শেখ ইব্রাহীম আল ইব্রাহীম মসজিদ
ইব্রাহীম ইবনে আব্দুল আজিজ আল ইব্রাহীম মসজিদ ভেনেজুয়েলার একটি দৃষ্টিনন্দন মুসলিম স্থাপনা। মসজিদটি কারাকাসের এল রেক্রিও জেলায় অবস্থিত যা লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম মসজিদ। প্রথম স্থানে আছে ব্যুয়েন্স আয়ার্সে অবস্থিত বাদশাহ ফাহাদ ইসলামিক কালচারার সেন্টার।
শেখ ইব্রাহীম আল ইব্রাহীম মসজিদ | |
---|---|
শেখ ইব্রাহীম আল ইব্রাহীম মসজিদ | |
অবস্থান | |
অবস্থান | কারাকাস, ভেনেজুয়েলা |
স্থানাঙ্ক | ১০°৩০′৬″ উত্তর ৬৬°৫৩′৪৩″ পশ্চিম / ১০.৫০১৬৭° উত্তর ৬৬.৮৯৫২৮° পশ্চিম |
স্থাপত্য | |
স্থপতি | জুহাইর ফায়েজ |
ধরন | মসজিদ |
সম্পূর্ণ হয় | ১৯৯৩ |
নির্দিষ্টকরণ | |
ধারণক্ষমতা | ৩৫০০ |
মিনার | ১ |
মিনারের উচ্চতা | ১১৩ মিটার |
বর্ণনাসম্পাদনা
১৯৮৯ সালে শেখ ইব্রাহীম ইবনে আব্দুল আজিজ আল ইব্রাহীম এই মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। মসজিদের নকশা তৈরী করেন বিখ্যাত স্থপতী জুহাইর ফায়েজ। তার নকশা অনুযায়ী মসজিদের মিনার ১১৩ মিটার উঁচু এবং গম্বুজ ২৩ মিটার উঁচু। মোট এলাকার পরিমাণ ৫০০০ বর্গফুট। ১৯৯৩ সালে কর্তৃপক্ষ মসজিদ নির্মাণের কাজ সমাপ্ত ঘোষণা করে। এখানে এক সাথে ৩৫০০ জন মানুষ নামায আদায় করতে পারেন। মসজিদের মিনারটি লাতিন আমেরিকার অন্যতম উঁচু মিনার হিসেবে স্বীকৃত। [১]
৪ বছরের মসজিদ নির্মাণ প্রজেক্ট শেষে মার্চ ১৯৯৩ সালে কারাকাস ইসলামিক সেন্টারের উদ্ভোধনী ভাষণে ভেনেজুয়েলার ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট হাসান মাজজুব, "এটা একটা স্বপ্নের মত, যা সত্য হয়ে আমাদের কাছে এসেছে।"
হাসান মাজজুব, যিনি ১৯৬৮ সালে লেবানন থেকে ভেনেজুয়েলায় আসেন, পেশায় একজন দোকানদার। তিনি বিশ্বাস করতেন যে ভেনেজুয়েলার মুসলিমদের সংখ্যা খুব তাড়াতাড়ি আর্জেন্টিনা, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে মুসলিদের চেয়ে সংখ্যায় বেশি হয়ে যাবে।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ http://www.apnewsarchive.com/1993/Caracas-Muslims-Inaugurate-Mosque-With-Hemisphere-s-Highest-Minaret/id-fdc548954577ee3e5b0f475d4fd0be96 CARACAS MUSLIMS INAUGURATE MOSQUE WITH HEMISPHERE'S HIGHEST MINARET