লুকোচুরি

বাংলা চলচ্চিত্র

লুকোচুরি হল একটি বাংলা পারিবারিক হাস্যরসাত্মক চলচ্চিত্র। এই ছবিটি কমল মজুমদার পরিচালনা করেন এবং হেমন্ত মুখোপাধ্যায় সংগীত পরিচালনা করেন। কিশোর কুমার ফিল্মস ব্যানারে এই ছবিটি নির্মিত হয়। কিশোর কুমার, অনুপ কুমার, নৃপতি চট্টোপাধ্যায় এবং মালা সিনহা মুখ্য চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে কিশোর কুমার দ্বৈতভূমিকায় অভিনয় করেন। এটি ২৭শে জুন, ১৯৫৮ সালে মুক্তি পায়।

লুকোচুরি
লুকোচুরি ছবির ডিভিডি প্রচ্ছদ
পরিচালককমল মজুমদার
প্রযোজককিশোর কুমার
শ্রেষ্ঠাংশেকিশোর কুমার
নৃপতি চট্টোপাধ্যায়
অনুপ কুমার
মালা সিনহা
অনিতা গুহ
সুরকারহেমন্ত মুখোপাধ্যায়
মুক্তি১৯৫৮
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী

সম্পাদনা

কুমার কাজের সূত্রে বোম্বে যান, সেখানে তার যমজ ভাই শঙ্করের ভাড়া বাড়িতে ওঠে। শঙ্কর গান বাজনা করে তাই বাড়িতে কোন সম্পর্ক নেই।

অভিনয়

সম্পাদনা

এ চলচ্চিত্রের সকল গানের রচয়িতা গৌরিপ্রসন্ন মজুমদার

লুকোচুরি
হেমন্ত মুখোপাধ্যায়
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম

সকল গানের সুরকার হেমন্ত মুখোপাধ্যায়

গান
নং.শিরোনামনেপথ্য কণ্ঠেদৈর্ঘ্য
১."শিং নেই তবু নাম তার সিংহ"কিশোর কুমার 
২."শুধু একটু খানি চাওয়া"কিশোর কুমার,গীতা দত্ত 
৩."মুছে যাওয়া দিন গুলি"হেমন্ত মুখোপাধ্যায় 
৪."মায়া বন বিহারিণী"কিশোর কুমার,রুমা গুহ ঠাকুরতা 
৫."এক পলকে একটু দেখা"কিশোর কুমার 
৬."এই তো হেথায়"কিশোর কুমার,রুমা গুহ ঠাকুরতা 

[]

বহিঃসংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "লুকোচুরি"। ২৩ অক্টোবর ২০১৯। ২৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