লালন ফকির (চলচ্চিত্র)

চলচ্চিত্র

লালন ফকির ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সৈয়দ হাসান ইমাম[১] এতে ফকির লালন সাঁইয়ের ভূমিকায় অভিনয় করেন উজ্জ্বল। আরো অভিনয় করেন কবরী, আনোয়ার হোসেন[২] প্রমুখ। এটি ফকির লালন সাঁইকে নিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্র।[৩] নাট্যকার আসকার ইবনে শাইখের লালনকে নিয়ে নাটক ঢাকার নাট্যমঞ্চে বেশ কয়েকবার মঞ্চায়িত হয়েছিল। এ নাটকটি অবলম্বনেই সৈয়দ হাসান ইমামের সংলাপ, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মিত হয়। চলচ্চিত্রটিতে ফকির লালনের জীবন ও বাঙ্গালি সংস্কৃতির রুপায়ন তুলে ধরা হয়েছে।[৪] চলচ্চিত্রটির দুটি কপি এখনো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত আছে।[৫]

লালন ফকির
পরিচালকসৈয়দ হাসান ইমাম
প্রযোজকসৈয়দ হাসান ইমাম
চিত্রনাট্যকারসৈয়দ হাসান ইমাম
কাহিনিকারআসকার ইবনে শাইখ, সৈয়দ হাসান ইমাম (সংলাপ)
শ্রেষ্ঠাংশেউজ্জ্বল
কবরী
আনোয়ার হোসেন
মুক্তি১৯৭২
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয় সম্পাদনা

চলচ্চিত্রের গান সম্পাদনা

চলচ্চিত্রটির গানে কণ্ঠ দেন আবদুল আলীম, নীনা হামিদ এবং আরো অনেকে।

পুরস্কার সম্পাদনা

বাচসাস পুরস্কার

তথ্যসূত্র সম্পাদনা

  1. অনুপম হায়াৎ (১৩ অক্টোবর ২০১৪)। "পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র"। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬ 
  2. মুসাহিদ উদ্দিন আহমদ (২০ জানুয়ারি ২০১৬)। "বাংলা চলচ্চিত্রের মুকুটবিহীন নবাব অভিনেতা আনোয়ার হোসেন"সংবাদ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. আমিনুল ই শান্ত (১৬ অক্টোবর ২০১৪)। "লালনকে নিয়ে যত চলচ্চিত্র"। ঢাকা: রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "সিনেমায় বাঙ্গালি সংস্কৃতি: রুপবান থেকে খায়রুন সুন্দরী"ঢাকা টাইমস। ঢাকা, বাংলাদেশ। ১৪ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬ 
  5. "বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত চলচ্চিত্রের তালিকা"। ঢাকা, বাংলাদেশ: বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ২০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬ 
  6. "হাসিমুখের সেই কবরী"। ঢাকা, বাংলাদেশ: দৈনিক যায় যায় দিন। ৫ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা