শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স
শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স বাংলাদেশের রাজধানী ঢাকার রমনায় অবস্থিত জাতীয় টেনিস ক্রীড়া অনুশীলনী মাঠ।
![]() শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স প্রধান গেট | |
প্রাক্তন নাম | রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে |
---|---|
ঠিকানা | রমনা ঢাকা বাংলাদেশ |
মালিক | বাংলাদেশ টেনিস ফেডারেশন |
ইতিহাস
সম্পাদনা১৯৭৭ সালে সালে রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রতিষ্ঠা করা হয়। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেঝ ছেলে শহীদ লে. শেখ জামালের নামে নামকরণ করা হয় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স।[১]
ক্রীড়া স্থাপনা
সম্পাদনাআটটি নতুন টেনিস কোর্ট তৈরি (ফ্লাড লাইটসহ), একটি জিমনেসিয়াম নির্মাণ, প্রধান গেট সংস্কার ও আধুনিকায়ন, আবাসিক সুবিধা, মিডিয়া সেন্টার স্থাপনসহ আধুনিকায়ন করা হয়।
নির্মাণ
সম্পাদনা২০১৮ সালে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে কমপ্লেক্সের সংস্কার করা হয়।[২]
আয়োজন
সম্পাদনা- শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৩।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শেখ জামালের নামে হচ্ছে রমনা টেনিস কমপ্লেক্স"। www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।
- ↑ ডেস্ক, স্পোর্টস। "শেখ জামাল টেনিস কমপ্লেক্স!"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।
- ↑ "২০২৫ সালে বাংলাদেশ বিশ্বে টেনিসে অন্যতম স্থান করে নিবে : খালিদ মাহমুদ চৌধুরী | জাতীয়"। Noyashotabdi। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।