উন্নয়নমূলক মনোবিজ্ঞান

মনোবিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা
(শিশু মনোবিজ্ঞান থেকে পুনর্নির্দেশিত)

উন্নয়নমূলক মনোবিজ্ঞান 'মনোবিজ্ঞানের' এক স্বতন্ত্র শাখা। এটি শিশুর বিকাশ ও বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকে। মাতৃগর্ভে ভ্রূণের জন্ম মুহূর্ত থেকে শুরু করে যৌন পরিপক্বতা অর্জনের পূর্ব পর্যন্ত শিশু মনোবিজ্ঞানের বিস্তৃতি।[১]

শিশু ও শিশু মনোবিজ্ঞান।

বিষয়বস্তু সম্পাদনা

গর্ভাবস্থা, আঁতুড়কাল, শৈশবকাল, [বাল্যকাল, বয়ঃসন্ধিকাল শিশু মনোবিজ্ঞানের পাঠ্য বিষয়ের আওতাভুক্ত। বয়স বাড়ার সাথে সাথে শিশুর যে শারীরিক বৃদ্ধি ঘটে এবং এই শারীরিক বৃদ্ধির ফলে তার আচরণে যে পরিবর্তন সংঘটিত হয় তা শিশু মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। শিশুর সামাজিক পরিবেশ বিশেষ করে তার পরিবার, সঙ্গী, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি শিশুর ব্যক্তিত্ব বিকাশে প্রভাব বিস্তার করে। শিশুর শারীরিক, মানসিক,আবেগিক,সামাজিক,নৈতিক বিকাশ প্রভৃতি সম্পর্কে আলোচনাই শিশু মনোবিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য।

তথ্যসূত্র সম্পাদনা

  1. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান -প্রফেসর যুগেন্দ্র কুমার

গৃবহজআৃআমৃব বৃবৃববৃ আনৃওবনমৃমবচন বৃনজহগআ গৃআমৃব গৃবগকডডম হআমৃিত এগুলো কোনো শব্দ নাহ। যেমন কালো কোনো রং না

  1. I0I02KE

বমৃবব্গ