শহীদুল ইসলাম (গণিতবিদ)
শহীদুল ইসলাম (জন্ম: ১১ সেপ্টেম্বর ১৯৬৭) একজন বাংলাদেশী গণিতবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের দ্বিতীয় উপাচার্য।[১]
অধ্যাপক ড. শহীদুল ইসলাম | |
---|---|
দ্বিতীয় উপাচার্য | |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৯ অক্টোবর ২০২৪ | |
পূর্বসূরী | কাজী সাইফুদ্দীন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নোয়াখালী জেলা, বাংলাদেশ | ১১ সেপ্টেম্বর ১৯৬৭
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় গ্যোটিঙেন বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
জন্ম ও শিক্ষা
সম্পাদনাশহীদুল ১৯৬৭ সালের ১১ সেপ্টেম্বর নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।[২] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে ১৯৮৭ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৮৮ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি জার্মানির গ্যোটিঙেন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এমএস এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।[৩]
কর্মজীবন
সম্পাদনাশহীদুল ইসলাম ১৯৯২ সালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৯৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক পদে যোগ দেন। এর ধারাবাহিকতায় তিনি ২০০২ সালে সহকারী অধ্যাপক, ২০০৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১০ সালে অধ্যাপক পদে উন্নীত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, গণিত বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক ও সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।[২] ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের দ্বিতীয় উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন এবং ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[৪][৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বশেমুরবিপ্রবির নতুন উপাচার্য মো. শহীদুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন"। সংবাদ। ৩০ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৪।
- ↑ ক খ "ড. শহীদুল ইসলামের জীবনবৃত্তান্ত" (পিডিএফ)। ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৪।
- ↑ "পিরোজপুর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. শহীদুল ইসলাম"। ঢাকাটাইমস। ২৯ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৪।
- ↑ "বাংলাদেশ গণিত সমিতির সভাপতি শহীদুল ইসলাম, সম্পাদক বাবুল হাসান"। ঢাকা মেইল। ২৩ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৪।
- ↑ "বশেমুরবিপ্রবির উপাচার্য হলেন শহীদুল ইসলাম"। প্রথম আলো। ৩০ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৪।