লুইস ফেদেরিকো লোপেস

স্পেনীয় ফুটবলার

লুইস ফেদেরিকো লোপেস আন্দুগার (স্পেনীয়: Luis López; জন্ম: ৮ মে ২০০১; লুইস লোপেস নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[][]

লুইস লোপেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লুইস ফেদেরিকো লোপেস আন্দুগার
জন্ম (2001-05-08) ৮ মে ২০০১ (বয়স ২৩)
জন্ম স্থান মুর্সিয়া, স্পেন
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়াল মাদ্রিদ কাস্তিয়া
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২০– রিয়াল মাদ্রিদ কাস্তিয়া ২১ (০)
২০২১– রিয়াল মাদ্রিদ (০)
জাতীয় দল
২০১৮–২০১৯ স্পেন অনূর্ধ্ব-১৮ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:২৬, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:২৬, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৮ সালে, লোপেস স্পেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

লুইস ফেদেরিকো লোপেস আন্দুগার ২০০১ সালের ৮ই মে তারিখে স্পেনের মুর্সিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

লোপেস স্পেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালে স্পেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Luis | Goalkeeper Real Madrid Castilla | Real Madrid CF"Real Madrid C.F. - Web Oficial। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২২ 
  2. "Luis Federico López Andúgar LaLiga Santander"Luis López। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা