লালমাই সরকারি কলেজ

লালমাই সরকারি কলেজ বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত একটি সরকারি কলেজ। এটি কুমিল্লার পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। লালমাই সরকারি কলেজ ১৯৬৯ সালের ১৮ নভেম্বর অধ্যক্ষ আবুল কালাম মজুমদার লালমাই কলেজ নামে প্রতিষ্ঠা করেন।

লালমাই সরকারি কলেজ
অন্যান্য নাম
লালমাই কলেজ, লালমাই ডিগ্রি কলেজ, লালমাই বিশ্ববিদ্যালয় কলেজ ।
প্রাক্তন নাম
লালমাই ডিগ্রি কলেজ ।
নীতিবাক্যশিক্ষা মানব সেবা
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৮ নভেম্বর, ১৯৬৯
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষআবুল হাসনাত মুহাম্মদ মাহবুবুর রহমান
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫০ +
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৪০ +
শিক্ষার্থী২০০০+
ঠিকানা
লালমাই, সদর দক্ষিণ, কুমিল্লা ।
,
কুমিল্লা
,
চট্রগ্রাম
,
৩৫০০
,
বাংলাদেশ
শিক্ষাঙ্গনগ্রামীণ
ভাষাবাংলা এবং ইংরেজী
ওয়েবসাইট[১]

বর্তমানে এটি কুমিল্লা শিক্ষাবোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে।

তথ্যসূত্র সম্পাদনা