শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম
শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম ১৯৬৩ সালে নির্মিত বাংলাদেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম।[১][২] স্টেডিয়ামটি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পৌরসভায় মানিকগঞ্জ টাউন হলের উত্তরে মাস্টারপাড়া সড়কের পাশে অবস্থিত। এই স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় দিবস সমূহের অনুষ্ঠান[১][৩], কনসার্ট[৪]; জেলার বিভিন্ন ক্রীড়া বিশেষ করে ক্রিকেট[৫][৬] ও ফুটবল[৭] অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্যান্য সকল ক্রীড়া ভেন্যুর মতই এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত[৮] ও মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।
মানিকগঞ্জ স্টেডিয়াম | |
প্রাক্তন নাম | মানিকগঞ্জ মহকুমা স্টেডিয়াম |
---|---|
অবস্থান | মানিকগঞ্জ, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৫১′৩৪.১৬″ উত্তর ৮৯°৫৯′৫৬.৯৬″ পূর্ব / ২৩.৮৫৯৪৮৮৯° উত্তর ৮৯.৯৯৯১৫৫৬° পূর্ব |
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
পরিচালক | মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা |
ধারণক্ষমতা | ৫০০০ |
ক্ষেত্রফল | ৩.৯৮ একর |
উপরিভাগ | ঘাস |
স্কোরবোর্ড | নেই |
উদ্বোধন | ১৯৬৩ |
ভাড়াটে | |
মানিকগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন |
ইতিহাস
সম্পাদনামোহাম্মদ ইব্রাহিম ও বেদার বখত নামে মানিকগঞ্জ জেলার দুই ক্রীড়াপ্রেমী স্টেডিয়ামের জমি দান করেন। ষাটের দশকে তৎকালীন মহকুমা প্রশাসক ওবায়দুল্লাহ খান স্টেডিয়াম নির্মাণে ভূমিকা রাখেন।[১] ১৯৬৩ সালে ৩.৯৮ একর জমির উপর স্টেডিয়ামটি নির্মিত হয়।[২] বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধে দুই শহিদ মুক্তিযোদ্ধা এ কে এম মিরাজ উদ্দিন[৯] ও তপন চৌধুরীর নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয় 'শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম'।[১]
কাঠামো ও বৈশিষ্ট্য
সম্পাদনাস্টেডিয়ামটি আয়তাকার। ফুটবল ম্যাচ করার উপযোগী, তবে ক্রিকেটের জন্য নয়।[১][১০] স্টেডিয়ামের আলাদা ড্রেসিং রুম নেই। এটির ১০টি কক্ষ বিশিষ্ট ২ তলা ভবন ও পশ্চিম-উত্তর ও পূর্ব সীমানা প্রাচীর ঘেঁষে ৫০০০ দর্শক ধারণক্ষম কংক্রিটের গ্যালারি তৈরী করা হয়েছে।[২] আলাদা করে স্টেডিয়াম সংলগ্ন জিমনাসিয়াম ও মিলনায়তন নেই। স্টেডিয়াম সংলগ্ন পুকুরটি সাঁতার প্রতিযোগিতার জন্য ব্যবহার হয়।[১১]
আয়োজন
সম্পাদনানিয়মিত আয়োজন
সম্পাদনাস্টেডিয়ামটিতে প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসে কুচকাওয়াজ, শিশু সমাবেশ, শরীরচর্চা প্রদর্শনী এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়[৩][১২] মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের ক্রিকেট লিগ এই ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে[১৩][১৪][১৫]। মানিকগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই ভেন্যুতে জেলা পর্যায়ের ফুটবল লিগ, আন্তঃ উপজেলা ফুটবল, ডিএফএ কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।[৭][১৬][১৭][১৮][১৯]
উল্লেখযোগ্য আয়োজন
সম্পাদনাএই ভেন্যুটি ২০১৪ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (ফুটবল)-এর খেলা অনুষ্ঠানের জন্য সংরক্ষিত ভেন্যু হিসেবে শহীদ বরকত স্টেডিয়ামের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত ছিল।[২০] মানিকগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ২০১৭ সালের ১১০ মার্চ 'মাদক বিরোধী' কনসার্ট অনুষ্ঠিত হয়।[২১] সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর 'অপ্রতিরোধ্য অগ্রযাত্রা উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হয়।[৪][২২] বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ২০১৮-১৯ সালের ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা' ঢাকা বিভাগ-উত্তর অঞ্চলের খেলা এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।[২৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "মাঠ সংকটে মানিকগঞ্জ"। কালের কণ্ঠ। ২০১৯-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০২।
