শ্যামপুর ইউনিয়ন, মেলান্দহ

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার একটি ইউনিয়ন

শ্যামপুর ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার মেলান্দহ উপজেলার একটি ইউনিয়ন[১][২]

শ্যামপুর
ইউনিয়ন
১১নং শ্যামপুর ইউনিয়ন পরিষদ।
শ্যামপুর ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
শ্যামপুর
শ্যামপুর
শ্যামপুর বাংলাদেশ-এ অবস্থিত
শ্যামপুর
শ্যামপুর
বাংলাদেশে শ্যামপুর ইউনিয়ন, মেলান্দহের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫৯′২″ উত্তর ৮৯°৪৯′৩৭″ পূর্ব / ২৪.৯৮৩৮৯° উত্তর ৮৯.৮২৬৯৪° পূর্ব / 24.98389; 89.82694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাজামালপুর জেলা
উপজেলামেলান্দহ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা২০০৩ সাল
সরকার
 • চেয়ারম্যানমোঃ নুরুজ্জামান চৌধুরী
সাক্ষরতার হার
 • মোট৮০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

এই ইউনিয়নটির উত্তরে কুলিয়া ইউনিয়ন ও দুরমুট ইউনিয়ন। দক্ষিণে নয়ানগর ইউনিয়ন ও চরবানিপাকুরিয়া ইউনিয়ন, পশ্চিমে আদ্রা ইউনিয়ন ও মেলান্দহ পৌরসভা এবং পূর্বে শেরপুর জেলা।

ইতিহাস সম্পাদনা

পূর্বে এই ইউনিয়নটি ১২ নং চরগোয়ালিনী ইউনিয়ন ছিল আলাদা ইউনিয়ন হিসেবে বিভক্তকরে নতুন নামকরণ করা হয় শ্যামপুর ইউনিয়ন।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

গ্রামের সংখ্যা ১৩ টি ও মৌজার সংখ্যা ২টি।

  • আমডাংগা
  • পশ্চিম শ্যামপুর
  • টুপকার চর
  • চর বসন্ত পূর্ব
  • ২ নং চর
  • উ: বালুর চর
  • দ: বালুর চর
  • কাজাইকাটা
  • পূর্ব শ্যামপুর
  • আমডাংগা
  • বাউলের পাড়া
  • টুপকার চর
  • গোবিন্দী

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তন – ৯ (বর্গ কিঃ মিঃ)। লোকসংখ্যা – ১৩০০৫ জন (প্রায়) (২০০১ সালের আদম শুমারি অনুযায়ী)।

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

শিক্ষার হার: ৮০%

শিক্ষা প্রতিষ্ঠান: ২০ টি

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- মোঃ সিরাতুজ্জামান সুরুজ মিলিটারী

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং চেয়ারম্যানগণের নাম মেয়াদকাল
০১ মোঃ সিরাতুজ্জামান সুরুজ মিলিটারী ১৯৯৯-২০০৪
০২ মোঃ আবুল হোসাইন বাদল ২০০৪-২০১১
০৩ মোঃ নুরুজ্জামান চৌধুরী ২০১১- বর্তমান

আরও দেখুন সম্পাদনা

  1. শ্যামপুর ইউনিয়ন, শিবগঞ্জ
  2. শ্যামপুর ইউনিয়ন, তেজগাঁও

তথ্যসূত্র সম্পাদনা

  1. "১১নং শ্যামপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২ 
  2. "মেলান্দহ উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২