শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প প্রতিবন্ধীবান্ধব একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের আওতায় দেশ সেরা বোতলজাত বিশুদ্ধ মুক্তা পানি ও মৈত্রী প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন করা হয়। এ উৎপাদন ও বিপণন প্রক্রিয়ার সাথে যে সকল কর্মকর্তা/কর্মচারী জড়িত রয়েছেন তাদের সিংহভাগই প্রতিবন্ধী। এ প্রতিষ্ঠানের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবন্ধীদের দ্বারা উৎপাদিত মুক্তা বোতলজাত বিশুদ্ধ পানি ও মৈত্রী প্লাস্টিক পণ্যের বিক্রয়লব্ধ সমুদয় আয় প্রতিবন্ধীর কল্যাণেই ব্যয় করা হয়ে থাকে। প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন মৈত্রী শিল্পের আধুনিকায়ন ও সম্প্রসারণে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের বিভিন্ন উদ্দ্যোগ গ্রহণ ও কার্যক্রম পরিচালিত হচ্ছে। [১]
গঠিত | ১২ ডিসেম্বর ১৯৯০ |
---|---|
ধরন | সরকারি |
সদরদপ্তর | স্টেশন রোড, টঙ্গী, গাজীপুর |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
নির্বাহী পরিচালক | মোছা: হাজেরা খাতুন (যুগ্মসচিব) |
ওয়েবসাইট | spst |
ইতিহাস
সম্পাদনা১৯৮০ সালে বাংলাদেশ সরকার ও সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অথরিটির (সিডা) পৃষ্ঠপোষকতায় টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (ইআরসিপিএইচ) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সুইডেন বাংলাদেশের বন্ধুত্বের নিদর্শন-স্বরূপ সরকার এই প্রতিষ্ঠানকে একটি অংশকে মৈত্রী শিল্প নামে পুনর্নামকরণ করে। ১২ ডিসেম্বর, ১৯৯০ সালে সরকার শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট গঠন করে মৈত্রী শিল্পকে এর হাতে হস্তান্তর করা হয়।[১][২]
সেবাসমূহ
সম্পাদনা- মুক্তা মিনারেল ওয়াটার প্ল্যান্ট স্থাপন। এর মাধ্যমে প্রতিবন্ধীরা মুক্তা মিনারেল ওয়াটার ও মুক্তা ন্যাচারাল ড্রিঙ্কিং ওয়াটার প্রস্তুত করে।[২]
- প্লাস্টিক সামগ্রী উৎপাদন ও বিপননের মাধ্যমে প্রতিবন্ধী স্বাবলম্বীকরণ।[২]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "পরিক্রমা, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট"। spst.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৩।
- ↑ ক খ গ "ব্রোশিউর, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট"। spst.gov.bd।