শাহনায পাহলভি

ইরানের রাজকুমারী

রাজকন্যা শাহনায পাহলভি (ফার্সি: شهناز پهلوی; জন্ম ২৭ অক্টোবর ১৯৪০) ছিলেন ইরানের রাজকন্যা এবং ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভি এবং তার প্রথম স্ত্রী মিশরের ফৌযিয়া ফুয়াদের প্রথম ও জ্যেষ্ঠ কন্যা।[১] সাম্রাজ্যে আনুষ্ঠানিক ব্যবহারশৈলী অনুযায়ী তাকে "আপনার রাজকীয় মহিমা" সম্মোধন করা হতো।

শাহনায পাহলভি
ইরানের রাজকন্যা
১৯৬৭ সালে রাজকন্যা শাহনায
জন্মশাহনায
(1940-10-27) ২৭ অক্টোবর ১৯৪০ (বয়স ৮৩)
তেহরান, ইরান
দাম্পত্য সঙ্গী
বংশধর
  • রাজকন্যা জহরা মাহনাজ জহেদি
    (জ. ১৯৫৮)
  • যুবরাজ কিখোশো জাহানবানি
    (জ. ১৯৭১)
  • রাজকন্যা ফৌযিয়া জাহানবানি
    (জ. ১৯৭৩)
পূর্ণ নাম
শাহনায পাহলভি
ফার্সি: شهناز پهلوی
রাজবংশপাহলভি
পিতামোহাম্মদ রেজা পাহলভি (১৯১৯–১৯৮০)
মাতামিশরের ফাউযিয়া ফুয়াদ (১৯২১–২০১৩)

প্রাথমিক জীবন ও শিক্ষা সম্পাদনা

 
১৯৪০-এর দশকে রেজা পাহলভি ও ফৌযিয়ার সঙ্গে শাহনায

শাহনায পাহলভি ২৭ অক্টোবর ১৯৪০ সালে ইরানের তেহরানে পাহলভি রাজবংশে জন্ম নেন।[২] তিনি ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির এবং তার প্রথম সম্রাজ্ঞী মিশরের ফৌযিয়া ফুয়াদের প্রথম এবং জ্যেষ্ঠ সন্তান।[৩][৪] শাহনায, মাকুটধারী যুবরাজ রেজা পাহলভি, রাজকন্যা ফারাহনায পাহলভি, যুবরাজ ২য় আলি-রেজা পাহলভি এবং রাজকন্যা লেইলা পাহলভির বৈমাত্র ভাইবোন- যারা শাহ এবং তার তৃতীয় স্ত্রী ফারাহ দিবার চার সন্তান।[৫]

মিশরের রাজা প্রথম ফুয়াদ তার মাতৃক পিতামহ এবং রানী নাজলি তার মাতৃক মাতামহ ছিলেন; এবং ইরানের রেজা শাহ পাহলভি তার পৈতৃক পিতামহ ও রানী তাদজ অল-মোলোক তার পৈতৃক মাতামহ ছিলেন।[২] তিনি মিশরের রাজা প্রথম ফারুকের ভ্রাতুষ্পুত্রী এবং শেষ মিশরীয় রাজা দ্বিতীয় ফুয়াদের চাচাতো বোন।[৬]

শাহনায পাহলভি সুইজারল্যান্ডে শিক্ষা গ্রহণ করেন।[২][৭]

নির্বাসন সম্পাদনা

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের ফলে শাহনায ইরান ত্যাগ করতে বাধ্য হন এবং সুইজারল্যান্ডে চলে যান।[৫]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

