শিকদার
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
শিকদার হলো একটি পদবি। সিকদার বংশের উদ্ভব প্রায় ১৩শত খ্রিস্টাব্দের বা সুলতানি আমলের সময়। ভারতবর্ষের এক রাজার বংশ বিস্তার কিংবা কোনো (রাজ)সন্তান ছিল না। ঐ রাজার কোনো সন্তান না থাকায়, রাজার নিকট-বর্তি সেনাধ্যক্ষকে(বান্ধব) চার ভাগের একভাগ সম্পদ দান করে দেন। তখনকার সময়ে চার ভাগের একভাগকে বলা হতো _"সিক্ক" বা "সিকি" । তখনকার সময়ে ঐ সেনাধ্যক্ষকে "সিকির দার" বলা হতো। "সিকির দার" থেকে সিকদার বা শিকদার পদবি লাভ করে।