শাংগো প্যাটারা (ইংরেজি: Shango Patera) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি প্যাটারা (স্ক্যালোপ-আকৃতির প্রান্তভাগ-যুক্ত এক ধরনের জটিল অভিঘাত গহ্বর)। এটির ব্যাস প্রায় ৯০ কিলোমিটার এবং স্থানাংক ৩২°২১′ উত্তর ১০০°৩১′ পশ্চিম / ৩২.৩৫° উত্তর ১০০.৫২° পশ্চিম / 32.35; -100.52[১]। প্যাটারাটির নামকরণ করা হয়েছে ইয়োরুবা ঝঞ্ঝাদেবতা শাংগোর নামানুসারে। ২০০০ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন নামটি অনুমোদন করে।[১] স্কাইথিয়া মনসের উত্তরে অবস্থিত শাংগো প্যাটারার দক্ষিণপশ্চিমে রয়েছে আমিরানি উদ্গীরণ কেন্দ্র এবং দক্ষিণপূর্বে রয়েছে গিশ বার প্যাটারা, গিশ বার মনসএস্তান প্যাটারা[২]

১৯৯ সালের জুলাই ও অক্টোবর মাসে আইয়োর মুখোমুখি হওয়ার সময় গ্যালিলিও মহাকাশযান থেকে গৃহীত শাংগো প্যাটারার সর্বোচ্চ রেজোলিউশন চিত্র।

২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে শাংগো প্যাটারার পৃষ্ঠভাগের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছিল। এই প্যাটারার ভূমিভাগ এবং শাংগোর দক্ষিণপশ্চিমের লাভা প্রবাহটি গ্যালিলিও অভিযানের সমাপ্তি ও ২০০৭ সালের ফেব্রুয়ারিতে নিউ হোরাইজনস ফ্লাইবাইয়ের মধ্যবর্তী সময়ে উল্লেখযোগ্য পরিমাণে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. টেমপ্লেট:Gpn
  2. NASA World Wind 1.4. NASA Ames Research Center, 2007.
  3. Spencer, J. R.; ও অন্যান্য (২০০৭)। "Io Volcanism Seen by New Horizons: A Major Eruption of the Tvashtar Volcano"। Science318 (5848): 240–43। ডিওআই:10.1126/science.1147621পিএমআইডি 17932290বিবকোড:2007Sci...318..240S