শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল

বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ

শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষা দানকারী একটি প্রতিষ্ঠান। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়; যা বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান চিকিৎসাবিজ্ঞান বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে ১ বছর মেয়াদী হাতে-কলমে শিখনসহ স্নাতক পর্যায়ের ৫ বছর মেয়াদি এম.বি.বি.এস. শিক্ষাক্রম চালু রয়েছে; যাতে প্রতিবছর ৬৫ জন (৬২টি সাধারণ, ২টি FF কোঠা এবং ১টি আদিবাসিদের জন্য সংরক্ষিত) শিক্ষার্থীকে ভর্তি করা হয়ে থাকে।[১]

শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল
মেডিকেল কলেজ লোগো
ধরনসরকারি মেডিকেল কলেজ
স্থাপিত২০১৪ (2014)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষঅধ্যাপক ডা.নূরুল আমিন মিঞা
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৭
শিক্ষার্থী২৬৯
স্নাতকএমবিবিএস
অবস্থান,
২৪°১৫′৪৮″ উত্তর ৮৯°৫৫′৩৩″ পূর্ব / ২৪.২৬৩৩০৬° উত্তর ৮৯.৯২৫৭৪১° পূর্ব / 24.263306; 89.925741
শিক্ষাঙ্গনশহুরে
মানচিত্র

অবস্থান সম্পাদনা

টাংগাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন টাঙ্গাইল শহরের কোদালিয়া এলাকায় অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

১৯৭৪ সালে টাঙ্গাইল জেলায় একটি ৫০ শয্যাবিশিষ্ট সাধারণ হাসপাতাল স্থাপনের পর একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি উঠে। ২০১২ সালের ৩০ জুন টাঙ্গাইলের ভূঞাপুরের একটি জনসভায় শেখ হাসিনা একটি মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দেন। ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ট্রমা সেন্টারকে মেডিকেল কলেজ ভবন হিসেবে অনুমোদন করে ছাত্র ভর্তির অনুমতি দেওয়া মাধ্যমে এই মেডিকেল কলেজটি চালু করা হয়।[২] শুরুতে কলেজটির নাম টাঙ্গাইল মেডিকেল কলেজ রাখা হয়। ২০১৬ সালে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালটির নাম শেখ হাসিনার নামে নামকরণ করার প্রস্তাব আনেন জাতীয় সংসদে ও পরে প্রস্তাবটি জাতীয় সংসদে গৃহীত হয়।[৩][৪] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ২০১৭ সালের ৫ এপ্রিলের সভায় নামকরণে বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত নামানুসারে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের নামকরণ করা হয় শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদের জন্য বিস্তারিত নির্দেশনা" (পিডিএফ)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার - স্বাস্থ্য অধিদপ্তর। ২২ জানুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫ 
  2. "টাঙ্গাইল মেডিকেলের কার্যক্রম উদ্বোধন"banglanews24.com। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২০ 
  3. "টাঙ্গাইলে মেডিকেল কলেজ হবে শেখ হাসিনার নামে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১১ 
  4. "শেখ হাসিনার নামে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ"banglatribune.com। ২০১৮-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১১ 

বহিঃসংযোগ সম্পাদনা