লিওনেল মেসির আন্তর্জাতিক গোলের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

লিওনেল মেসি হচ্ছেন আর্জেন্টিনার একজন পেশাদার ফুটবলার, যিনি ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে একজন ফরোয়ার্ড হিসেবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করেছেন। এখন পর্যন্ত ১৭৮টি আন্তর্জাতিক খেলায় ১০৬টি গোল।[১] করার মাধ্যমে মেসি নিজ দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হয়েছেন। ২০১৬ সালের ২১ জুনে কোপা আমেরিকা সেন্টেনারিওর সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফ্রি-কিকে গোল লাভের মাধ্যমে তিনি গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ড ছাড়িয়ে যান।[২][৩] এছাড়াও পুরুষ ফুটবলে দক্ষিণ আমেরিকার (কনমেবল) খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক গোলের রেকর্ডও তার দখলেই আছে। ২০২১ সালের সেপ্টেম্বরে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার মাধ্যমে তিনি পেলের ৭৭ গোলের রেকর্ড ছাড়িয়ে যান।[৪] ২০০৫ সালের ১৭ই আগস্টে হাঙ্গেরির বিরুদ্ধে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের জয়ের ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে মেসির অভিষেক হয়।[৫] পরের বছরের ১ মার্চে আর্জেন্টিনার হয়ে তার ষষ্ঠ খেলায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তিনি প্রথম আন্তর্জাতিক গোল করেন।[১]

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর থেকে মেসি ১০৬টি আন্তর্জাতিক গোল করেছেন।

২০০৬ সালের ১৬ জুনে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে সার্বিয়া-মন্টিনিগ্রোর বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম গোলটির মাধ্যমে মেসি ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতায় পরিণত হন।[৬] আন্তর্জাতিক ফুটবলে তিনি মোট আটটি হ্যাটট্রিক করার পাশাপাশি আরও দশবার জোড়া গোল (ব্রেস) করেছেন।[১] ২০২২ সালের জুনে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মেসি প্রথমবারের মতো কোনও আন্তর্জাতিক ম্যাচে পাঁচ গোল করেন।[৭] সকল আন্তর্জাতিক প্রতিপক্ষের মধ্যে, মেসি বলিভিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন। এই দলের বিরুদ্ধে তার মোট গোলসংখ্যা ৮।[১]

ফিফা বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত ১৩টি গোল করেছেন।[৮] এগুলোর মধ্যে ২০০৬ বিশ্বকাপে ১টি, ২০১৪ বিশ্বকাপে ৪টি, ২০১৮ বিশ্বকাপে ১টি এবং সর্বশেষ ২০২২ বিশ্বকাপে নিজের সর্বোচ্চ ৭টি গোল করেন।[৯] ২০১০ বিশ্বকাপে তিনি কোনও গোল না পেলেও গোলে সহায়তা (অ্যাসিস্ট) করেছিলেন। ২০১৪ বিশ্বকাপে তার ৪ গোলে ভর করে আর্জেন্টিনা ফাইনাল খেলে। কিন্তু অতিরিক্ত সময়ের গোলে পরাজিত হয়ে সেবার তার দল রানার্স আপ হয়। তবে মেসি সেবার সেরা খেলোয়াড়ের পুরস্কার তথা গোল্ডেন বল জয় করেন। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল করে তিনি গাব্রিয়েল বাতিস্তুতার সমান এবং সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে তাকে ছাড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন। একই বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে তিনি জোড়া গোল করেন। অতিরিক্ত সময় শেষে ট্রাইব্রেকারে জিতে মেসি বিশ্বকাপ জয় করার পাশাপাশি তিনি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল অর্জন করেন।

ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে মেসি মোট ৩১ গোল করেছেন। কোপা আমেরিকায় তিনি করেছেন ১৩টি গোল।[১] তার নৈপুণ্যে ২০২১ কোপা আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। এটিই মেসির প্রথম আন্তর্জাতিক শিরোপা। এছাড়া ২০০৭, ২০১৫ এবং ২০১৬ কোপা আমেরিকায় তার দল রানার আপ হয়। ২০১৫ আসরে তিনি প্রথমে সেরা খেলোয়াড়ের পুরষ্কার প্রত্যাখ্যান করায় ট্রফিটি অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছিল।[১০][১১] পরবর্তীতে ২০২১ কোপা আমেরিকা জয়ের পর তিনি এই আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন।[১২] মেসি বাকি ৪৯টি গোল করেছেন বিভিন্ন প্রীতি ম্যাচে[৮]

গোল সম্পাদনা

১৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
স্কোর এবং ফলাফলের তালিকায় আর্জেন্টিনার গোল সংখ্যা প্রথমে, স্কোর কলাম প্রতিটি মেসির গোলের পরে স্কোর নির্দেশ করে[১]
গোলের তালিকা
নং. ম্যাচ তারিখ মাঠ প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা সূত্র.
