১৪০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।[৪]
আবিষ্কার
সম্পাদনাবাপেক্স ২০০৪ সালে প্রথম শ্রীকাইলে গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিলেও তখন ত্রুটিপূর্ণ খননের কারণে সেবার গ্যাস মেলেনি; পরবর্তীতে ২০১২ সালে পুনরায় কূপ খনন করে এখানে গ্যাস পাওয়া যায়।[১][৫]
খনন ও কূপ
সম্পাদনা২০১২ সালের ৫ মে হতে শুরু করে ৩০ জুন পর্যন্ত ৩,২১৮ মিটার গভীরে গ্যাস পাওয়া যায়।[৫]
মজুদ ও উত্তোলন
সম্পাদনাআনুমানিক মজুদের হিসাবে এটি একটি মধ্যমাকৃতির গ্যাসক্ষেত্র।[১] বাপেক্সের হিসাব অনুযায়ী, এখানে মোট গ্যাসের মজুদ ৩০০ বিলিয়ন ঘটফুট (বিসিএফ)।[৫]
বর্তমান অবস্থা
সম্পাদনাবর্তমানে এই গ্যাসক্ষেত্রটির দুটি কূপ থেকে দৈনিক ৪১-৪৪ মিলিয়ন ঘটফুট গ্যাস উত্তোলন করে তা জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।[৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "কুমিল্লার শ্রীকাইলে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান"। বিবিসি - বাংলা। ১৩ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৯।
- ↑ "Completed Project"। বাপেক্স। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৯।
- ↑ "তিন গ্যাসক্ষেত্রে জাতীয় স্বার্থ উপেক্ষিত"। দৈনিক প্রথম আলো - অনলাইন ভার্সন। ১৬ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৯।
- ↑ ক খ "বাঙ্গুরার গ্যাস নিতে পেট্রোবাংলা আগ্রহী নয় কেন!"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম - অনলাইন ভার্সন। ৬ জুলাই ২০১৫। ৩১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৯।
- ↑ ক খ গ "কুমিল্লার শ্রীকাইলে গ্যাস ক্ষেত্র খুঁজে পেল বাপেক্স"। ডয়েচ ভেলে - বাংলা। ১৩ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- শ্রীকাইল গ্যাসক্ষেত্র - বাপেক্স-এর অফিসিয়াল সাইট হতে।