শেরউড রোল্যান্ড
মার্কিন রসায়নবিদ
ফ্রাঙ্ক শেরউড রোল্যান্ড একজন মার্কিন রসায়নবিদ। তিনি ১৯৯৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
ফ্রাঙ্ক শেরউড রোল্যান্ড | |
---|---|
জন্ম | |
মৃত্যু | মার্চ ১০, ২০১২ | (বয়স ৮৪)
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | Ohio Wesleyan University (B.A.), শিকাগো বিশ্ববিদ্যালয় (পিএইচডি) |
পরিচিতির কারণ | Ozone depletion research |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার ১৯৯৫ 1989 Japan Prize |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভিন |
ডক্টরাল উপদেষ্টা | উইলার্ড ফ্রাঙ্ক লিব্বী |
জীবনী
সম্পাদনারোল্যান্ড ১৯৪৮ সালে বিএ ডিগ্রি লাভ করেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯৫২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬৪ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভিন এ রসায়নের অধ্যাপক নিযুক্ত হন।