শিলচর রেলওয়ে স্টেশন
শিলচর রেলওয়ে স্টেশন হল কাছার জেলার শিলচর শহরের একটি রেল স্টেশন। এই স্টেশনে ৩ বি প্লাটফর্ম রয়েছে। ভারতীয় বা ইন্ডিয়ান গেজ এর রেলপথ এই স্টেশনে রয়েছে। এটি শিলচর শহরের যাত্রী পরিবহন করে।[১]
শিলচর রেলওয়ে স্টেশন শিলচর স্টেশন | |
---|---|
আঞ্চলিক রেল এবং ছোট রেল স্টেশন | |
অবস্থান | তারাপুর, শিলচর, আসাম ভারত |
স্থানাঙ্ক | ২৪°৪৯′১২″ উত্তর ৯২°৪৮′০০″ পূর্ব / ২৪.৮২০০° উত্তর ৯২.৮০০০° পূর্ব |
উচ্চতা | ২৭ মিটার (৮৯ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তর পূর্ব রেল |
লাইন | লুমডিং-বদরপুর লাইন |
প্ল্যাটফর্ম | ৩ |
সংযোগসমূহ | অটো, বাস, ট্রাক্সি |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ (ভূমিতল) |
পার্কিং | হ্যাঁ |
অন্য তথ্য | |
অবস্থা | চালু |
স্টেশন কোড | SCL |
অঞ্চল | উত্তর পূর্ব রেল |
বিভাগ | লামডিং রেল বিভাগ |
ইতিহাস | |
আগের নাম | আসাম বেঙ্গল রেলওয়ে |
অবস্থান | |
নতুন নামকরণ
সম্পাদনাশিলচর রেলওয়ে স্টেশনটি বরাক বাংলা ভাষা আন্দোলনের সাথে জড়িত একটি নিদর্শন।[২] ভারতের কেন্দ্রীয় সরকার এবং অসম রাজ্য সরকারের মতামতের ভিত্তিতে এই স্টেশনটির নতুন নামকরণ করা হয়েছে ভাষা শহিদ স্টেশন, শিলচর।[৩][৪]
গুরুত্ব
সম্পাদনাশিলচর ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের গুরুত্বপূর্ণ প্রান্তিক রেলওয়ে স্টেশন। এর নিকটবর্তী অরুণাচল জংশন (৭ কিমি পশ্চিমে) ভারতের মনিপুর রাজ্যে যাওয়ার অন্যতম গন্তব্য হতে চলেছে। সম্পর্কক্রান্তি এর মতো গুরুত্বপূর্ণ ট্রেন এখানে থামে। এখানে একক ডিজেল লাইন চালু রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শিলচর অবধি কাঞ্চনজঙ্ঘা? ঢেলে সাজা হচ্ছে স্টেশন"।
- ↑ সাহা, অমর (২০ মে ২০১২)। "আরেক ফাল্গুনের কথা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শিলচরের নাম পাল্টে হচ্ছে 'ভাষা শহিদ স্টেশন'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৯ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৭।
- ↑ "আসামের রক্তাক্ত বাংলা ভাষা দিবস ও শিলচর স্টেশনের কথা"। দৈনিক আমাদের সময়। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]