ল্য নুভেল অবজের্ভাতর

ল্য নুভেল অবজের্ভাতর (ফরাসি: Le Nouvel Observateur), সংক্ষেপে ল্য নুভেল অব্‌স (Le Nouvel Obs), একটি ফরাসি সাপ্তাহিক পত্রিকা।[১] প্যারিস থেকে প্রকাশিত এই পত্রিকাটি পাঠকসংখ্যার ভিত্তিতে (৫ লক্ষেরও বেশি) সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরাসি সাপ্তাহিকী। ১৯৬৪ সাল থেকে পত্রিকাটি যাত্রা শুরু করে। এতে ফ্রান্সের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন ইস্যু ছাড়াও ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার উপরেও বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়। অনেকে এটিকে ফরাসি বুদ্ধিজীবীদের প্রতীকী ম্যাগাজিন হিসেবে উল্লেখ করেন।

ল্য নুভেল অবজের্ভাতর
ফরম্যাটসাপ্তাহিক নিউজ ম্যাগাজিন
মালিকনিজস্ব মালিকানাধীন
সম্পাদকলাউরেন্ট জফ্রিন
প্রতিষ্ঠাকাল১৯৬৪
রাজনৈতিক মতাদর্শসামাজিক-গণতান্ত্রিক
সদর দপ্তর12 Place de la Bourse
75002 Paris
আইএসএসএন০০২৯-৪৭১৩
ওয়েবসাইটnouvelobs.com

তথ্যসূত্র সম্পাদনা

  1. "L'OBS" (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-২০