শাটিকাপ
শাটিকাপ একটি বাংলাদেশী রোমাঞ্চকর-অপরাধধর্মী নাটক। ৮ পর্বের এই নাটক পরিচালনা করেন মোহাম্মদ তাওকীর ইসলাম। ২০২২ সালের ১৩ জানুয়ারি চরকিতে এটি মুক্তি পায়।[২] নাটকের নাম শাটিকাপ, রাজশাহীর আঞ্চলিক ভাষায় যার অর্থ হল “ঘাপটি মেরে বসে থাকা”।
শাটিকাপ | |
---|---|
![]() | |
ধরন | রোমাঞ্চকর |
চিত্রনাট্য | মোহাম্মদ তাওকীর ইসলাম |
গল্প লেখক | মোহাম্মদ তাওকীর ইসলাম |
পরিচালক | মোহাম্মদ তাওকীর ইসলাম[১] |
সঙ্গীত রচয়িতা | নবারুণ বোস |
মূল ভাষা | রাজশাহীর বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৮ |
নির্মাণ | |
নির্মাণের স্থান | রাজশাহী, বাংলাদেশ |
চিত্রগ্রাহক | মোহাম্মদ তাওকীর ইসলাম |
সম্পাদক | সালেহ সোবহান আউনিম |
ব্যাপ্তিকাল | ১৯২৩ মিনিট |
নির্মাণ কোম্পানি | ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | চরকি |
মূল মুক্তির তারিখ | ১৩ জানুয়ারি ২০২২ |
কাহিনিসম্পাদনা
ওয়েব ধারাবাহিকটি রাজশাহী শহরের নদীর পাড়ের মাদক চোরাকারবারিদের নিয়ে তৈরি। অবৈধ চোরাচালানের একাধিক চক্র এখানে সক্রিয়। রাজশাহী ও আশপাশের আরো বেশ কিছু এলাকার চোরাচালান নিয়ন্ত্রণ করে সোহেল। সোহেলের একচেটিয়া রাজত্বে ধাক্কা দেওয়ার পরিকল্পনা করে উঠতি দুই ব্যবসায়ী হান্নান আর জয়নাল। সোহেল তাদের ধরার জন্য এলাকার সবচেয়ে প্রভাবশালী তদন্ত কর্মকর্তা উত্তমকে দায়িত্ব দেন। সাপলুডুর মতো এক অদ্ভুত কাটাকুটি খেলা শুরু হয়।[৩]
অভিনয়সম্পাদনা
- জয়নাল চরিত্রে আহসাবুল ইয়ামিন রিয়াদ
- হান্নান চরিত্রে নাজমুস সাকিব
- উত্তম কুমার চরিত্রে অমিত রুদ্র
- বাবু চরিত্রে ওমর মাসুম
- বাবুর স্ত্রী চরিত্রে সাজিয়া খানম
- সোহেল ভাই চরিত্রে গালিব সারদার
- লিকত আলী চরিত্রে ওয়াসিকুল ইসলাম রোমিত
- হাবিবুল বাশার চরিত্রে শিবলী নোমান
নির্মাণসম্পাদনা
২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশের রাজশাহীর বিভিন্ন স্থানে মূল চিত্রগ্রহণ করা হয়।
মুক্তিসম্পাদনা
২০২২ সালের ১৩ জানুয়ারি চরকিতে শাটিকাপ মুক্তি পায়।[৪] একই দিনে রাজশাহীতে জেলা পরিষদ মিলনায়তনে নাটকের প্রিমিয়ার স্ক্রিনিং অনুষ্ঠিত হয়।[৫][৬]
পর্বসম্পাদনা
নং. | শিরোনাম | পরিচালক [৭] | লেখক | মূল মুক্তির তারিখ |
---|---|---|---|---|
১ | "পাপের শুরু" | মোহাম্মদ তাওকীর ইসলাম | মোহাম্মদ তাওকীর ইসলাম | ১৩ জানুয়ারি ২০২২ |
২ | "খিদিরবিদির" | মোহাম্মদ তাওকীর ইসলাম | মোহাম্মদ তাওকীর ইসলাম | ১৩ জানুয়ারি ২০২২ |
৩ | "ভ্যাটাম" | মোহাম্মদ তাওকীর ইসলাম | মোহাম্মদ তাওকীর ইসলাম | ১৩ জানুয়ারি ২০২২ |
৪ | "ভ্যানতারা" | মোহাম্মদ তাওকীর ইসলাম | মোহাম্মদ তাওকীর ইসলাম | ১৩ জানুয়ারি ২০২২ |
৫ | "হাঁসের প্যাঁচ" | মোহাম্মদ তাওকীর ইসলাম | মোহাম্মদ তাওকীর ইসলাম | ১৩ জানুয়ারি ২০২২ |
৬ | "ভেলকি" | মোহাম্মদ তাওকীর ইসলাম | মোহাম্মদ তাওকীর ইসলাম | ১৩ জানুয়ারি ২০২২ |
৭ | "লে ঘিরে লে" | মোহাম্মদ তাওকীর ইসলাম | মোহাম্মদ তাওকীর ইসলাম | ১৩ জানুয়ারি ২০২২ |
৮ | "মাথার ওপর সাপ, বাপরে বাপ!" | মোহাম্মদ তাওকীর ইসলাম | মোহাম্মদ তাওকীর ইসলাম | ১৩ জানুয়ারি ২০২২ |
প্রতিক্রিয়া ও অর্জনসম্পাদনা
দৈনিক ইত্তেফাকের তারিফ সৈয়দ নাটকের প্রশংসা করে বলেন, “গল্প আর নির্মাণের মুন্সিয়ানা থাকলে যে, তারকা-শিল্পী বা ব্র্যান্ড পরিচালক দরকার হয় না তারই প্রমাণ দিলো শাটিকাপ।”[৩]
চলচ্চিত্র ও সিরিজের জন্য বিশ্বের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড’-এ ‘জাতীয় বিজয়ী’ হিসেবে বাংলাদেশ থেকে ‘শাটিকাপ’-এর জন্য মোহাম্মদ তাওকীর ইসলাম সেরা পরিচালক বিভাগে মনোনীত হন।[৮]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "'শাটিকাপ'-এ চমক দেখাল একদল তরুণ"। কালের কণ্ঠ। ২০ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২।
- ↑ "'শাটিকাপ' চরকিতে আসছে বৃহস্পতিবার"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "লোকাল সিরিজে বাজিমাত 'শাটিকাপ'"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২।
- ↑ "একই সিরিজে ১৩৭ জন অভিনয়শিল্পী, সবাই রাজশাহীর"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২।
- ↑ "রাজশাহীর ছেলের নির্মিত 'শাটিকাপ' চরকিতে আসছে বৃহস্পতিবার"। যমুনা প্রতিদিন। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২।
- ↑ "রাজশাহীর ছেলের নির্মিত 'শাটিকাপ' চরকিতে আসছে বৃহস্পতিবার"। সোনার দেশ। ১১ জানুয়ারি ২০২২।
- ↑ "রাজশাহীর ১৩৭ অভিনয়শিল্পী নিয়ে ওয়েব সিরিজ"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২।
- ↑ "সেরা 'খাঁচার ভিতর অচিন পাখি'"। মানবজমিন। ২ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২২।
বহিঃসংযোগসম্পাদনা
- চরকিতে শাটিকাপ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শাটিকাপ (ইংরেজি)