শিবায়ন কাব্য

মধ্যযুগীয় বাংলা আখ্যানকাব্যের একটি ধারা

শিবায়ন কাব্য মধ্যযুগীয় বাংলা আখ্যানকাব্যের একটি ধারা। ১৭১১ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়ে রামেশ্বর ভট্টাচার্যের দ্বারা।(বেশি প্রচলিত ও বিখ্যাত) শিবদুর্গার দরিদ্র সংসার জীবন কল্পনা করে মঙ্গলকাব্যের আদলে এই কাব্যধারার উদ্ভব। শিবায়ন কাব্যে দুটি অংশ দেখা যায় – পৌরাণিক ও লৌকিক। মঙ্গলকাব্যের আদলে রচিত হলেও শিবায়ন মঙ্গলকাব্য নয়, মঙ্গলকাব্যের সঙ্গে এর কিছু মৌলিক পার্থক্য রয়েছে। এই কাব্যের দুটি ধারা দেখা যায়। প্রথমটি মৃগলুব্ধ-মূলক উপাখ্যান ও দ্বিতীয়টি শিবপুরাণ-নির্ভর শিবায়ন কাব্য। শিবায়নের প্রধান কবিরা হলেন রতিদেব, রামরাজা, রামেশ্বর ভট্টাচার্য, রামচন্দ্র কবিচন্দ্রশঙ্কর কবিচন্দ্র। তবে রামেশ্বর ভট্টাচার্য রচিত শিবায়ণ কাব্য সবচেয়ে জনপ্রিয়। [১][২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শিবায়ন – শিবমঙ্গল কাহিনী"টার্গেট বাংলা (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৫-০২। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭ 
  2. মধ্যযুগের বাংলা কাব্যে শিব ও শিবায়ন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আইএসবিএন 978-93-85131-55-4
  3. ঘোষ, সুতনু। "দ্বিজ রামেশ্বর : এক কবি ও সাধকের লেখা"Midnapore.in