১ মার্চ ২০০৬ সেন্ট জ্যাকব-পার্ক, বাজেল, সুইজারল্যান্ড   ক্রোয়েশিয়া ২–১ ২–৩ প্রীতি ম্যাচ [১৩]
১৬ জুন ২০০৬ আরিনা অফশাল্কে, গেলসেনকির্খেন, জার্মানি   সার্বিয়া ও মন্টিনিগ্রো ৬–০ ৬–০ ২০০৬ ফিফা বিশ্বকাপ [৬]
১৪ ৫ জুন ২০০৭ কাম্প ন্যু, বার্সেলোনা, স্পেন   আলজেরিয়া ২–২ ৪–৩ প্রীতি ম্যাচ [১৪]
৪–২
১৮ ৮ জুলাই ২০০৭ মেত্রোপলিতানো দে কাবুদারে, বারকিসিমেতো, ভেনিজুয়েলা   পেরু ২–০ ৪–০ ২০০৭ কোপা আমেরিকা [১৫]
১৯ ১১ জুলাই ২০০৭ পলিদেপোর্তিভো কাশামায়, পুয়ের্তো অরদাজ, ভেনিজুয়েলা   মেক্সিকো ২–০ ৩–০ ২০০৭ কোপা আমেরিকা [১৬]
২৪ ১৬ অক্টোবর ২০০৭ এস্তাদিও হোসে পাচেঞ্চো রোমেরো, মারাকাইবো, ভেনিজুয়েলা   ভেনেজুয়েলা ২–০ ২–০ ২০১০ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [১]
২৬ ২০ নভেম্বর ২০০৭ এস্তাদিও এল কাম্পিন, বোগোতা, কলম্বিয়া   কলম্বিয়া ১–০ ১–২ ২০১০ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [১৭]
২৭ ৪ জুন ২০০৮ স্যান ডিয়েগো স্টেডিয়াম, স্যান ডিয়েগো, যুক্তরাষ্ট্র   মেক্সিকো ২–০ ৪–১ প্রীতি ম্যাচ [১৮]
১০ ৩৩ ১১ অক্টোবর ২০০৮ এস্তাদিও আন্তোনিও ভি. লিবের্তি, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   উরুগুয়ে ১–০ ২–১ ২০১০ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [১৯]
১১ ৩৫ ১১ ফেব্রুয়ারি ২০০৯ স্তাদ ভেলোদহোম, মার্সেই, ফ্রান্স   ফ্রান্স ২–০ ২–০ প্রীতি ম্যাচ [২০]
১২ ৩৬ ২৮ মার্চ ২০০৯ এস্তাদিও আন্তোনিও ভি. লিবের্তি, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   ভেনেজুয়েলা ১–০ ৪–০ ২০১০ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [২১]
১৩ ৪৪ ১৪ নভেম্বর ২০০৯ ভিসেন্তে কালদেরন স্তাদিউম, মাদ্রিদ, স্পেন   স্পেন ১–১ ১–২ প্রীতি ম্যাচ [২২]
১৪ ৫২ ৭ সেপ্টেম্বর ২০১০ এস্তাদিও আন্তোনিও ভি. লিবের্তি, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   স্পেন ১–০ ৪–১ প্রীতি ম্যাচ [২৩]
১৫ ৫৪ ১৭ নভেম্বর ২০১০ খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম, দোহা, কাতার   ব্রাজিল ১–০ ১–০ প্রীতি ম্যাচ [২৪]
১৬ ৫৫ ৯ ফেব্রুয়ারি ২০১১ জেনেভা স্টেডিয়াম, জেনেভা, সুইজারল্যান্ড   পর্তুগাল ২–১ ২–১ প্রীতি ম্যাচ [২৫]
১৭ ৫৭ ২০ জুন ২০১১ এস্তাদিও আন্তোনিও ভি. লিবের্তি, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   আলবেনিয়া ২–০ ৪–০ প্রীতি ম্যাচ [২৬]
১৮ ৬৪ ৭ অক্টোবর ২০১১   চিলি ২–০ ৪–১ ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [২৭]
১৯ ৬৭ ১৫ নভেম্বর ২০১১ এস্তাদিও মেত্রোপলিতানো রবার্তো মেলান্দেস, বারানকেইয়া, কলম্বিয়া   কলম্বিয়া ১–১ ২–১ ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [২৮]
২০ ৬৮ ২৯ ফেব্রুয়ারি ২০১২ স্টাডিয়ন ভাঙ্কডর্ফ, বের্ন, সুইজারল্যান্ড    সুইজারল্যান্ড ১–০ ৩–১ প্রীতি ম্যাচ [২৯]
২১ ২–১
২২ ৩–১
২৩ ৬৯ ২ জুন ২০১২ এস্তাদিও আন্তোনিও ভি. লিবের্তি, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   ইকুয়েডর ৩–০ ৪–০ ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৩০]
২৪ ৭০ ৯ জুন ২০১২ মেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড, যুক্তরাষ্ট্র   ব্রাজিল ১–১ ৪–৩ প্রীতি ম্যাচ [৩১]
২৫ ২–১
২৬ ৪–৩
২৭ ৭১ ১৫ আগস্ট ২০১২ ভাল্ডস্টাডিয়ন, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি   জার্মানি ২–১ ৩–১ প্রীতি ম্যাচ [৩২]
২৮ ৭২ ৭ সেপ্টেম্বর ২০১২ এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস, কর্দোবা, আর্জেন্টিনা   প্যারাগুয়ে ৩–১ ৩–১ ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৩৩]
২৯ ৭৪ ১২ অক্টোবর ২০১২ এস্তাদিও মালভিনাস আর্জেন্টিনা, মেনদোসা, আর্জেন্টিনা   উরুগুয়ে ১–০ ৩–০ ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৩৪]
৩০ ৩–০
৩১ ৭৫ ১৬ অক্টোবর ২০১২ এস্তাদিও নাসিওনাল, সান্তিয়াগো, চিলি   চিলি ১–০ ২–১ ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৩৫]
৩২ ৭৮ ২২ মার্চ ২০১৩ এস্তাদিও আন্তোনিও ভি. লিবের্তি, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   ভেনেজুয়েলা ৩–০ ৩–০ ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৩৬]
৩৩ ৮২ ১৪ জুন ২০১৩ এস্তাদিও মাতেও ফ্লোরেস, গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা   গুয়াতেমালা ১–০ ৪–০ প্রীতি ম্যাচ [৩৭]
৩৪ ৩–০
৩৫ ৪–০
৩৬ ৮৩ ১০ সেপ্টেম্বর ২০১৩ এস্তাদিও দেফেনসোরেস দেল চাকো, আসুনসিওন, প্যারাগুয়ে   প্যারাগুয়ে ১–০ ৫–২ ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৩৮]
৩৭ ৪–১
৩৮ ৮৬ ৭ জুন ২০১৪ এস্তাদিও সিওদাদ দে লা প্লাতা, লা প্লাতা, আর্জেন্টিনা   স্লোভেনিয়া ২–০ ২–০ প্রীতি ম্যাচ [৩৯]
৩৯ ৮৭ ১৫ জুন ২০১৪ মারাকানা স্টেডিয়াম, রিউ দি জানেইরু, ব্রাজিল   বসনিয়া ও হার্জেগোভিনা ২–০ ২–১ ২০১৪ ফিফা বিশ্বকাপ [৪০]
৪০ ৮৮ ২১ জুন ২০১৪ এস্তাদিও মিনেইরাও, বেলু ওরিজোঁতি, ব্রাজিল   ইরান ১–০ ১–০ ২০১৪ ফিফা বিশ্বকাপ [৪১]
৪১ ৮৯ ২৫ জুন ২০১৪ এস্তাদিও বেইরা-হিও, পোর্তো আলেগ্রে, ব্রাজিল   নাইজেরিয়া ১–০ ৩–২ ২০১৪ ফিফা বিশ্বকাপ [৪২]
৪২ ২–১
৪৩ ৯৫ ১৪ অক্টোবর ২০১৪ হংকং স্টেডিয়াম, সো কন পো, হংকং   হংকং ৫–০ ৭–০ প্রীতি ম্যাচ [৪৩]
৪৪ ৭–০
৪৫ ৯৬ ১২ নভেম্বর ২০১৪ আপটন পার্ক, লন্ডন, ইংল্যান্ড   ক্রোয়েশিয়া ২–১ ২–১ প্রীতি ম্যাচ [৪৪]
