শংখি কোকেয়ারা

রিওডিনিডি পরিবারের প্রজাপতি

শংখি কোকেয়ারা(বৈজ্ঞানিক নাম: Abisara chela(Guerin)) রিওডিনিডি (Riodinidae ) গোত্র ও নেমেওবিনি (Nemeobiinae ) উপগোত্রের অন্তর্ভুক্ত ছোট আকারের প্রজাতি | এই প্রজাতি টেইলড জুডি (Abisara neophron) প্রজাতির সাথে ভীষণ সাদৃশ্যযুক্ত , তবে টেইলড জুডি অপেক্ষা আকারে সামান্য ছোট |

শংখি কোকেয়ারা
Spot Judy
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Riodinidae
গণ: Abisara
প্রজাতি: A. chela
দ্বিপদী নাম
Abisara chela
(Guerin, 1843)

আকার সম্পাদনা

শংখি কোকেয়ারার প্রসারিত অবস্থায় ডানার আকার ৪৫-৫০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।

বিস্তার সম্পাদনা

ভারতে সিকিম, আসাম থেকে অরুণাচল প্রদেশ ও উত্তর-পূর্ব ভারত এবং উত্তর মায়ানমার ইত্যাদির বিভিন্ন অঞ্চলে এদের পাওয়া যায়।[১]

বর্ণনা সম্পাদনা

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

ডানার উপরিতল: ডানার উপরিতল ফ্যাকাশে ও ঘন কালচে বাদামীতে মেশানো।

সামনের ডানায় একটি তির্যক, চওড়া, সাদা ও সুস্পষ্ট ডিসকাল বন্ধনী বর্তমান যেটি কোস্টা থেকে ২ নং শিরা পর্যন্ত বিস্তৃত। সরু, সাদা ও সোজা পোস্ট-ডিসকাল বন্ধনীটি অস্পষ্ট ও শীর্ষে ছোট সাদা বিন্দুযুক্ত। উক্ত পোস্ট-ডিসকাল বন্ধনীটির নিচের অংশ (২ নং শিরা থেকে ১ নং শিরা পর্যন্ত) অপেক্ষাকৃত স্পষ্ট এবং ওই অংশটির বাইরের পাশে সমান্তরাল অবস্থানে একটি ছোট সাব-টার্মিনাল রেখা চোখে পড়ে। টার্মিনাল প্রান্ত-রোঁয়া উপরে ও নিচে সাদা এবং মধ্যভাগে কালচে বাদামি। ডিসকাল ও পোস্ট-ডিসকাল বন্ধনীর মধ্যবর্তী কৌণিক অংশটি ঘন কালচে বাদামি বা ঘন কালো।

পিছনের ডানায় গোড়ার (বেসাল) ও ডিসকাল অংশের মধ্যে বিভাজনকারী একটি তির্যক, আঁকাবাঁকা ও অস্পষ্ট কালো রেখা যায়। সাব-টার্মিনাল অংশে শীর্ষভাগের (apex) নিচে ৫ ও ৬ নং শিরামধ্যে (interspace) পুরু সাদা রেখায় ও কমলা-হলুদ শিরা দ্বারা আবৃত সুস্পষ্ট দুটি কালো গোলাকৃতি ছোপ বর্তমান এবং ছোপদুটির উপরেরটি ছোট ও নিচেরটি বড়। ৪ নং শিরায় টার্মেন অভিক্ষিপ্ত (projected) হয়ে একটি ছোট সাদা লেজের সৃষ্টি করেছে। ২,৩ ও ৪ নং শিরামধ্যে অবস্থিত অস্পষ্ট কালচে সাব-টার্মিনাল ছোপগুলির ভিতরের কিনারা ফ্যাকাশে সাদা আঁশে ছাওয়া ও বাইরের কিনারা ছোট ছোট সরু সাদা রেখা দ্বারা সীমায়িত (bordered)। সরু, সাদা ও অনিয়মিত সাব-টার্মিনাল রেখা বিদ্যমান। লেজটির উভয় প্বার্শে টার্মেন ঢেউ খেলানো (wavy)।

ডানার নিম্নতল: ডানার নিম্নতল কালচে বাদামি ও লালচে বাদামির মিশ্রণ।

সামনের ডানার বন্ধনী ও দাগগুলি উপরিতলের অনুরূপ। পোস্ট-ডিসকাল সাদা বন্ধনীটি অপেক্ষাকৃত সুস্পষ্ট। ডিসকাল বন্ধনী ও টার্মেনের মধ্যবর্তী অংশ লালচে বাদামি। সাব-টার্মিনাল ছোট সাদা রেখাটি টরনাস থেকে ১ বি শিরা পর্যন্ত বিস্তৃত।

পিছনের ডানার দাগ-ছোপ উপরিতলেরই অনুরূপ; পার্থক্য বলতে ডিসকাল ও পোস্ট-ডিসকাল অংশে কোস্টা থেকে ডরসামের উপর পর্যন্ত বিস্তৃত অঞ্চল ফ্যাকাশে সাদা আঁশে কমবেশি ঘনভাবে ছাওয়া। ডরসাম ফ্যাকাশে সাদা।

স্ত্রী-পুরুষ উভয় প্রকার অনুরূপ। শুঙ্গ সাদা কালোয় ডোরাকাটা এবং শীর্ষে প্রথমে কালো বিন্দু ও সর্বাগ্রে কমলা বিন্দু। মাথা, বক্ষদেশ (thorux) ও উদর উপরিতলে কালচে বাদামি এবং নিম্নতলে ফ্যাকাশে সাদা।

টেইলড জুডি (Abisara neophron) প্রজাতির সাথে শংখি কোকেয়ারা (Abisara chela) প্রজাতির পার্থক্য নিম্নরূপ :

টেইলড জুডির সামনের ডানার নিম্নতলের পোস্ট-ডিসকাল বন্ধনীটি ফ্যাকাশে সাদা, অস্পষ্ট ও ছড়ানো এবং সাব-টার্মিনাল ছোট রেখাটি অপেক্ষাকৃত দীর্ঘ ও সাদা কিনারাযুক্ত কালচে বাদামি। টেইলড জুডির পিছনের ডানাস্থ লেজটি দীর্ঘতর|[২]

আচরণ সম্পাদনা

দুর্লভ এই প্রজাতি দ্রুত উড়ান বিশিষ্ট এবং নিচু ও মাঝারি উচ্ছতাযুক্ত পাহাড়ি চিরহরিৎ বনাঞ্চলে বিশেষত নদী বা ঝর্ণার আশেপাশের অঞ্চল এদের পছন্দের বাসস্থান। নিচু ঝোপঝাড় ও নিচু গাছের ডালে বা পাতায় এদের অবস্থান করতে দেখা যায়। জঙ্গলের পথে ও ফাঁকা জায়গায়ও (forest clearing) এই প্রজাতির উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঝেমধ্যে এরা ফুলে বসে মধু পান করে এবং মাটিতে বা পাথরের দেওয়ালে রোদ পোহায় (busking)।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Wynter-Blyth, M.A. (1957) Butterflies of the Indian Region, pg 249.
  2. Bingham, C.T. (১৯০৫)। The Fauna of British India, Including Ceylon and Burma Butterflies1 (1st সংস্করণ)। London: Taylor and Francis, Ltd.। 
  3. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা ১৬৭।