লুইজা গ্রোস হরউইটস পুরস্কার

জীববিজ্ঞান বা প্রাণরসায়ন ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বার্

জীববিজ্ঞান বা প্রাণরসায়নে লুইজা গ্রোস হরউইটস পুরস্কার বা মূল মার্কিন ইংরেজিতে লুইজা গ্রোস হরউইটস প্রাইজ ফর বায়োলজি অর বায়োকেমিস্ট্রি (ইংরেজি: Louisa Gross Horwitz Prize for Biology or Biochemistry) একটি বার্ষিক পুরস্কার। মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান বা প্রাণরসায়ন ক্ষেত্রে মৌলিক গবেষণায় অসাধারণ অবদান রাখার জন্য একজন বা একদল গবেষককে এই পুরস্কারটি প্রদান করে থাকে।

জীববিজ্ঞান বা প্রাণরসায়নে লুইজা গ্রোস হরউইটস পুরস্কার
Louisa Gross Horwitz Prize for Biology or Biochemistry
প্রদানের কারণজীববিজ্ঞান বা প্রাণরসায়ন ক্ষেত্রে মৌলিক গবেষণায় অসামান্য অবদান রাখার জন্য
দেশ USA
পুরস্কারদাতাকলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
প্রথম পুরস্কৃত১৯৬৭
ওয়েবসাইটhttp://www.cumc.columbia.edu/research/horwitz-prize

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম পৃষ্ঠপোষক এস গ্রোস হরউইটসের ইচ্ছাপত্র অনুযায়ী তাঁর রেখে যাওয়া সম্পত্তি থেকে এই পুরস্কারটি প্রতিষ্ঠা করা হয় এবং তাঁর মায়ের নামে (লুইজা গ্রোস হরউইটস) এই পুরস্কারটির নামকরণ করা হয়। লুইজা ছিলেন আঘাত শল্যচিকিৎসক স্যামুয়েল ডি. গ্রোসের কন্যা। ১৯৬৭ খ্রিস্টাব্দে প্রথম পুরস্কারটি প্রদান করা হয়।[]

২০১৮ সালে অক্টোবর মাস পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী লুইজা গ্রোস হরউইটস পুরস্কার বিজয়ী ১০১ জন গবেষকের মধ্যে ৫১ জন (৫০%) পরবর্তীতে হয় শারীরবিজ্ঞান বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন (৪০ জন) অথবা রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন (১১ জন)। তাই এই পুরস্কারটিকে ঐসব ক্ষেত্রে নোবেল পুরস্কারের একটি অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়।

বিজয়ীগণ

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "History"Columbia University Irving Medical Center (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-০৫। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৭ 
  2. "Katalin Karikó and Drew Weissman Awarded Horwitz Prize for Pioneering Research on COVID-১৯ Vaccines"Columbia University Irving Medical Center (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-১২। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা