শেখ গরীব খাঁন নিস্থানি আফগানী (আরবি: شيخ غريب افغاني), ছিলেন সিলেট অঞ্চলের চতুর্দশ শতাব্দীর মুসলিম সুফি[১] সিলেটের ওসমানী নগরে ইসলাম প্রচার এর সাথে শাহ গাবরু বিশেষ ভাবে জড়িত। ১৩০৩ সালে তিনি শাহ জালালের সাথে সিলেটের বিজয়ে যোগ দেন।[২]

শাহ গাবরু
অন্য নামশেখ গরীব খাঁন নিস্থানি আফগানী
ব্যক্তিগত তথ্য
জন্ম
মৃত্যু
গভুর্তেকি, সিলেট
সমাধিস্থলপাঁচ পীর মাকাম, গাবুর্তেকি, সাদিপুর ইউনিয়ন, ওসমানী নগর
ধর্মইসলাম
জাতীয়তাঅফগানি
সন্তানমুহাম্মদ গাজী
অন্য নামশেখ গরীব খাঁন নিস্থানি আফগানী
মুসলিম নেতা
ভিত্তিকগভুর্তেকি
কাজের মেয়াদচতুর্দশ শতাব্দীর শুরুর দিকে
পদশাহ জালালের অনুসারী

জীবন সম্পাদনা

শাহ গাবরুর জন্ম হয়েছিল ১৩ শতকে আফগানিস্তানে। শাহ গাবরু নিজামউদ্দিন আউলিয়াদের সাথে সাক্ষাতকালে শাহ জালালের সাথে দেখা করেছিলেন এবং ভারতীয় উপমহাদেশের অভিযানে তাঁর সাথে ভারতে আসেন।[৩] ১৩০৩ সালে তিনি রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে শাহ জালালের নেতৃত্বে সিলেটের বিজয়ের চূড়ান্ত লড়াইয়ে অংশ নিয়েছিলেন। বিজয়ের পরে শাহ জালাল তার অল্প সংখ্যক সঙ্গীকে ওসমানী নগরে হিজরত করার আদেশ দেন। গাবরু পঞ্চ পীর নামে পরিচিত লাভ করেছিলেন। তিনি বানাইয়া হাওরের দক্ষিণে একটি হিন্দু গ্রামে একটি হুজরাখানা স্থাপন করেছিলেন। তার প্রচেষ্টার কারণে অনেক হিন্দু পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে এবং শেষ পর্যন্ত গাবরু একটি পরিবারে বিয়ে করে। পরিবারের প্রবীণরা তাকে বিবাহের পরে ভালবাসার সাথে "গাবরু" (অর্থ জনপ্রিয় ব্যক্তি বা জামাই) বলে ডাকে যার ফলে তিনি শাহ গাবরু নামে আরও বেশি পরিচিতি লাভ করেছিলেন।[৪] তাঁর নামানুসারে এই গ্রামটির নামকরণ করা হয়েছিল গাবুর্তেকি।[৫]

মৃত্যু সম্পাদনা

তিনি কীভাবে এবং কোন বছরে মারা গেছেন তা স্পষ্ট নয়, তবে তাকে অন্য চার পীরের পাশে গাবুর্তেকির মাজারে সমাহিত করা হয়েছে। এটি এখন পঞ্চ পীরের মাকাম নামে পরিচিত[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Syed Murtaza Ali (১৯৭১)। Saints of East PakistanOxford University Press, Pakistan Branch। পৃষ্ঠা 27। 
  2. Rashid, Ahmad (১৯৭৬)। Tazkeratul Aoliya। Shireen Publications। পৃষ্ঠা 132–133। 
  3. Ismail, Muhammad (১৯৮৯)। "Sufi Saints of Bengal of un-known dates"। Development of Sufism in Bengal (পিডিএফ) (গবেষণাপত্র)। Aligarh Muslim University। পৃষ্ঠা 303। 
  4. Saqlayen, Golam (১৯৬২)। Purbo Pakistaner Sufi SadhokBangla Academy। পৃষ্ঠা 22–23। 
  5. also known as Gabhurtiki, Gaburtiki, Gaburteki, Gavurteki, Gavurtiki, Gavurtaki, Gavur Teki, Gavur Tiki, Gabur Teki and Gaburtaki
  6. Syed Murtaza Ali (১৯৬৫)। Hazrat Shah Jalal O Sileter ItihasBangla Academy