৪৬ ৯৮ ১৩ জুন ২০১৫ এস্তাদিও লা পোর্তাদা, লা সেরেনা, চিলি   প্যারাগুয়ে ২–০ ২–২ ২০১৫ কোপা আমেরিকা [৪৫]
৪৭ ১০৪ ৪ সেপ্টেম্বর ২০১৫ পিএনসি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্র   বলিভিয়া ৫–০ ৭–০ প্রীতি ম্যাচ [৪৬]
৪৮ ৬–০
৪৯ ১০৫ ৮ সেপ্টেম্বর ২০১৫ এটিএন্ডটি স্টেডিয়াম, আর্লিংটন, যুক্তরাষ্ট্র   মেক্সিকো ২–২ ২–২ প্রীতি ম্যাচ [৪৭]
৫০ ১০৭ ২৯ মার্চ ২০১৬ এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস, কর্দোবা, আর্জেন্টিনা   বলিভিয়া ২–০ ২–০ ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৪৮]
৫১ ১০৯ ১০ জুন ২০১৬ সোলজার ফিল্ড, শিকাগো, যুক্তরাষ্ট্র   পানামা ২–০ ৫–০ ২০১৬ কোপা আমেরিকা [৪৯]
৫২ ৩–০
৫৩ ৪–০
৫৪ ১১১ ১৮ জুন ২০১৬ জিলেট স্টেডিয়াম, ফক্সবোরো, যুক্তরাষ্ট্র   ভেনেজুয়েলা ৩–০ ৪–১ ২০১৬ কোপা আমেরিকা [৫০]
৫৫ ১১২ ২১ জুন ২০১৬ এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্র   মার্কিন যুক্তরাষ্ট্র ২–০ ৪–০ ২০১৬ কোপা আমেরিকা [৫১]
৫৬ ১১৪ ১ সেপ্টেম্বর ২০১৬ এস্তাদিও মালভিনাস আর্জেন্টিনাস, মেন্দোসা, আর্জেন্টিনা   উরুগুয়ে ১–০ ১–০ ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৫২]
৫৭ ১১৬ ১৫ নভেম্বর ২০১৬ এস্তাদিও সান হুয়ান দেল বিসেন্তেনারিও, সান হুয়ান, আর্জেন্টিনা   কলম্বিয়া ১–০ ৩–০ ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৫৩]
৫৮ ১১৭ ২৩ মার্চ ২০১৭ এস্তাদিও আন্তোনিও ভি. লিবের্তি, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   চিলি ১–০ ১–০ ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৫৪]
৫৯ ১২১ ১০ অক্টোবর ২০১৭ এস্তাদিও ওলিম্পিকো আতাহুয়ালপা, কিতো, ইকুয়েডর   ইকুয়েডর ১–১ ৩–১ ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৫৫]
৬০ ২–১
৬১ ৩–১
৬২ ১২৪ ২৯ মে ২০১৮ লা বোম্বোনেরা, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   হাইতি ১–০ ৪–০ প্রীতি ম্যাচ [৫৬]
৬৩ ২–০
৬৪ ৩–০
৬৫ ১২৭ ২৬ জুন ২০১৮ ক্রেস্তভস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া   নাইজেরিয়া ১–০ ২–১ ২০১৮ ফিফা বিশ্বকাপ [৫৭]
৬৬ ১৩০ ৭ জুন ২০১৯ এস্তাদিও সান হুয়ান দেল বিসেন্তেনারিও, সান হুয়ান, আর্জেন্টিনা   নিকারাগুয়া ১–০ ৫–১ প্রীতি ম্যাচ [৫৮]
৬৭ ২–০
৬৮ ১৩২ ১৯ জুন ২০১৯ এস্তাদিও মিনেইরাও, বেলু ওরিজোঁতি, ব্রাজিল   প্যারাগুয়ে ১–১ ১–১ ২০১৯ কোপা আমেরিকা [৫৯]
৬৯ ১৩৭ ১৫ নভেম্বর ২০১৯ বাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম, রিয়াদ, সৌদি আরব   ব্রাজিল ১–০ ১–০ ২০১৯ সুপার ক্লাসিকো [৬০]
৭০ ১৩৮ ১৮ নভেম্বর ২০১৯ ব্লুমফিল্ড স্টেডিয়াম, তেল আবিব, ইসরায়েল   উরুগুয়ে ২–২ ২–২ প্রীতি ম্যাচ [৬১]
৭১ ১৩৯ ৮ অক্টোবর ২০২০ লা বোম্বোনেরা, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   ইকুয়েডর ১–০ ১–০ ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৬২]
৭২ ১৪৩ ৩ জুন ২০২১ এস্তাদিও উনিকো মাদ্রে দে সিউদাদেস, সান্তিয়াগো দেল এস্তেরো, আর্জেন্টিনা   চিলি ১–০ ১–১ ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৬৩]
৭৩ ১৪৫ ১৪ জুন ২০২১ এস্তাদিও অলিম্পিকো নিলতোন সান্তোস, রিউ দি জানেইরু, ব্রাজিল   চিলি ১–০ ১–১ ২০২১ কোপা আমেরিকা [৬৪]
৭৪ ১৪৮ ২৮ জুন ২০২১ আরিনা পান্তানাল, কুইয়াবা, ব্রাজিল   বলিভিয়া ২–০ ৪–১ ২০২১ কোপা আমেরিকা [৬৫]
৭৫ ৩–০
৭৬ ১৪৯ ৩ জুলাই ২০২১ এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো, গোয়ানিয়া, ব্রাজিল   ইকুয়েডর ৩–০ ৩–০ ২০২১ কোপা আমেরিকা [৬৬]
৭৭ ১৫৩ ৯ সেপ্টেম্বর ২০২১ এস্তাদিও আন্তোনিও ভি. লিবের্তি, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   বলিভিয়া ১–০ ৩–০ ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৬৭]
৭৮ ২–০
৭৯ ৩–০
৮০ ১৫৫ ১০ অক্টোবর ২০২১ এস্তাদিও আন্তোনিও ভি. লিবের্তি, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   উরুগুয়ে ১–০ ৩–০ ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৬৮]
৮১ ১৫৯ ২৫ মার্চ ২০২২ লা বোম্বোনেরা, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   ভেনেজুয়েলা ৩–০ ৩–০ ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৬৯]
৮২ ১৬২ ৫ জুন ২০২২ এস্তাদিও এল সাদার, পাম্পলোনা, স্পেন   এস্তোনিয়া ১–০ ৫–০ প্রীতি ম্যাচ [৭]
৮৩ ২–০
৮৪ ৩–০
৮৫ ৪–০
৮৬ ৫–০
৮৭ ১৬৩ ২৩ সেপ্টেম্বর ২০২২ হার্ড রক স্টেডিয়াম, মিয়ামি গার্ডেনস, যুক্তরাষ্ট্র   হন্ডুরাস ২–০ ৩–০ প্রীতি ম্যাচ [৭০]
৮৮ ৩–০
৮৯ ১৬৪ ২৭ সেপ্টেম্বর ২০২২ রেড বুল অ্যারেনা, হ্যারিসন, যুক্তরাষ্ট্র   জ্যামাইকা ২–০ ৩–০ প্রীতি ম্যাচ [৭১]
৯০ ৩–০
৯১ ১৬৫ ১৬ নভেম্বর ২০২২ মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি, সংযুক্ত আরব আমিরাত   সংযুক্ত আরব আমিরাত ৪–০ ৫–০ প্রীতি ম্যাচ [৭২]
৯২ ১৬৬ ২২ নভেম্বর ২০২২ লুসাইল আইকনিক স্টেডিয়াম, লুসাইল, কাতার   সৌদি আরব ১–০ ১–২ ২০২২ ফিফা বিশ্বকাপ [৭৩]
৯৩ ১৬৭ ২৬ নভেম্বর ২০২২ লুসাইল আইকনিক স্টেডিয়াম, লুসাইল, কাতার   মেক্সিকো ১–০ ২–০ ২০২২ ফিফা বিশ্বকাপ [৭৪]
৯৪ ১৬৯ ৩ ডিসেম্বর ২০২২ আহমদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান, কাতার   অস্ট্রেলিয়া ১–০ ২–১ ২০২২ ফিফা বিশ্বকাপ (শেষ-১৬) [৭৫]
৯৫ ১৭০ ৯ ডিসেম্বর ২০২২ লুসাইল আইকনিক স্টেডিয়াম, লুসাইল, কাতার   নেদারল্যান্ডস ২–০ ২–২
(অ.স.প.)
(৪–৩ পে.)
২০২২ ফিফা বিশ্বকাপ (কো.ফা.) [৭৬]
৯৬ ১৭১ ১৩ ডিসেম্বর ২০২২ লুসাইল আইকনিক স্টেডিয়াম, লুসাইল, কাতার   ক্রোয়েশিয়া ১–০ ৩–০ ২০২২ ফিফা বিশ্বকাপ (সে.ফা.) [৭৭]
৯৭ ১৭২ ১৮ ডিসেম্বর ২০২২ লুসাইল আইকনিক স্টেডিয়াম, লুসাইল, কাতার   ফ্রান্স ১–০ ৩–৩
(অ.স.প.)
(৪–২ পে.)
২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনাল [৭৮]
৯৮ ৩–২
৯৯ ১৭৩ ২৩ মার্চ ২০২৩ এস্তাদিও আন্তোনিও ভি. লিবের্তি, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   পানামা ২–০ ২–০ প্রীতি ম্যাচ [৭৯]
১০০ ১৭৪ ২৮ মার্চ ২০২৩ এস্তাদিও উনিকো মাদ্রে দে সিউদাদেস, সান্তিয়াগো দেল এস্তেরো, আর্জেন্টিনা   কুরাসাও ১–০ ৭–০ প্রীতি ম্যাচ [৮০]
১০১ ৩–০
১০২ ৫–০
১০৩ ১৭৫ ১৫ জুন ২০২৩ ওয়ার্কাস স্টেডিয়াম, বেইজিং, চীন   অস্ট্রেলিয়া ১–০ ২–০ প্রীতি ম্যাচ [৮১]
১০৪ ১৭৬ ৭ সেপ্টেম্বর ২০২৩ এস্তাদিও মনুমেন্তাল, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   ইকুয়েডর ১–০ ১–০ ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৮২]
১০৫ ১৭৮ ১৮ অক্টোবর ২০২৩ এস্তাদিও নাসিওনাল দে লিমা, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা   পেরু ১–০ ২–০ ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [৮৩]
১০৬ ২–০

হ্যাটট্রিক সম্পাদনা

 
২০১২ সালের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের বিপক্ষে মেসি প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক করেন।
নং. প্রতিপক্ষ গোল স্কোর মাঠ প্রতিযোগিতা তারিখ সূত্র.
   সুইজারল্যান্ড – (১–০', ২–১', ৩–১') ৩–১ স্টাডিয়ন ভাঙ্কডর্ফ, বের্ন, সুইজারল্যান্ড প্রীতি ম্যাচ ২৯ ফেব্রুয়ারি ২০১২ [৮৪]
  ব্রাজিল – (১–১', ২–১', ৪–৩') ৪–৩ মেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড, যুক্তরাষ্ট্র প্রীতি ম্যাচ ৯ জুন ২০১২ [৮৫]
  গুয়াতেমালা – (১–০', ৩–০', ৪–০') ৪–০ এস্তাদিও মাতেও ফ্লোরেস, গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা প্রীতি ম্যাচ ১৪ জুন ২০১৩ [৮৬]
  পানামা – (২–০', ৩–০', ৪–০') ৫–০ সোলজার ফিল্ড, শিকাগো, যুক্তরাষ্ট্র ২০১৬ কোপা আমেরিকা ১০ জুন ২০১৬ [৮৭]
  ইকুয়েডর – (১–১', ২–১', ৩–১') ৩–১ এস্তাদিও ওলিম্পিকো আতাহুয়ালপা, কিতো, ইকুয়েডর ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ১০ অক্টোবর ২০১৭ [৮৮]
  হাইতি – (১–০', ২–০', ৩–০') ৪–০ লা বোম্বোনেরা, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা প্রীতি ম্যাচ ২৯ মে ২০১৮ [৮৯]
  বলিভিয়া – (১–০', ২–০', ৩–০') ৩–০ এল মনুমেন্তাল, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ৯ সেপ্টেম্বর ২০২১ [৯০]
  এস্তোনিয়া – (১–০', ২–০', ৩–০', ৪–০', ৫–০') ৫–০ এস্তাদিও এল সাদার, পাম্পলোনা, স্পেন প্রীতি ম্যাচ ৫ জুন ২০২২ [৭]
  কুরাসাও – (১–০', ৩–০', ৫–০') ৭–০ এস্তাদিও উনিকো মাদ্রে দে সিউদাদেস, সান্তিয়াগো দেল এস্তেরো, আর্জেন্টিনা প্রীতি ম্যাচ ২৮ মার্চ২০২৩ [৮০]

পরিসংখ্যান সম্পাদনা

১৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
  1. ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে খেলেন
  2. ফিফা বিশ্বকাপে খেলেন
  3. Six ম্যাচ খেলে ২ গোল করেন কোপা আমেরিকায়, চার ম্যাচ খেলে ২ গোল করেন ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে
  4. কোপা আমেরিকায় চার ম্যাচ খেলেন, চার ম্যাচ খেলে ২ গোল করেন ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে
  5. কোপা আমেরিকায় খেলেন
  6. পাঁচ ম্যাচ খেলে ৩ গোল করেন ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে, পাঁচ ম্যাচ খেলে ৫ গোল করেন কোপা আমেরিকায়
  7. নয় ম্যাচ খেলে ৫ গোল করেন ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে, সাত ম্যাচ খেলে ৪ গোল করেন কোপা আমেরিকায়
  8. দুই ম্যাচ খেলে ১ গোল করেন ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে, এক ম্যাচ খেলেন কনমেবল–উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্সে, সাত ম্যাচ খেলে ৭ গোল করেন ফিফা বিশ্বকাপে

অলিম্পিক গোল সম্পাদনা

অলিম্পিক ফুটবল প্রতিযোগিতাটি অলিম্পিক কমিটি কর্তৃক আয়োজিত এবং এটি ফিফা কর্তৃক স্বীকৃত না হওয়ায় অলিম্পিক ফুটবলে করা গোলগুলো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক গোল হিসেবে স্বীকৃত নয়।

লিওনেল মেসির আন্তর্জাতিক গোলের তালিকা
নং. তারিখ মাঠ প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা সূত্র.
৭ আগস্ট ২০০৮ সাংহাই স্টেডিয়াম, সাংহাই, চীন   কোত দিভোয়ার ১–০ ২–১ ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক [৯১]
১৬ আগস্ট ২০০৮ সাংহাই স্টেডিয়াম, সাংহাই, চীন   নেদারল্যান্ডস ১–০ ২–১ ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক [৯২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মামরুদ, রবার্তো। "Lionel Andrés Messi – Century of International Appearances" [" লিওনেল আন্দ্রেস মেসি – আন্তর্জাতিক ম্যাচে উপস্থিতির শতক]। Rec.Sport.Soccer স্ট্যাটিস্টিক্স ফাউন্ডেশন। ৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৫ 
  2. "Lionel Messi breaks Argentina's all-time goal-scoring record" [" আর্জেন্টিনার হয়ে সর্বকালের গোলের রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি]। ইএসপিএন। ২২ জুন ২০১৬। ২২ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৬ 
  3. "Messi, máximo artillero histórico de la selección argentina" [" আর্জেন্টিনা জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি]। ফিফা। ২২ জুন ২০১৬। ২৭ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৬ 
  4. "Argentina's Lionel Messi breaks Brazil legend Pele's South American men's goals record" [" ব্রাজিল কিংবদন্তি পেলের দক্ষিণ আমেরিকার পুরুষদের গোলের রেকর্ড ভেঙেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি]। ইএসপিএন। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১ 
  5. ভিকেরি, টিম (২২ আগস্ট ২০০৫)। "Messi Handles 'New Maradona' Tag" [" মেসি 'নতুন ম্যারাডোনা' ট্যাগ সামলাচ্ছেন]। বিবিসি স্পোর্ট। ৯ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৫ 
  6. "Argentina 6–0 Serbia & Montenegro" [" আর্জেন্টিনা ৬–০ সার্বিয়া ও মন্টিনিগ্রো]। বিবিসি স্পোর্ট। ১৬ জুন ২০০৬। ২২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৫ 
  7. ""Lionel Messi scores five goals as Argentina extends unbeaten run to 33 games" [" লিওনেল মেসির পাঁচ গোলের সুবাদে আর্জেন্টিনা ৩৩ ম্যাচে অপরাজিত] (ইংরেজি ভাষায়)। ইএসপিএন। ৫ জুন ২০২২। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২ 
  8. মামরুদ, রবার্তো। "Lionel Andrés Messi – Century of International Appearances" ["লিওনেল আন্দ্রেস মেসি – আন্তর্জাতিক ম্যাচে উপস্থিতির শতক]। Rec.Sport.Soccer স্ট্যাটিস্টিক্স ফাউন্ডেশন। ৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৫ 
  9. "Messi, Neuer Heralded as Brazil 2014's Best" [" মেসি ও নিউয়ারকে ব্রাজিল ২০১৪ (বিশ্বকাপ) এর সেরা হিসেবে ঘোষণা করা হয়েছে]। ফিফা। ১৩ জুলাই ২০১৪। ৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৫ 
  10. "BeIN Sports: Messi habría rechazado el MVP del torneo" [" বেইন স্পোর্টস: মেসি টুর্নামেন্টের এমভিপি প্রত্যাখ্যান করেছেন]। AS.com (স্পেনীয় ভাষায়)। ৫ জুলাই ২০১৫। ৬ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫ 
  11. "Lionel Messi allegedly refuses best player award at Copa America as trophy removed from ceremony" [" কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রত্যাখ্যান করলেন লিওনেল মেসি]। দ্য ডেইলি টেলিগ্রাফ। ৯ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৫ 
  12. "Player of the tournament, top scorer and best goalkeeper: Stars of the CONMEBOL Copa América 2021" [" টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলরক্ষক: কনমেবল কোপা আমেরিকা ২০২১ এর তারকারা]। কোপা আমেরিকা। ১১ জুলাই ২০২১। ১৪ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২১ 
  13. ""Last-gasp Croatia shock Argentina" [" শেষ মুহূর্তে আর্জেন্টিনাকে নাড়িয়ে দিল ক্রোয়েশিয়া]। সিএনএন। ১ মার্চ ২০০৬। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  14. ""Argentina 4–3 Algeria" [" আর্জেন্টিনা ৪–৩ আলজেরিয়া]। বিবিসি স্পোর্ট। ৬ জুন ২০০৭। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  15. "Argentina – Perú 4–0 (0–0) [" আর্জেন্টিনা – পেরু ৪–০ (০–০)] (প্রতিবেদন) (স্পেনীয় ভাষায়)। কনমেবল। ৮ জুলাই ২০০৭। ১৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭ 
  16. "México – Argentina 0–3 (0–1) [" মেক্সিকো – আর্জেন্টিনা ০–৩ (০–১)] (প্রতিবেদন) (স্পেনীয় ভাষায়)। কনমেবল। ১১ জুলাই ২০০৭। ৩ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২ 
  17. ""Supo revertir la historia" [" তিনি ইতিহাস বদলাতে জানতেন] (স্পেনীয় ভাষায়)। ইএসপিএন। ২১ নভেম্বর ২০০৭। ৩০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  18. Jones, Grahame L. (৫ জুন ২০০৮)। ""Argentina is awesome in 4–1 win over Mexico" ["মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা ৪–১ গোলের দুর্দান্ত জয়]। লস অ্যাঞ্জেলেস টাইমস। ২৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  19. ""Soccer–Argentina 2 Uruguay 1 – World Cup qualifier result" [" সকার–আর্জেন্টিনা ২ উরুগুয়ে ১ – বিশ্বকাপ বাছাইপর্বের ফলাফল]। রয়টার্স। ১১ অক্টোবর ২০০৮। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  20. ""France 0–2 Argentina" [" ফ্রান্স ০-২ আর্জেন্টিনা]। স্কাই স্পোর্টস। ১১ ফেব্রুয়ারি ২০০৯। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  21. ""La Argentina de Maradona arrasa contra Venezuela" [" ভেনেজুয়েলাকে উড়িয়ে দিল ম্যারাডোনার আর্জেন্টিনা]। El País (স্পেনীয় ভাষায়)। ২৯ মার্চ ২০০৯। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  22. লোও, সিড (১৬ নভেম্বর ২০০৯)। ""Spain reign supreme despite Argentina's rough and tumble" [" আর্জেন্টিনার রুক্ষতা সত্ত্বেও স্পেনের রাজত্ব সর্বোচ্চ]। দ্য গার্ডিয়ান। ১১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  23. ""Argentina 4 Spain 1: match report" [" "আর্জেন্টিনা ৪ স্পেন ১: ম্যাচ রিপোর্ট]। দ্য ডেইলি টেলিগ্রাফ। ৭ সেপ্টেম্বর ২০১০। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  24. ""Argentina 1–0 Brazil" [" আর্জেন্টিনা ১-০ ব্রাজিল]। বিবিসি স্পোর্ট। ১৭ নভেম্বর ২০১০। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  25. ""Argentina 2–1 Portugal" ["আর্জেন্টিনা ২-১ পর্তুগাল]। স্কাই স্পোর্টস। ৯ ফেব্রুয়ারি ২০১১। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  26. ""Messi's Argentina beat Albania 4–0 in Copa warm-up" [" কোপা প্রস্তুতি ম্যাচে আলবেনিয়াকে ৪-০ গোলে হারিয়েছে মেসির আর্জেন্টিনা]। চায়না ডেইলি। ২১ জুন ২০১১। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  27. Panetta, Vicente (৭ অক্টোবর ২০১১)। ""Higuain gets 3 as Argentina beats Chile 4–1" [" হিগুয়েইনের ৩ গোলে চিলিকে ৪-১ গোলে হারাল আর্জেন্টিনা]। ডেসেরেট নিউজ। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  28. ""Colombia 1–2 Argentina" [কলম্বিয়া ১-২ আর্জেন্টিনা]। স্কাই স্পোর্টস। ১৫ নভেম্বর ২০১১। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  29. ""Switzerland 1–3 Argentina" ["সুইজারল্যান্ড ১-৩ আর্জেন্টিনা]। স্কাই স্পোর্টস। ২৯ ফেব্রুয়ারি ২০১২। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  30. ম্যাককলি, কেভিন (২ জুন ২০১২)। ""Argentina Vs. Ecuador, 2014 World Cup Qualifying: Final Score, Lionel Messi Masterminds 4–0 Win" [" আর্জেন্টিনা বনাম ইকুয়েডর, ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্ব: চূড়ান্ত স্কোর, লিওনেল মেসি মাস্টারমাইন্ডস ৪-০ গোলে জয়ী]। এসবি নেশন। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  31. Quraishi, George (১০ জুন ২০১২)। "Lionel Messi hat-trick leads Argentina to 4–3 win over Brazil" [লিওনেল মেসির হ্যাটট্রিকে ব্রাজিলকে ৪-৩ গোলে হারাল আর্জেন্টিনা]। দ্য গার্ডিয়ান। ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭ 
  32. ম্যাককলি, কেভিন (১৫ আগস্ট ২০১২)। ""Germany Vs. Argentina 2012: Final Score, Albiceleste Win 3–1" [" জার্মানি বনাম আর্জেন্টিনা ২০১২: ফাইনাল স্কোর, আলবিসেলেস্তে ৩-১ গোলে জয়ী]। এসবি নেশন। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  33. ""Argentina 3–0 Paraguay" ["]। স্কাই স্পোর্টস। ৭ সেপ্টেম্বর ২০১২। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  34. ম্যাককলি, কেভিন (১৩ অক্টোবর ২০১২)। ""Argentina vs. Uruguay: Final score 3–0, Lionel Messi runs rampant" ["আর্জেন্টিনা বনাম উরুগুয়ে: ফাইনাল স্কোর ৩-০, লিওনেল মেসির দুর্দান্তভাগে এগিয়ে যাচ্ছে]। এসবি নেশন। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  35. ""Chile 1–2 Argentina" ["চিলি ১-২ আর্জেন্টিনা]। স্কাই স্পোর্টস। ১৭ অক্টোবর ২০১২। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  36. ""Argentina 3–0 Venezuela" [" আর্জেন্টিনা ৩-০ ভেনেজুয়েলা]। ইএসপিএন। ২২ মার্চ ২০১৩। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  37. ""Lionel Messi hat-trick leads Argentina to 4–0 friendly win in Guatemala" [" লিওনেল মেসির হ্যাটট্রিকে গুয়াতেমালায় প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৪-০ গোলে জিতেছে।]। স্কাই স্পোর্টস। ১৪ জুন ২০১৩। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  38. ""Paraguay 2–5 Argentina" [" প্যারাগুয়ে ২-৫ আর্জেন্টিনা]। স্কাই স্পোর্টস। ১০ সেপ্টেম্বর ২০১৩। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  39. "Argentina 2–0 Slovenia" [আর্জেন্টিনা ২-০ স্লোভেনিয়া]। বিবিসি স্পোর্ট। ৮ জুন ২০১৪। ৯ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭ 
  40. ""World Cup: Argentina 2–1 Bosnia-Herzegovina" [" বিশ্বকাপ: আর্জেন্টিনা ২-১ বসনিয়া-হার্জেগোভিনা]। বিবিসি স্পোর্ট। ১৫ জুন ২০১৪। ১৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  41. ""Last-gasp Lionel Messi defeats Iran" ["শেষ মুহূর্তে ইরানকে হারিয়েছেন লিওনেল মেসি]। ইএসপিএন। ২১ জুন ২০১৪। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  42. Klein, Jeff (২৫ জুন ২০১৪)। ""World Cup 2014: Argentina Defeats Nigeria, 3–2" [" বিশ্বকাপ ২০১৪: নাইজেরিয়াকে ৩-২ গোলে হারাল আর্জেন্টিনা]। দ্য নিউ ইয়র্ক টাইমস। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  43. ""Hong Kong 0–7 Argentina" ["হংকং ০-৭ আর্জেন্টিনা]। বিবিসি স্পোর্ট। ১৪ অক্টোবর ২০১৪। ২০ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭ 
  44. ""Argentina 2–1 Croatia" ["আর্জেন্টিনা ২-১ ক্রোয়েশিয়া]। বিবিসি স্পোর্ট। ১২ নভেম্বর ২০১৪। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  45. ""Argentina 2–2 Paraguay" ["আর্জেন্টিনা ২-২ প্যারাগুয়ে]। বিবিসি স্পোর্ট। ১৪ জুন ২০১৫। ৪ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  46. "Argentina 7–0 Bolivia" [আর্জেন্টিনা ৭-০ বলিভিয়া]। স্কাই স্পোর্টস। ৩০ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭ 
