শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল হল বাংলাদেশের গাজীপুরে অবস্থিত একটি সরকারি হাসপাতাল।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল | |
---|---|
ভৌগোলিক অবস্থান | |
অবস্থান | টঙ্গী, গাজীপুর, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৫৩′৩৬″ উত্তর ৯০°২৪′০৮″ পূর্ব / ২৩.৮৯৩৩৯০২° উত্তর ৯০.৪০২২১০৯° পূর্ব |
সংস্থা | |
ধরন | সরকারি |
অধিভুক্ত বিশ্ববিদ্যালয় | স্বাস্থ্য মন্ত্রণালয় |
পরিষেবা | |
শয্যা | ২৫০ |
ইতিহাস | |
সাবেক নাম | টঙ্গী জেনারেল হাসপাতাল |
চালু | ৩০ এপ্রিল ২০১৭ |
অবস্থান
সম্পাদনাহাসপাতালটি গাজীপুর জেলার টঙ্গী শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাছে স্টেশন রোডে অবস্থিত।[১]
ইতিহাস
সম্পাদনাআগে টঙ্গী জেনারেল হাসপাতাল নামে এখানে একটি হাসপাতাল ছিল। পরে ওই হাসপাতালের জমিতে নতুন হাসপাতাল ভবন নির্মাণ করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন] ২০১৭ সালে সরকার হাসপাতালটির উদ্বোধনের প্রায় দুই মাস পরে একটি বিজ্ঞপ্তিতে আহসানউল্লাহ মাস্টারের নামে নতুন হাসপাতালের নাম ঘোষণা করে।[২] তবে নতুন ভবন উদ্বোধনের এক বছর পেরিয়ে গেলেও আধুনিক যন্ত্রপাতি, অপর্যাপ্ত চিকিৎসক ও অন্যান্য সমস্যার কারণে নতুন ভবনটি রোগীদের সেবায় ব্যবহার করা যাচ্ছিলো না।[৩] এছাড়াও হাসপাতাল সম্পর্কে আরো অনেক অভিযোগ রয়েছে। ২০২০ সালে হাসপাতালটি কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে একটি ছিল।[৪] ২৫ এপ্রিল ২০২১ তারিখে হাসপাতালের একজন সার্জন করোনা ভাইরাসে মারা যান।[৫] এটি ২০২১ সালে ডেঙ্গু নিবেদিত হাসপাতালগুলোর মধ্যে একটি ছিল।[৬] ২০২২ সালে হাসপাতালের দরপত্র জমা দিতে বাধা দেওয়ার জন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জলজট আর যানজট থেকে মুক্তি চান গাজীপুরবাসী"। Samakal। ৩০ এপ্রিল ২০১৮।
- ↑ "টঙ্গীর হাসপাতাল আহসান উল্লাহ মাস্টারের নামে"। Bangla News 24। ২২ জুন ২০১৭।
- ↑ "হাসপাতালটি নামেই ২৫০ শয্যার"। Prothom Alo। ২৫ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "নিশ্চিন্তে করোনা টেস্ট করা যাবে যেখান থেকে"। Somoy TV। ২০ জুলাই ২০২০।
- ↑ "আট দিনে করোনায় না ফেরার দেশে ১০ চিকিৎসক"। Dhaka Post। ২৮ এপ্রিল ২০২১।
- ↑ "ডেঙ্গু চিকিৎসায় হাসপাতাল নির্ধারণ করে দিবে সরকার"। Naya Diganta। ২৫ জুলাই ২০২১।
- ↑ "হাসপাতালের টেন্ডার জমায় বাধা"। Kaler Kantho। ২৮ মার্চ ২০২২।