শারমিন মুরশিদ
শারমিন মুরশিদ হচ্ছেন একজন বাংলাদেশী আন্দোলনকর্মী ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা।[১] তিনি একজন সুপরিচিত নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ‘ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা।[২]
শারমিন মুরশিদ | |
---|---|
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৭ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | সিমিন হোসেন রিমি (প্রতিমন্ত্রী) |
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৯ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | দীপু মনি (মন্ত্রী) |
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৮ আগস্ট ২০২৪ | |
রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
ব্যক্তিগত বিবরণ | |
মাতা | নূরজাহান মুরশিদ |
পিতা | খান সারওয়ার মুরশিদ |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাশারমিন মুরশিদের পিতা খান সারওয়ার মুরশিদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষক। তিনি একাধারে শিক্ষাবিদ, কূটনীতিক ও বুদ্ধিজীবী ছিলেন। তার মা নূরজাহান মুরশিদ ছিলেন একজন সাংবাদিক, শিক্ষক ও সমাজকর্মী।[২]
কর্মজীবন
সম্পাদনাশারমিন মুরশিদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ‘মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’র সদস্য ছিলেন। সাংস্কৃতিক দলটি শরণার্থীশিবিরসহ বিভিন্ন মুক্তাঞ্চলে যেত। দেশাত্মবোধক গান পরিবেশন মাধ্যমে তারা মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত ও যুদ্ধবিধ্বস্ত মানুষের চেতনাকে উজ্জীবিত করত। এছাড়া পাপেট শো, মঞ্চনাটকের আয়োজনও করত। পরবর্তীতে ১৯৯৫ সালে এই সাংস্কৃতিক দলটির কাজের ওপর ‘মুক্তির গান’ নামের একটি বিখ্যাত তথ্যচিত্র তৈরি হয়।[৩]
তিনি ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন[৪] এবং ৯ আগস্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।[৫] ২০২৪ সালের ২৭ আগস্ট তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।[৬] এছাড়াও তিনি একজন সুপরিচিত নির্বাচন বিশেষজ্ঞ। তিনি নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ‘ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি সাংস্কৃতিক কেন্দ্র ‘উত্তরসূরী’-এর মহাসচিবের দায়িত্বও পালন করছেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ অনলাইন, চ্যানেল আই (২০২৪-০৮-০৮)। "উপদেষ্টাদের কার কী পরিচিতি"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮।
- ↑ ক খ গ ""আমি এটাকে নির্বাচন বলিনা"- শারমিন মুরশিদ"। প্রথম আলো। ২০২৪-০১-১৩। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০৮-০৯)। "শারমিন মুরশিদ"। প্রথম আলো। Archived from the original on ২০২৪-০৮-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৯।
- ↑ "শপথ নিলেন ১৩ উপদেষ্টা"। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪।
- ↑ "যে মন্ত্রণালয় পেলেন শারমীন এস মুরশিদ"। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪।
- ↑ "প্রধান উপদেষ্টার ভার কমল, ৪ উপদেষ্টার দায়িত্ব বাড়ল"। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৪।