শ্বেতা গুলাটি

ভারতীয় অভিনেত্রী

শ্বেতা গুলাটি হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, যিনি রিমিক্স নামক টেলিভিশন ধারাবাহিকে টিয়া আহুজা এবং স্টার ওয়ানে সম্প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক দিল মিল গয়ে-তে ডক্টর নিকিতা মালহোত্রার চরিত্রে অভিনয় করার জন্য অধিক পরিচিত অর্জন করেছেন।[১][২]

শ্বেতা গুলাটি
২০১১ সালে শ্বেতা গুলাটি
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৩-বর্তমান

পেশা সম্পাদনা

তাঁর প্রথম বিজ্ঞাপনটি পরিচালনা করেছিলেন প্রহ্লাদ কাক্কর।[৩] পরবর্তীতে তিনি বেশ কয়েকটি বাণিজ্যিক বিজ্ঞাপনে একজন মডেল হিসেবে উপস্থিত হয়েছেন। তিনি স্টার ওয়ানে সম্প্রচারিত টেলিভিশন ধারাবাহিক শগুন এ জুহি চরিত্রে অভিনয় করার মাধ্যমে টেলিভিশন জগতে পদার্পণ করেন।

একজন টেলিভিশন অভিনেত্রী হিসেবে শ্বেতা বিভিন্ন ধরনের বিপরীত চরিত্রে অভিনয় করেছেন; কিঁউ হোতা হ্যায় পেয়ার এ এমন একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যে তার বাবা-মাকে একটি দুর্ঘটনায় হারিয়েছে, অতঃপর তার আত্মীয়রা তার সাথে খারাপ আচরণ করে। অন্যদিকে, রিমিক্স এ টিয়া আহুজা নামে সোনার হৃদয় সমৃদ্ধ সুরুচিসম্মত একটি ধনী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি অম্বর ধারাতে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। ২০০৮ সালে, তিনি দিল মিল গয়েতে মেডিকেলের ইন্টার্ন এক ডাক্তার নিকিতা মালহোত্রা চরিত্রে অভিনয় করেছেন।

শগুনএ অভিনয় করার পরে তিনি কিঁউ হোতা হ্যায় পেয়ার নামক একটি কিশোর-কিশোরীদের টেলিভিশন ধারাবাহিকে এক টমবয় তারার চরিত্রে অভিনয় করেছেন। তিনি স্টার প্লাসে সম্প্রচারিত পরদে কে পিছে নামক অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন; এই অনুষ্ঠানে তিনি তাঁর অভিনয় পেশায় প্রথমবারের মতো উপস্থাপনা করেছেন। এই অনুষ্ঠানে তিনি টেলিভিশন তারকাদের টেলিভিশন জগতের অভিজ্ঞতা জানার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করতেন। অতঃপর তিনি জি টিভিতে প্রচারিত রোজ অডিও ভিজ্যুয়ালসের লিপস্টিক নামক টেলিভিশন ধারাবাহিকে তারা চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে ২০০৪ সালের ১লা নভেম্বর হতে স্টার ওয়ানে প্রচার হওয়া জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক রিমিক্স মূল চরিত্রে অভিনয় করেছেন, উক্ত ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল টিয়া আহুজা। এটি সদ্য চালু হওয়া চ্যানেলে (স্টার ওয়ান) প্রথম অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ছিল। তিনি উক্ত চ্যানেলের প্রচারিত ধারাবাহিকের প্রথম অভিনেত্রী হয়েছিলেন। তাঁকে টিয়া আহুজার চরিত্রে অভিনেত্রী করার জন্য নির্ধারণ করার পূর্বে অন্য আরেকটি ধারাবাহিকের অন্বেশার চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল। টিয়ার ব্যক্তিত্বের সাথে মিল রেখে স্বর বদলানোর জন্য তিনি ভয়েস প্রক্ষেপনের প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। রিমিক্স এ ১৬ বছর বয়সী কিশোরীর চরিত্রে অভিনয় করার মাধ্যমে তিনি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সমালোচনা পেয়েছেন। এই অনুষ্ঠানে অভিনেতা করণ ওয়াহি রণবীর সিসোদিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন, তাঁর কাজও বেশ প্রশংসিত হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Shweta: I wasn't married, ever - The Times of India"The Times Of India। ২০১৩-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭ 
  2. "Shweta Gulati's beauty mantra - The Times of India"The Times Of India। ২০১৩-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭ 
  3. "Shweta Gulati"। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা