শাহজামান মজুমদার

বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা

শাহজামান মজুমদার (১৯৫৬ - ২ ডিসেম্বর ২০২০) ছিলেন একজন বাংলাদেশি তথ্যপ্রযুক্তিবিদ যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও অংশ নিয়েছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে।[১][২]

শাহজামান মজুমদার
জন্ম১৯৫৬
মৃত্যু২ ডিসেম্বর ২০২০(2020-12-02) (বয়স ৬৩–৬৪)
জাতীয়তাবাংলাদেশি
পরিচিতির কারণবীর প্রতীক
দাম্পত্য সঙ্গীনূরনাহার মজুমদার

প্রারম্ভিক জীবন সম্পাদনা

শাহজামান মজুমদার ১৯৫৬ সালে দিনাজপুরের কালিতলায় জন্মগ্রহণ করেন।[৩] তার পিতার নাম রজব আলী মজুমদার এবং মাতা সায়েরা মজুমদার। তিনি ১৯৭১ সালে ঢাকায় উচ্চমাধ্যমিক ক্লাসের ছাত্র ছিলেন।[১]

স্বাধীনতা যুদ্ধে ভূমিকা সম্পাদনা

শাহজামান মজুমদার মুক্তিযুদ্ধ শুরু হলে এপ্রিল মাসের প্রথম দিকে হবিগঞ্জের তেলিয়াপাড়ায় যান এবং দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নেন। ৩ নম্বর সেক্টরে আখাউড়াসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেন।[১] ১৯৭১ সালের মে মাসের মাঝামাঝি সময়ে তেলিয়াপাড়ায় যোদ্ধাদের একটি দলের সাথে অপারেশনে অংশ নেন।[১] এছাড়াও বেশ কিছু অপারেশনে অংশগ্রহণ করেন।[১]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

শাহজামান মজুমদার ২০২০ সালের ২ ডিসেম্বর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।[৪] তিনি ব্যক্তিগত জীবনে নূরনাহার মজুমদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।[১]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. দৈনিক প্রথম আলো, "তোমাদের এ ঋণ শোধ হবে না"| তারিখ: ১২-০৫-২০১২[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. একাত্তরের বীরযোদ্ধাদের অবিস্মরণীয় জীবনগাঁথা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারকগ্রহন্থ। জনতা ব্যাংক লিমিটেড। জুন ২০১২। পৃষ্ঠা ১৪০। আইএসবিএন 9789843351449 
  3. শাহজামান মজুমদার লিখিত ‘দ্য গেরিলা’ বইয়ের লেখক পরিচিতি দ্রষ্টব্য
  4. "বীর মুক্তিযোদ্ধা শাহজামানের মৃত্যু"বণিকবার্তা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০