 
শাহনায এবং জাহেদি
ইরানের রাজকন্যা ফারাহনায পাহলভি
এর রীতি
 
উদ্ধৃতিকরণের রীতিতার রাজকীয় মহিমা
কথ্যরীতিআপনার রাজকীয় মহিমা

১৯৫৫ সালে জার্মানিতে জেনারেল ফজলুল্লাহ জহেদির পুত্র, তৎকালীন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরডেশির জাহেদির সঙ্গে সাক্ষাৎ ঘটে।[৭] বছর দুয়েক পর, ১৯৫৭ সালের ১১ অক্টোবর, তেহরানের গোলেস্তান প্রাসাদে শাহনায ১৬ বছর বয়সে আরডেশির জাহেদিকে বিয়ে করেন।[১][৭] জহেদি একবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী এবং দু'বার (১৯৫৭–৬৪ ও ১৯৭২–৭৯) মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।[৭][৮] ১৯৫৮ সালের ২ ডিসেম্বর তেহরানে রাজকন্যা জহরা মাহনাজ জহেদি নামে এই দম্পতির একমাত্র কন্যাসন্তানের জন্ম হয়।[৯] ১৯৬৪ সালে এই আরডেশির জাহেদির সঙ্গে শাহনাযের বিবাহবিচ্ছেদ ঘটে।[২]

শাহনায পরবর্তীতে ফেব্রুয়ারি ১৯৭১ সালে প্যারিসের ইরানি দূতাবাসে খসরো জাহানবানিকে বিয়ে করেন।[১০] যদিও ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত জাহানবানির মৃত্যুর আগ পর্যন্ত তাদের বিবাহ স্থায়ী হয়। ১৯৭১ সালের ২০ নভেম্বর, এই দম্পতির এক পুত্রসন্তানের জন্ম হয়, যার নাম কিখোশো জাহানবানি। ১৯৭৩ সালে শাহনাযের প্রথম এবং শাহনায-খসরো দম্পতির দ্বিতীয় সন্তান ফৌযিয়া জাহানবানির জন্ম হয়।[২]

পিতার পাহলভি রাজত্বের সময় শাহনায হোন্ডা বাইসাইকেল ও মোটরসাইকেলের কৃষি উদ্যোগ ও সমাবেশে বিনিয়োগ করেছিলেন।[১১]

বংশ সম্পাদনা

সম্মান সম্পাদনা

টেলিভিশন তালিকা সম্পাদনা

  • জারোভারযিশ্ট (১৯৬৩) - স্বচরিত্রে, রাজকন্যা মাসুমেহ ফারাহনায পাহলভি নামে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Royal Beauty: Princess Shahnaz Pahlavi (1960's/70's)"। Iranian। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১২ 
  2. ব্রিটানি বার্গার (১৪ জানুয়ারি ২০১৮)। "Princess Shahnaz Pahlavi – Daughter of the last Shah"historyofroyalwomen.com (ইংরেজি ভাষায়)। রাজকীয় মহিলাদের ইতিহাস। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  3. Charmody, Diedre (২৭ জুলাই ১৯৭৩)। "Nixon forth to see Shah"The Leader Post। New York। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১২ 
  4. "A quick look at the Shah's life"Lawrence Journal। AP। ২৮ জুলাই ১৯৮০। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১২ 
  5. "Shah's daughter 'could not stand' exile"BBC। ১২ জুন ২০০১। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১২ 
  6. "Ashraf Pahlavi: Portrait of a Persian Princess"www.payvand.com। ২০১৭-১১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৩ 
  7. "Only child of Shah of Iran will marry in simple rites"Ocala Star Banner। Tehran। AP। ১০ অক্টোবর ১৯৫৭। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১২ 
  8. "Iran Shah's daughter to wed engineer in simple ceremony"Lewiston Evening Journal। Tehran। AP। ১০ অক্টোবর ১৯৫৭। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৩ 
  9. "Milestones, Dec. 15, 1958"Time। ১৫ ডিসেম্বর ১৯৫৮। ২০ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৩ 
  10. "The Qajar Dynasty"। Royal Ark। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১২ 
  11. "105 Iranian films said controlled by royal family"The Leader Post। Tehran। AP। ২২ জানুয়ারি ১৯৭৯। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২ 
  12. "পাহলভি রাজবংশ: বংশতালিকা"royalark.net। royalark.net। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা