শীতল শাহজাহানিয়া দাখিল মাদ্রাসা
শীতল শাহজাহানিয়া দাখিল মাদ্রাসা একটি বিখ্যাত ও ঐতিহ্যবাহী মাদ্রাসা যা নওগাঁ জেলার অন্তর্গত পত্নীতলা উপজেলার শীতল মাঠ গ্রামে অবস্থিত। বর্তমানে এই মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। মাদ্রাসাটি ১৯৮১ সালে স্থাপিত হয় এবং ১৯৯৩ সালে এমপিওভুক্ত হয়।[১]
শীতল শাহজাহানিয়া দাখিল মাদ্রাসা Shitol Shahjahania Dakhil Madrasah | |
---|---|
অবস্থান | |
![]() | |
, ৬৫৬১ | |
স্থানাঙ্ক | ২৫°১১′২৫″ উত্তর ৮৮°৩৯′২১″ পূর্ব / ২৫.১৯০১৭৮° উত্তর ৮৮.৬৫৫৭৪০° পূর্ব |
তথ্য | |
ধরন | দাখিল মাদ্রাসা |
নীতিবাক্য | পড় তোমার প্রভুর নামে |
প্রতিষ্ঠাকাল | ১৯৮১ |
বন্ধ | বিকাল ৪ঃ০০ |
বিদ্যালয় বোর্ড | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
সেশন | জানুয়ারী-ডিসেম্বর |
বিদ্যালয় কোড | ১২৩৬১৪ (ই আই আই এন) |
অধ্যক্ষ | মোঃ আঃ মান্নান |
শিক্ষকমণ্ডলী | ১৫ |
শ্রেণী | প্রথম - দশম |
লিঙ্গ | বালক-বালিকা |
শিক্ষার্থী সংখ্যা | ২০০ প্রায় |
ভাষা | বাংলা, ইংরেজি ও আরবি |
ক্যাম্পাস | মফস্বল |
আয়তন | ১.৭০ একর |
রং | নীল ও সাদা |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল এবং ভলিবল |
ভৌগোলিক অবস্থানসম্পাদনা
ইতিহাসসম্পাদনা
১৯৮১ সালে শীতল শাহজাহানিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। শীতল মাঠ গ্রামের কয়েক জন গুণী ব্যক্তির প্রচেষ্টায় মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৮ সালে মাদ্রাসাটি পাঠদানের অনুমতি লাভ করে। ১৯৯৩ সালে মাদ্রাসাটি এমপিও ভুক্ত হয়। প্রতিষ্ঠার সময় থেকেই মাদ্রাসাটি সরকারি নিয়মাবলী মেনে পরিচালিত হয়ে আসছে।[২]
অবকাঠামোসম্পাদনা
শীতল শাহজাহানিয়া দাখিল মাদ্রাসা ১.৭০ একর জমির উপর প্রতিষ্ঠিত। কাঠামোগতভাবে মাদ্রাসাটিতে ১টি দোতলা ও ১টি একতলা মাটির ভবন রয়েছে এবং ১টি একতলা পাকা ভবন নির্মাণাধীন রয়েছে। এসব ভবনে ১১টি শ্রেণীকক্ষ, ১টি অফিসকক্ষ, ১টি লাইব্রেরী ও ১টি স্টোররুম রয়েছে। এছাড়াও মাদ্রাসা সংলগ্ন একটি মসজিদ রয়েছে। মাদ্রাসার সামনে ১টি খেলার মাঠ ও ১টি পুকুর রয়েছে।
শিক্ষক-কর্মচারীবৃন্দসম্পাদনা
শিক্ষা কার্যক্রমসম্পাদনা
শীতল শাহজাহানিয়া দাখিল মাদ্রাসা একবারে শিশু শ্রেণী থেকে দাখিল পর্যন্ত শিক্ষাদান করে থাকে।
শিক্ষাস্তরসম্পাদনা
- ইবতেদায়ী বিভাগঃ
ইবতেদায়ী শাখায় শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত আরবি, বাংলা, গণিত, ইংরেজি শিক্ষা প্রদান করা হয়।
- দাখিল বিভাগঃ
৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। প্রতি বছর ছাত্র/ছাত্রীরা জে.ডি.সি এবং দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলা, আরবি, গণিত, ইংরেজি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ভূগোল, পৌরনীতি, ইতিহাস, কৃষিশিক্ষা, কম্পিউটার ইত্যাদি বিষয়ে শিক্ষা প্রদান করা হয়।
শিক্ষা সহায়ক কার্যক্রমসম্পাদনা
শীতল শাহজাহানিয়া দাখিল মাদ্রাসায় নানা ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালিত হয়। এগুলোর মধ্যে রয়েছেঃ
- বার্ষিক ইসলামী সম্মেলন।
- ইসলামী গজল প্রতিযোগিতা।
- বার্ষিক শিক্ষা সফর।
- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
ফলাফল ও কৃতিত্বসম্পাদনা
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থীসম্পাদনা
পরিচালনা পরিষদসম্পাদনা
আরো দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ https://amar-school.com/SHITOL-SHAHJAHANIA-DAKHIL-MADRASAH
- ↑ 163.47.156.104:8080/BANBEISR/getGenInfoEntryFormVarification1Madrasha.do?eiin=123614&&year=2020&&verifiedStatus=DEO