শৈলেশ চ্যাটার্জী (ইংরেজি: Shailesh Chatterjee) (ফেব্রুয়ারি, ১৯১৪ - অক্টোবর, ১৯৩৩) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী। কুমিল্লায় অনুশীলন দলে যােগদান করেন। আইন অমান্য আন্দোলনের সময় একদল স্বেচ্ছাসেবী বাহিনীর পুরােভাগে তিনি জেলা শাসকের নিকট সত্যাগ্রহ করার সময় পুলিশের গুলিতে আহত হন। সেই অবস্থায় কিছুদিন হাসপাতালে রাখার পর তাঁকে বিভিন্ন বন্দীনিবাসে রাখা হয়।[১] শেষকালে তাঁকে আজমীরে দেউলী বন্দীনিবাসে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর জীবনাবসান ঘটে। [২]

শহীদ শৈলেশ চ্যাটার্জী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জেলে ত্রিশ বছর"উইকিপিডিয়া। ২০১৯-১১-০৪। 
  2. "বইয়ের উৎস - উইকিপিডিয়া"bn.wikipedia.org। সংগ্রহের তারিখ ২০২২-০২-০২