লার্স অনসাগার

রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী (১৯৬৮) নরওয়েজীয়-মার্কিন ভৌত রসায়নবিজ্ঞানী এবং তাত্ত্বিক পদার
(লার্স অনসেজার থেকে পুনর্নির্দেশিত)

লার্স অনসেজার একজন ভৌত রসায়নবিজ্ঞানী এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৬৮ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

লার্স অনসেজার
লার্স অনসেজার
জন্ম(১৯০৩-১১-২৭)২৭ নভেম্বর ১৯০৩
মৃত্যুঅক্টোবর ৫, ১৯৭৬(1976-10-05) (বয়স ৭২)
জাতীয়তানরওয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তননরওয়েজিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি
পরিচিতির কারণOnsager reciprocal relations, the exact solution to the two-dimensional Ising model and for revealing the physics behind the De Haas–van Alphen effect
পুরস্কারলরেন্টজ মেডেল (১৯৫৮)
উইলার্ড গিবস অ্যাওয়ার্ড (১৯৬২)
পিটার ডিবাই অ্যাওয়ার্ড (১৯৬৫)
রসায়নে নোবেল পুরস্কার (১৯৬৮)
ন্যাশনাল মেডেল অব সাইন্স (১৯৬৮)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রভৌত রসায়ন
প্রতিষ্ঠানসমূহইটিএইচ জুরিখ
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
ব্রাউন বিশ্ববিদ্যালয়
ইয়েল বিশ্ববিদ্যালয়
মায়ামি বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাপিটার ডিবাই
ডক্টরেট শিক্ষার্থীJoseph L. McCauley
লার্স অনসাগার এবং কির্কউডের কবর, নিউ হ্যাভেন, কানেকটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র

জীবনী সম্পাদনা

অনসেজার ১৯০৩ সালের ২৭ নভেম্বর নরওয়ের অসলোতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৫ সালে নরওয়েজিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে রাসায়নিক প্রকৌশলে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। [১]

তথ্যসূত্র সম্পাদনা