লেমিয়ো নদী

মায়ানমারের নদী

লেমিয়ো নদী (বর্মী: လေးမြို့မြစ်), লে ম্রো নামেও পরিচিত, মায়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী যা বংগোপসাগরে এসে পতিত হয়েছে।[১]

লেমিয়ো
প্রাকৃতিক বৈশিষ্ট্য
মোহনা 
 • অবস্থান
বঙ্গোপসাগর

বর্ণনা সম্পাদনা

নদীটি প্রাচীন আরাকান রাজ্য ম্রাউক ইউ শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়। এটি বর্তমানে রাখাইন রাজ্যের সিত্বে তে অবস্থিত। রাখাইন ভাষায় লে ম্রো অর্থ চার শহর। এর দ্বারা বোঝানো হয় যে এই নদীর দুই তীরে চার প্রাচীন রাখাইন শহর গড়ে উঠেছিলো।

নদীটি ১৬২ মাইল (২৬১ কিমি) লম্বা এবং চীন রাজ্য এর মিনদাত জেলার মাতুপি শহর থেকে শুরু হয়েছে। নদীটি রাখাইন রাজ্যের সিত্বে জেলার ম্রাউক ইউ, মিনবায়া এবং পাউক্টাও শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সিত্বে থেকে পাউক্তাও পর্যন্ত নদীটি ১৬ মাইল (২৬ কিমি) লম্বা এবং সিত্বে থেকে মিনবায়া পর্যন্ত ৪০ মাইল (৬৪ কিমি) লম্বা।[২]

নদীটিতে লেম্রো ৬০০ মেগাওয়াট এবং লেম্রো ২ - ৯০ মেগাওয়াটের দুটি জলবিদ্যুৎ প্রকল্প চালু আছে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "New Palace Hotel"। New Palace Hotel। ৮ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১১ 
  2. http://www.mrtv3.net.mm/newpaper/99newsn.pdf[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Page 9 Column 3
  3. http://www.mrtv3.net.mm/newpaper/109newsn.pdf[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Page 10 Column 4