শেখ ইব্রাহিম মসজিদ
শেখ ইব্রাহিম মসজিদ (আজারবাইজানি: Şeyx İbrahim məscidi) ১৫ শতাব্দীর একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদটি প্রাচীন বাকু নগরীর অংশ এবং আজারবাইজানের বাকু শহরে এ. জয়নাল্লি সড়কে অবস্থিত।
শেখ ইব্রাহিম মসজিদ | |
---|---|
আজারবাইজানি: Şeyx İbrahim məscidi | |
শেখ ইব্রাহিম মসজিদ | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
জেলা | প্রাচীন বাকু নগরী |
প্রদেশ | বাকু |
অবস্থান | |
অবস্থান | ![]() |
দেশ | আজারবাইজান |
স্থানাঙ্ক | ৪০°২১′৫৩″ উত্তর ৪৯°৫০′০৪″ পূর্ব / ৪০.৩৬৪৬৭৮° উত্তর ৪৯.৮৩৪৫৪৪° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইসলামী স্থাপত্য, আজারবাইজান স্থাপত্য |
প্রতিষ্ঠাতা | হাজী আমিরশাহ ইবনে ইয়াগুব |
সম্পূর্ণ হয় | ১৪১৫-১৪১৬ |
ইতিহাস
সম্পাদনামসজিদের সম্মুখভাগে স্থাপিত শিলালিপির বর্ণনা অনুযায়ী, হাজী আমিরশাহ ইবনে ইয়গুব মসজিদটি নির্মাণ করেন। অন্য একটি শিলালিপিতে ইঙ্গিত দেওয়া আছে, আঘা গফর হাজী মুরাদ ওঘলু মসজিদটি পুনঃনির্মাণ করেন। মূল লেখায় দেখা যায় যে, সুলতান শেখ ইব্রাহিমের রাজত্বকালে মসজিদটি ১৪১৫-১৪১৬ (হিজরি ৮৩৮) সালে নির্মিত হয়। এ কারণে স্থানীয় বাসিন্দারা এই স্থাপনাটির নাম শেখ ইব্রাহিম রাখেন।[১][২]
স্থাপত্য বৈশিষ্ট্য
সম্পাদনামসজিদটি চতুর্ভুজ আকৃতির। একটি পাথরের গম্বুজ দিয়ে মসজিদটি ঢেকে আছে। মিহরাব ঐতিহ্যগতভাবে পাশের দেয়ালে নয়, দীর্ঘ দেয়ালে(ক্বিবলার দিকে) আছে। উনিশ শতকে মসজিদের সম্মুখ প্রাচীরের পৃষ্ঠটি তিনটি চতুর্ভুজ গঠনে বিভক্ত। ইউরোপের স্থাপত্যবিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান আকৃতির আদলে মসজিদের সম্মুখভাগ গঠিত। প্রতিটি দেয়ালে আল বাতাস প্রবেশের জন্য অনেকগুলো জানালা আছে এবং প্রবেশদ্বারটি দরজার আদলে তৈরি করা। জাতীয় সাংস্কৃতিক স্মৃতিচিহ্নের প্রাচীন বিষয়বস্তু রাখা আছে এবং জাতীয় এবং ইউরোপীয় স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলোর সমন্বয়ে স্থাপনাটি নির্মিত।[১][২] থি
আরও দেখুন
সম্পাদনা- ইউরোপের মসজিদের তালিকা
- জ্বীন মসজিদ
- সাইয়্যিদ ইয়াহিয়া মুরতুজা মসজিদ
- খিদির মসজিদ
- জুমা মসজিদ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ŞЕYХ İBRАHİM MƏSCİDİ" (আজারবাইজানী ভাষায়)। icherisheher.gov.az। ১৯ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
- ↑ ক খ ""Şеyх İbrаhim" məscidi" (আজারবাইজানী ভাষায়)। scwra.gov.az। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।