শতকরা হার

(শতাংশ থেকে পুনর্নির্দেশিত)

গণিত শাস্ত্রে শতকরা হার (ইংরেজি: Percentage) বলতে কোনো সংখ্যাকে ১০০-এর ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা হয়।

পার্সেন্ট এর প্রতীক

প্রতিক ও নামকরণ সম্পাদনা

পার্সেন্ট বোঝানোর জন্য "%" প্রতীক ব্যবহৃত হয়। ইংরেজি "per cent" কথাটি অর্থ "per hundred" বা "প্রতি একশত"। এটিকে উচ্চারণ করা হয় "পার্সেন্ট" বা বাংলায় "শতকরা ভাগ" নামে।

ব্যবহারের উদাহরণ সম্পাদনা

"৪৫%"-কে উচ্চারণ করা যেতে পারে "পঁয়তাল্লিশ পার্সেন্ট" বা "শতকরা ৪৫ ভাগ"। আর এই শতকরা ৪৫ ভাগ পরিমাণটি হচ্ছে ৪৫/১০০ বা ০.৪৫।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা