লালোর ইউনিয়ন

নাটোর জেলার সিংড়া উপজেলার একটি ইউনিয়ন

লালোর ইউনিয়ন বাংলাদেশের নাটোর জেলার সিংড়া উপজেলার স্থানীয় প্রশাসনিক প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদ T আকৃতি বিশিষ্ট দ্বি-তল ভবন।[১]

লালোর ইউনিয়ন
ইউনিয়ন
ডাকনাম: ৭ নং লালোর ইউনিয়ন পরিষদ
লালোর ইউনিয়ন রাজশাহী বিভাগ-এ অবস্থিত
লালোর ইউনিয়ন
লালোর ইউনিয়ন
লালোর ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
লালোর ইউনিয়ন
লালোর ইউনিয়ন
বাংলাদেশে লালোর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৮′ উত্তর ৮৯°০৫′ পূর্ব / ২৪.৩০° উত্তর ৮৯.০৮° পূর্ব / 24.30; 89.08
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলানাটোর জেলা
উপজেলাসিংড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমো: নজরুল ইসলাম নজু (বাংলাদেশ আওয়ামীলীগ)
আয়তন
 • মোট৩৪ বর্গকিমি (১৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৭,৫৯০
 • জনঘনত্ব৮১০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

লালোর ইউনিয়নের ঐতিহ্য ও সংস্কৃতি অনেক পুরনো। ইউনিয়ন টি চলনবিল আর হালতি বিল এর মাঝখানে হওয়াতে এখানে বর্ষার সময় চার পাশে পানিতে ভরে যায়। আর সেসময় ত্রিমোহনী বাজারে মরা আত্রাই নদীতে হালতি বিল অংশে বিশাল নৌকা বাইচের আয়োজন করা হয়।এছারে এখানে পহেলা বৈশাখ, নবান্ন উৎসব ও হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব ও বিজয়া দশমীর দিনে বড়বাড়ি বাজারে মেলা বসে এবং বারনই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব শেষ হয়।

অবস্থান সম্পাদনা

পূর্বে শেরকোল ইউনিয়ন, পশ্চিমে নলডাঙ্গা উপজেলা দক্ষিণে হাতিয়ানদহ ইউনিয়ন এবং উত্তরে নওগাঁ জেলার আত্রাই উপজেলা অবস্থিত। ৭ নং লালোর ইউনিয়ন ৯ টি ওয়ার্ডে বিভক্ত। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নজু।

এক নজরে লালোর ইউনিয়ন সম্পাদনা

মোট আয়তন: ৩৪ বর্গ কি: মি: গ্রাম: ২৬ টি মৌজা: ২৬ টি জনসংখ্যা: ২৭,৫৯০ জন। বর্তমান মোট ভোটারের সংখ্যা: ১৭,৭০৩ জন।খানার সংখ্যা: ৬৮০০ টি। মোট হোল্ডিং সংখ্যা: ৬৮০০ টি। সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৯ টি। বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় (রেজি:) : ০৫ টি। মোট উচ্চ বিদ্যালয় (বে-সরকারী): ০৩ টি।দাখিল মাদ্রাসা (বে-সরকারী): ০১ টি।কলেজ(বে-সরকারী): ০১ টি। এবতেদায়ী মাদ্রাসা (বে-সরকারী): ০২ টি।শিক্ষার হার: ৬২% মসজিদ: ৫০ টি মন্দির: ১৪ টি। ঈদগাহ মাঠ: ১২ টি গোরস্থান: ১৪ টি। শ্বশ্মান ঘাট: ৭ টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র (ইউ.পি হাসপাতাল): ০১ টি। কমিউনিটি ক্লিনিক: ০৩ টি ইউনিয়ন ভুমি অফিস: ০১ টি। ডাকঘর: ০২ টি। আনসার ভিডিপি অফিস: ০১ টি। খোয়াড়: ০৭ টি। পুকুর:০২ টি। গুচ্ছ গ্রাম: ০১ টি। আদর্শ গ্রাম: ০১ টি। অভয় আশ্রায়ন প্রকল্প: ০২ টি। মোট জমির পরিমাণ: ৭৬৪২.২০ একর। খাস জমির পরিমাণ: ৩৫৩.৯০ একর। কৃষি জমির পরিমাণ: ৭২০৯ একর। মোট অকৃষি জমির পরিমাণ: ৮৪৬ একর। মোট অর্পিত খাস জমির পরিমাণ: ৩৫৭.৫৬ একর। হাট বাজারের সংখ্যা: ০১ টি। পাকা রাস্তা (কেয়ার): ০৪ কি.মি। পাকা রাস্তা (এলজিইডি): ১১ কি.মি।

শিক্ষা সম্পাদনা

লালোর ইউনিয়নে শিক্ষার হার ৬২%। এখানকার ডাঙ্গাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সিংড়া উপজেলার প্রাচীন একটি বিদ্যালয় এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা দান করা হয়। এছাড়া বিল হালতি ত্রিমোহনী অনার্স কলেজ অত্র এলাকায় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা দান করে যাচ্ছে, ইউনিয়ন ভবন কমপ্লেক্স এর পাশে বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক প্রাচীন যা নির্মান হয় ১৯০৫ সালে।

[২]

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সম্পাদনা

১. মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়(শিশু শ্রেণি হতে অষ্টম শ্রেণি পর্যন্ত) ২. বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সম্পাদনা

কলেজ সমূহ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "০৭ নং লালোর ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]