  47. ""Argentina salvages draw with Mexico thanks to late Messi, Aguero magic" ["মেসি ও আগুয়েরোর জাদুতে মেক্সিকোর সঙ্গে ড্র থেকে রক্ষা পেল আর্জেন্টিনা]। ইএসপিএন। ৯ সেপ্টেম্বর ২০১৫। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  48. ""Argentina 2–0 Bolivia: Lionel Messi nets 50th international goal in win" [" আর্জেন্টিনা ২-০ বলিভিয়া: লিওনেল মেসির ৫০তম আন্তর্জাতিক গোল]। স্কাই স্পোর্টস। ৩০ মার্চ ২০১৭। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  49. ""Lionel Messi scores a hat trick off the bench in 5–0 win vs. Panama" ["লিওনেল মেসি বেঞ্চ থেকে নেমে হ্যাটট্রিকে পানামার বিপক্ষে ৫-০ গোলের জয়]। ইএসপিএন। ১১ জুন ২০১৬। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  50. ""Argentina 4–1 Venezuela: Copa America – as it happened" ["আর্জেন্টিনা ৪-১ ভেনেজুয়েলা: কোপা আমেরিকা - যেমনটি ঘটেছে"]। দ্য গার্ডিয়ান। ১৮ জুন ২০১৬। ৭ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  51. ও'মার্ড, মার্কাস (১৮ জুন ২০১৬)। ""Lionel Messi Sets Copa America Assists Record, Thrills Gillette Stadium" [" লিওনেল মেসি কোপা আমেরিকা অ্যাসিস্ট রেকর্ড গড়েছেন, রোমাঞ্চিত জিলেট স্টেডিয়াম]। এনইএসএন। ৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  52. ""Messi nets winner on return" [ফিরতি ম্যাচে মেসির জয়]। স্কাই স্পোর্টস। ২ সেপ্টেম্বর ২০১৬। ২৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  53. "Argentina 3–0 Colombia: Lionel Messi scores in victory" [আর্জেন্টিনা ৩-০ কলম্বিয়া: লিওনেল মেসির গোলে জয়]। স্কাই স্পোর্টস। ১৬ নভেম্বর ২০১৬। ১২ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭ 
  54. ""Messi goal keeps qualification hopes alive" ["যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রেখেছে মেসির গোল]। ইএসপিএন। ২৪ মার্চ ২০১৭। ২০ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  55. Jones, Lewis (১১ অক্টোবর ২০১৭)। ""Ecuador 1–3 Argentina: Lionel Messi masterclass drags his nation to World Cup finals" [" ইকুয়েডর ১-৩ আর্জেন্টিনা: লিওনেল মেসির মাস্টারক্লাস তার দেশকে বিশ্বকাপের মূল পর্বে তুলে এনেছে]। স্কাই স্পোর্টস। ১১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  56. ""Argentina 4–0 Haiti" ["আর্জেন্টিনা ৪-০ হাইতি]। বিবিসি স্পোর্ট। ৩০ মে ২০১৮। ১৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯ 
  57. রোস্ট্যান্স, টম (২৫ জুন ২০১৮)। ""Catch-up: FIFA World Cup – Stunning conclusion to Nigeria v Argentina" ["ক্যাচ-আপ: ফিফা বিশ্বকাপ - নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা]। বিবিসি স্পোর্ট। ৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯ 
  58. ""Argentina 5 Nicaragua 1: Quick-fire Messi brace inspires rout" [" আর্জেন্টিনা ৫ নিকারাগুয়া ১: মেসির দ্রুত গতির জোড়া গোল পথচলাকে অনুপ্রাণিত করে]। ইয়াহু স্পোর্টস ইউকে। ৮ জুন ২০১৯। ৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯ 
  59. ""Copa America: Lionel Messi goal salvages 1–1 draw with Paraguay" [" কোপা আমেরিকা: লিওনেল মেসির গোলে প্যারাগুয়ের সাথে ১-১ গোলে ড্র]। বিবিসি স্পোর্ট। ২০ জুন ২০১৯। ২৪ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯ 
  60. ""Brazil 0–1 Argentina: Lionel Messi scores on international return" ["ব্রাজিল ০-১ আর্জেন্টিনা: আন্তর্জাতিক প্রত্যাবর্তনে লিওনেল মেসির গোল]। বিবিসি স্পোর্ট। ১৫ নভেম্বর ২০১৯। ১৭ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯ 
  61. ""Messi scores last-minute Argentina equaliser against Uruguay" ["উরুগুয়ের বিপক্ষে শেষ মুহূর্তে মেসির গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা]। বিবিসি স্পোর্ট। ১৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯ 
  62. ""Messi penalty gives Argentina winning start over Ecuador" ["মেসির পেনাল্টি থেকে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার জয়]। ইএসপিএন। ৮ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২০ 
  63. ""Chile rescata empate en Argentina pero sigue fuera de los puestos de clasificación" ["আর্জেন্টিনার সাথে ড্র করলেও বাছাইপর্ব থেকে ছিটকে গেল চিলি]। এল উনিভার্সো (স্পেনীয় ভাষায়)। ৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২১ 
  64. ""Argentina-Chile Copa America score: Lionel Messi free-kick magic canceled out by Eduardo Vargas goal in draw" ["আর্জেন্টিনা-চিলি কোপা আমেরিকার ম্যাচে এডুয়ার্ডো ভার্গাসের গোলে লিওনেল মেসির ফ্রি-কিক ম্যাজিক বরবাদ]। সিবিএস স্পোর্ট। ১৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২১ 
  65. ""Bolovia 1–4 Argentina: Lionel Messi become Argentina's most capped player in 4–1 win" [বলিভিয়া ১-৪ আর্জেন্টিনা: লিওনেল মেসি ৪-১ গোলে আর্জেন্টিনার সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়]। বিবিসি স্পোর্ট। ২৯ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১ 
  66. ""Argentina vs. Ecuador score: Sensational Messi leads Albiceleste into Copa America semifinals" ["আর্জেন্টিনা বনাম ইকুয়েডর: আলবিসেলেস্তেদের কোপা আমেরিকার সেমিফাইনালে নিয়ে গেলেন মেসি]। সিবিএস স্পোর্ট। ৩ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  67. ""Messi hat-trick claims record over Brazil's Pele in Argentina 3–0 win over Bolivia" ["বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে জয়ে মেসির হ্যাটট্রিকের মাধ্যমে ব্রাজিলের পেলের রেকর্ডে ভাগ বসিয়েছেন]। ইএসপিএন। রয়টার্স। ১০ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১ 
  68. ""Argentina vs. Uruguay – Football Match Report – October 10, 2021" ["আর্জেন্টিনা বনাম উরুগুয়ে – ফুটবল ম্যাচ রিপোর্ট – অক্টোবর ১০, ২০২১]। ইএসপিএন। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২১ 