- ↑ ক খ গ শাহ, জাহাঙ্গীর (২০২০-০৮-০৯)। "A pipeline at risk of being clogged"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৩।
- ↑ ক খ "বিজয়ের আনন্দে ভাসল দেশ"। প্রথম আলো। ২০১৯-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ ক খ "মানিকগঞ্জ মাতালো 'অপ্রতিরোধ্য অগ্রযাত্রা উন্নয়ন কনসার্ট'"। সময় টিভি। ২০১৯-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ "মানিকগঞ্জে ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া"। মানবজমিন (পত্রিকা)। ২০১৯-০৪-২১। ২০২০-০৭-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ "মানিকগঞ্জে সাংবাদিক-জেলা প্রশাসনের প্রীতি ক্রিকেট খেলা"। দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "মানিকগঞ্জে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু"। সময় টিভি। ২০১৮-০৭-১৬। ২০১৯-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ "অবকাঠামো | অন্যান্য সকল"। জাতীয় ক্রীড়া পরিষদ। ২০২০-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪।
- ↑ "শহীদ মিরাজ : পোলভল্টের মাঠ থেকে অস্ত্র কাঁধে এক মুক্তিযোদ্ধা"। বারিক নিউজ পোর্টাল। ২০১৭-০১-০৮। ২০২০-০২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০২।
- ↑ "খেলার মাঠ সংকটে মানিকগঞ্জ"। দৈনিক ইত্তেফাক। ২০১৭-০৬-১৮। ২০১৯-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ "মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ'"। প্রিয়.কম। ২০১৬-০৭-১৬। ২০২০-০৭-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ "সারাদেশে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস"। Sarabangla.net। ২০১৮-০৩-২৬। ২০১৯-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ "মানিকগঞ্জে ক্রিকেট লিগ"। দেশ রূপান্তর। ২০১৯-০৪-১৩। ২০১৯-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ "মানিকগঞ্জে খান রিয়েল এস্টেট ১ম বিভাগ ক্রিকেট লীগ শুরু"। কোড ব্রেইন্স। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ মিহির, মনিরুল ইসলাম (২০১৯-০৪-১৯)। "মানিকগঞ্জে প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত"। বাংলাদেশ টুডে। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ "ফুটবল লীগ"। দৈনিক সংগ্রাম। ২০১৬-১০-০৩। ২০২০-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ "মানিকগঞ্জে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু| ভিডিও"। সময় টিভি। ২০১৯-০৭-০৩। ২০১৯-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ "মানিকগঞ্জে ফুটবল :চ্যাম্পিয়ন গ্রিনবয়েজ সোসাইটি"। দৈনিক সমকাল। ২০১৭-১২-১৪। ২০১৯-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ "মানিকগঞ্জে ফুটবল"। দৈনিক সমকাল। ২০১৫-০৮-১৭। ২০১৯-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ "আজ থেকে মাঠে গড়াচ্ছে মর্যাদার প্রিমিয়ার লীগ"। দৈনিক জনকণ্ঠ। ২০১৩-১২-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ খোরশেদ, বি.এম (২০১৭-০৩-১১)। "ব্রেভার কনসার্টে মাতলো মানিকগঞ্জ"। জাগো নিউজ। ২০১৯-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ "২০ জেলা শহরে হবে 'উন্নয়ন কনসার্ট'"। দৈনিক সমকাল। ২০১৮-০৮-২৯। ২০১৯-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- ↑ "মানিকগঞ্জ ভেন্যুতে ইয়াং টাইগার্স অনুর্দ্ধ-১৪ জাতীয় ক্রিকেট"। মানিকগঞ্জ বার্তা। ২০১৯-০১-০৭। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।