লালবক

পাখির প্রজাতি

লালবক (Ixobrychus cinnamomeus) হল এক ধরনের আর্ডেইডি বা বক প্রজাতির পাখি যা নলঘোঙ্গা বক নামেও পরিচিত।[২] এটি প্রধানত এশিয়া মহাদেশের ভারত, পাকিস্তান, চীন ও ইন্দোনেশিয়া অঞ্চলে দেখা যায়।

লালবক
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের জৌনপুরের একটি ধানক্ষেতে একটি লালবক।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: এভিস
বর্গ: পেলিক্যানিফর্মিস
পরিবার: আর্ডেইডি
গণ: ইক্সোব্রিকাস
প্রজাতি: ই. সিনামোমিউস
দ্বিপদী নাম
ইক্সোব্রিকাস সিনামোমিউস
(মালিন, ১৭৮৯)

স্বভাব সম্পাদনা

 
পক্ষীশিল্পী এলিজাবেথ গুইলিমের আঁকা একটি উদাহরণ, ১৮০৭।

লালবক বিপদে পড়লে শত্রুর চোখ লক্ষ্য করে ঠোকর মারে। বল্লমচোখা ঠোঁট চালিয়ে এরা মানুষের চোখ নষ্ট করে দিতে পারে। এই বকটি ঊষাচর-নিশাচর। আত্মগোপনে খুবই পারদর্শী।[২]

খাদ্য সম্পাদনা

লালবকের মূল খাদ্য মাছ।[২] এছাড়া পোকামাকড় এবং সুযোগ পেলে ব্যাঙও খায়।

আবাস সম্পাদনা

কাশবন-ঘাসবন ও ঝোপঝাড়ই লালবকের দিনের আশ্রয়স্থল। কচুরিপানার ভেতরেও থাকে। বাসাও করে এসব জায়গায়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. BirdLife International (2008). Ixobrychus cinnamomeus. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on 2 February 2009. Database entry includes justification for why this species is of least concern.
  2. নলঘোঙ্গার বিপদ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-১২-০৪ তারিখে,শরীফ খান, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ৩০-০৫-২০১৩ খ্রিস্টাব্দ।