  69. ""Argentina vs. Venezuela – Football Match Report – March 25, 2022" ["আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা – ফুটবল ম্যাচ রিপোর্ট – মার্চ ২৫, ২০২২]। ইএসপিএন। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 
  70. ""Argentina vs. Honduras – Football Match Summary – September 24, 2022" ["আর্জেন্টিনা বনাম হন্ডুরাস - ফুটবল ম্যাচের সারসংক্ষেপ - সেপ্টেম্বর ২৪, ২০২২] (ইংরেজি ভাষায়)। ইএসপিএন। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২ 
  71. ""Argentina vs. Jamaica – Football Match Summary – September 28, 2022" ["আর্জেন্টিনা বনাম জ্যামাইকা - ফুটবল ম্যাচের সারসংক্ষেপ - ২৮ সেপ্টেম্বর ২০২২] (ইংরেজি ভাষায়)। ইএসপিএন। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২ 
  72. ""Messi, Di Maria score as Argentina rout UAE in World Cup warmup" [" মেসি ও ডি মারিয়ার গোলে সংযুক্ত আরব আমিরাতকে হারাল আর্জেন্টিনা] (ইংরেজি ভাষায়)। ইএসপিএন। রয়টার্স। ১৬ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২ 
  73. ""Argentina 1–2 Saudi Arabia" [" আর্জেন্টিনা ১-২ সৌদি আরব] (ইংরেজি ভাষায়)। বিবিসি স্পোর্ট। ২২ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২ 
  74. ""Argentina 2–0 Mexico" [" আর্জেন্টিনা ২-০ মেক্সিকো] (ইংরেজি ভাষায়)। বিবিসি স্পোর্ট। ২৬ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২ 
  75. "Argentina vs. Australia - Football Match Summary - December 4, 2022" ["আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া - ফুটবল ম্যাচের সারসংক্ষেপ - ৪ ডিসেম্বর ২০২২]। ইএসপিএন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৩ 
  76. "Argentina beat Netherlands on penalties in World Cup thriller to secure semifinal spot" [" নেদারল্যান্ডসকে পেনাল্টি গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা]। ইএসপিএন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-১০ 
  77. "Lionel Messi magic sends Argentina to World Cup final with win over Croatia" [" লিওনেল মেসির জাদুতে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা]। ইএসপিএন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৪ 
  78. "All-time classic World Cup final crowns Messi's glorious career" ["সর্বকালের ক্লাসিক বিশ্বকাপ ফাইনাল মেসির গৌরবময় ক্যারিয়ারের মুকুট জয় করেছে।]। ইএসপিএন (ইংরেজি ভাষায়)। ২০২২-১২-১৮। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৮ 
  79. ""Lionel Messi scores 800th career goal in Argentina win over Panama" [" লিওনেল মেসির ক্যারিয়ারের ৮০০তম গোলে পানামার বিপক্ষে আর্জেন্টিনার জয়]। ESPN। ২৩ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৩ 
  80. ""Argentina thrash Curacao on another record night for Lionel Messi" [লিওনেল মেসির আরেকটি রেকর্ডের রাতে কুরাকাওকে হারাল আর্জেন্টিনা]। ESPN। Reuters। ২৯ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৩ 
  81. "Messi nets his fastest Argentina goal in win over Australia"। ESPN। ১৫ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৩ – Reuters-এর মাধ্যমে। 
  82. "Argentina vs Ecuador"। FIFA। ৮ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৩ 
  83. "Argentina vs Peru"। FIFA। ১৮ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৩ 
  84. "Switzerland 1–3 Argentina" ["]। স্কাই স্পোর্টস। ২৯ ফেব্রুয়ারি ২০১২। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  85. কুরাইশি, জর্জ (১০ জুন ২০১২)। "Lionel Messi hat-trick leads Argentina to 4–3 win over Brazil" ["লিওনেল মেসির হ্যাটট্রিকে ব্রাজিলকে ৪-৩ গোলে হারাল আর্জেন্টিনা]। দ্য গার্ডিয়ান। ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭ 
  86. "Lionel Messi hat-trick leads Argentina to 4–0 friendly win in Guatemala" ["লিওনেল মেসির হ্যাটট্রিকে গুয়াতেমালায় প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৪-০ গোলে জিতেছে]। স্কাই স্পোর্টস। ১৪ জুন ২০১৩। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  87. "Lionel Messi scores a hat trick off the bench in 5–0 win vs. Panama" ["লিওনেলর মেসির বেঞ্চ থেকে নেমে হ্যাটট্রিকে পানামার বিপক্ষে ৫-০ গোলের জয়]। ইএসপিএন। ১১ জুন ২০১৬। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  88. Jones, Lewis (১১ অক্টোবর ২০১৭)। "Ecuador 1–3 Argentina: Lionel Messi masterclass drags his nation to World Cup finals" ["ইকুয়েডর ১-৩ আর্জেন্টিনা: লিওনেল মেসির মাস্টারক্লাস তার দেশকে বিশ্বকাপের মূল পর্বে তুলে এনেছে]। স্কাই স্পোর্টস। ১১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  89. "Argentina 4–0 Haiti" ["আর্জেন্টিনা ৪-০ হাইতি]। বিবিসি স্পোর্ট। ৩০ মে ২০১৮। ১৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯ 
  90. "Lionel Messi Breaks Pele's Record With Hat-Trick Against Bolivia" ["বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে পেলের রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি]। NDTVSports.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১ 
  91. ""CIV 1–2 ARG" [আইভরি কোস্ট ১–২ আর্জেন্টিনা]। ফিফা। ৭ আগস্ট ২০০৮। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 
  92. ""ARG 2–1 NED" [আর্জেন্টিনা ২–১ নেদারল্যান্ডস]। ফিফা। ১৬ আগস্ট ২০০৮। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা