শতরঞ্জ কে খিলাড়ি (চলচ্চিত্র)
শতরঞ্জ কে খিলাড়ি হল সত্যজিৎ রায় পরিচালিত ১৯৭৭ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এটি মুন্সি প্রেমচাঁদের একই নামের ছোটগল্প অবলম্বনে নির্মিত। এতে আমজাদ খান আওয়াদের রাজা ওয়াজিদ আলী শাহ এবং রিচার্ড অ্যাটনবারা জেনারেল জেমস ওট্রাম চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেন সঞ্জীব কুমার, সাইদ জাফরি, শাবানা আজমি, ডেভিড আব্রাহাম ও টম অল্টার এবং অমিতাভ বচ্চন এতে বর্ণনাকারীর ভূমিকা পালন করেন। এটি সত্যজিৎ রায়ের প্রথম হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং দ্বিতীয় হিন্দি চলচ্চিত্রটিও প্রেমচাঁদের ছোটগল্প অবলম্বনে তার নির্মিত, সেটি হল সদগতি (১৯৮১)।
শতরঞ্জ কে খিলাড়ি | |
---|---|
পরিচালক | সত্যজিৎ রায় |
প্রযোজক | সুরেশ জিন্দল[১][২] |
রচয়িতা | সত্যজিৎ রায় শ্যামা জাইদি জাভেদ সিদ্দিকী |
চিত্রনাট্যকার | সত্যজিৎ রায় |
উৎস | মুন্সি প্রেমচাঁদ কর্তৃক শতরঞ্জ কে খিলাড়ি |
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | অমিতাভ বচ্চন |
সুরকার | সত্যজিৎ রায় |
চিত্রগ্রাহক | সৌমেন্দু রায় |
সম্পাদক | দুলাল দত্ত |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি উর্দু ইংরেজি |
নির্মাণব্যয় | প্রা. ₹ ২০ লাখ (প্রা. ₹ ৩.৮৪ কোটি (২০১৯ পর্যন্ত) [৩] |
শতরঞ্জ কে খিলাড়ি চলচ্চিত্রটি শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার অর্জন করে। এছাড়া এটি শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য ভারত থেকে দাখিল করা হয়েছিল।
কুশীলব
সম্পাদনা- সঞ্জীব কুমার - মির্জা সাজ্জাদ আলী
- সাইদ জাফরি - মীর রোশন আলী
- শাবানা আজমি - খুরশিদ, মির্জার স্ত্রী
- রিচার্ড অ্যাটনবারা - জেনারেল জেমস ওট্রাম
- ফরিদা জালাল - নাফিসা, মীরের স্ত্রী
- আমজাদ খান - ওয়াজিদ আলী শাহ
- ডেভিড আব্রাহাম - মুন্সি নন্দলাল
- ভিক্টর বন্দ্যোপাধ্যায় - প্রধানমন্ত্রী মাদার-উদ-দৌলা
- ফারুক শেখ - অকিল
- টম অল্টার - ক্যাপ্টেন ওয়েস্টন
- লীলা মিশ্র - হিরিয়া, খুরশিদের ভৃত্য
- শাশ্বতী সেন - কত্থক নৃত্যশিল্পী
- সমর্থ নারায়ণ - কালু
- ভুডো আডভানি - আব্বাজানি
- অঘা - আব্বাজানির ভৃত্য
- ব্যারি জন
- কামু মুখোপাধ্যায়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ছবরা, অসিম (১৫ আগস্ট ২০১৭)। "'There was always a huge calm on the set'"। দ্য হিন্দু। সংগ্রহের তারিখ ২ মে ২০২০।
- ↑ "'Working with Satyajit Ray Was One of the Joys of Producing Shatranj Ke Khiladi'"। দ্য ওয়্যার। জুলাই ২৮, ২০১৭। সংগ্রহের তারিখ ২ মে ২০২০।
- ↑ "Shatranj Ke Khilari (The Chess Players)"। Satyajit Ray official site। ২৬ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শতরঞ্জ কে খিলাড়ি (ইংরেজি)