শরীফ মসজিদ
শরীফ মসজিদ বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম শহরের এলাকার পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড নালাপাড়ায় অবস্থিত একটি অতি প্রাচীন মসজিদ। ১৯শ শতকে নির্মিত এই মসজিদটি শহরের নালাপাড়া এলাকায় অবস্থিত। ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হবার পর এই মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয় সর্বশেষ গত ২০১৭ সালের জানুয়ারি মাসে পুরাতন কাঠামো ভেঙ্গে ছয়তলা বিশিষ্ট আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হয়। এই মসজিদটি সম্পূর্নরূপে স্থানীয়ভাবে পরিচালিত হয়। এই মসজিদটি ওই এলাকার স্থাপত্য নিদর্শনের মধ্যে একটি।
শরীফ মসজিদ | |
---|---|
স্থানাঙ্ক: ২২°১৯′৫২″ উত্তর ৯১°৪৯′৩৮″ পূর্ব / ২২.৩৩১১৬৯৯০° উত্তর ৯১.৮২৭১৩২৫° পূর্ব | |
অবস্থান | পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড, চট্টগ্রাম, বাংলাদেশ চট্টগ্রাম, বাংলাদেশ |
প্রতিষ্ঠিত | ১৯০৮ |
শাখা/ঐতিহ্য | ইসলাম সুন্নি |
প্রশাসন | সামাজিক ভাবে পরিচালিত |
স্থাপত্য তথ্য | |
ধরন | আধুনিক |
ধারণক্ষমতা | প্রায় ৬০০০ |
গম্বুজ | ৫টি (একটি বড় চারটি ছোট) |
মিনার | ৮টি (চারটি বড় চারটি ছোট) |