শংকর রায় চৌধুরী (চরিত্র)

বাংলা সাহিত্যের কাল্পনিক চরিত্র

শংকর রায় চৌধুরী বা শংকর হল প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর অমর সৃষ্টি চাঁদের পাহাড় (উপন্যাস) এর কেন্দ্রীয় চরিত্র। শংকর চরিত্রটিকে কেন্দ্র করে চাঁদের পাহাড় উপনাসটি শুরু হয় ও শেষ হয়।

শংকর রায় চৌধুরী
প্রথম উপস্থিতিচাঁদের পাহাড় (উপন্যাস)
চাঁদের পাহাড় (চলচ্চিত্র)
স্রষ্টাবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
চরিত্রায়ণদেব (In film)
ছদ্মনামশঙ্কর
প্রজাতিমানুষ
লিঙ্গপুরুষ
ধর্মহিন্দু
জাতীয়তাভারত

ভূমিকা সম্পাদনা

উপন্যাসে দেখা যায় শংকর হল বাংলার এক গ্রামের দামাল যুবক। সে কলকাতা থেকে কলেজের পড়াশোনা শেষ করে গ্রামে এসেছে। সে ভূগোলের বই পড়তে ভালবাসে। এই সময় সে শ্যামনগর পাট কলে একটি কাজ পায়। কিন্তু সে কাজে যেতে রাজি ছিলনা। তার ইচ্ছা অজানা যায়গায় ঘুরে বেড়ানো।

আফ্রিকা যাত্রা সম্পাদনা

চলচ্চিত্র সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dev on Chader Pahar"। সংগ্রহের তারিখ ০২-০৮-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]