শ্যামল ঘোষাল (মৃত্যু ১৭ মে, ২০১৮) একজন বাঙালি পরিচালক, অভিনেতা ও থিয়েটারকর্মী।

অভিনয়

সম্পাদনা

শ্যামল ঘোষাল প্রথম জীবনে পুলিশে চাকরি করতেন।[] সেই কাজ ছেড়ে তার অভিনয় জীবনের সূচনা ১৯৫৮ সালের হেডমাস্টার ছবিটি দিয়ে। তিনি বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ঋত্বিক ঘটকের সাথে কাজ করেছেন। মহানগর, চারুলতা, চিড়িয়াখানা, সুবর্ণরেখা, ও যুক্তি তক্কো আর গপ্পোর মতো ছবিতে শ্যামলবাবুর অভিনয় স্মরণীয় হয়ে রয়েছে।[] ১৯৭৪ সালে সজারুর কাঁটা চলচ্চিত্রে তিনি ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেন। তিনি পরিচালক সরোজ দে, অসিত সেনের সঙ্গেও কাজ করেছেন। এ ছাড়া ছোট পর্দা, মঞ্চে, বেতারে তার অভিনয় নজর কেড়েছিল। তার কন্যা চৈতি ঘোষাল একজন অভিনেত্রী।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এত কোমল মানুষ কমই দেখেছি - Anandabazar"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০১ 
  2. "টুকরো খবর - Anandabazar"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০১ 
  3. "Starting young"www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০১ 
  4. desk, kolkata24x7 online (২০১৪-০৫-১৮)। "প্রয়াত অভিনেতা শ্যামল ঘোষ"Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসঙ্গযোগ

সম্পাদনা