লাট্টু কসাই হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পি এ কাজল এবং জনতা কথাচিত্রের ব্যানারে প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল মিয়া। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, ফেরদৌস আহমেদ, ডিপজল, মুনমুন রোজশাহনূর[১] এছাড়াও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন আরিফুল হক, নাসির খান, ইলিয়াস কোবরা, নাগমা সহ প্রমুখ।[২][৩][৪] চলচ্চিত্রটি ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মুক্তি পায়।[৫]

লাট্টু কসাই
লাট্টু কসাই চলচ্চিত্রের পোস্টার
পরিচালকপি এ কাজল
প্রযোজকমোহাম্মদ দুলাল মিয়া
চিত্রনাট্যকারপি এ কাজল
কাহিনিকারজোসেফ শতাব্দী
শ্রেষ্ঠাংশে
সুরকারশওকত আলী ইমন
চিত্রগ্রাহকলাল মোহাম্মদ
সম্পাদকআমজাদ হোসেন
প্রযোজনা
কোম্পানি
দোলন কথাচিত্র
পরিবেশকজনতা কথাচিত্র
মুক্তি
  • ২৮ ফেব্রুয়ারি ২০১৪ (2014-02-28)
স্থিতিকাল১৩১ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

এটির মাধ্যমে ডিপজল দীর্ঘ ১০ বছর ভিলেন চরিত্রে অভিনয় করেন, যিনি ২০০৪ সালে কোটি টাকা কাবিননামা চলচ্চিত্রে সর্বশেষ নায়ক হিসাবে অভিনয় করেন, এরপর তিনি আর ভিলেন হিসাবে অভিনয় করেননি।[৬]

ভূমিকা সম্পাদনা

গল্পে দেখা যাবে লাট্টু কসাই (ডিপজল) একজন সামান্য কসাই থেকে কীভাবে নেতৃস্থানীয় ব্যক্তিতে পরিণত হন। আর রাকিব (শাকিব খান) হচ্ছেন একজন প্রতিবাদী যুবক। সমাজের উপরতলার মানুষের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাদের রোষানলে পড়েন তিনি। অন্যদিকে বস্তির ছেলে বাদল (ফেরদৌস আহমেদ) বস্তিতে থেকে নানা অপকর্ম করে বেড়ায়। এক সময় রাকিবের সংস্পর্শে এসে ভালো মানুষে পরিণত হয় এবং অন্যায় রুখতে রাকিবকে সহযোগিতা করে সে।[৭][৮]

অভিনয় সম্পাদনা

নির্মাণ সম্পাদনা

২০০৫ সালে চলচ্চিত্রটি লাট ভাই নামে শুরু হয় এবং টানা দুই বছর দৃশ্যধারণও করা হয়। পরে ৯০ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পরে প্রধান অভিনেতাদের শিডিউল জটিলতায় আটকে যায় এটির চিত্রগ্রহণ। এর প্রায় ৮ বছর পর ২০১৩ সালে পুনরায় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় এবং একই বছরের শেষের দিকে এটির নির্মাণ কাজ শেষ হয়।[৫]

সঙ্গীত সম্পাদনা

লাট্টু কসাই (অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র‍্যাক)
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১ জানুয়ারি, ২০১৪[৯]
স্টুডিওজননী কথাচিত্র
ঘরানাপূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সঙ্গীত
দৈর্ঘ্য১৮:২৩
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীজেএফআই মিউজিক
প্রযোজকশওকত আলী ইমন
শওকত আলী ইমন কালক্রম
লোভে পাপ পাপে মৃত্যু
(২০১৪)
লাট্টু কসাই (অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র‍্যাক)
(২০১৪)
হিরো: দ্য সুপারস্টার[১০]
(২০১৪)
গানের তালিকায়ন
নং.শিরোনামশিল্পী(রা)দৈর্ঘ্য
১."চোখেরই ইশারা যদি লাইগা যায়"রুনা লায়লা, এন্ড্রু কিশোর 
২."ধিকিধিকি আগুন জ্বলে"আসিফ আকবর, রুনা লায়লা 
৩."মনটা নিলে চুরি করে"কনকচাঁপা, খান আসিফুর রহমান আগুন 
৪."সেন্টিমেন্টের দুনিয়া"খান আসিফুর রহমান আগুন 
মোট দৈর্ঘ্য:১৮:২৩

মুক্তি সম্পাদনা

চলচ্চিত্রটি ২০১৩ সালের ২৩ ডিসেম্বর সেন্সর বোর্ড কর্তৃক ছাড়পত্র লাভ করে। এটি ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মুক্তি পায়।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বন্দরনগরীতে এখনও মুনমুন"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৬ 
  2. "আবারো অভিনয়ে ফিরলেন ডিপজল"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "আবারো একসাথে মুনমুন শাকিব?"khobortobor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "১০ বছর পর ফের ভিলেন ডিপজল | বিনোদন | ঢাকা টাইমস"Dhaka Times 24। ২০২৩-০৮-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৩ 
  5. "দুই পারেই আছেন | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৩ 
  6. "দীর্ঘ বিরতির পর আবারও ভিলেনরূপে হাজির ডিপজল"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৩ 
  7. "এক চলচ্চিত্রে তিন হিরো... | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৩ 
  8. "আবারও শাকিব-ডিপজল"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৩ 
  9. "Lattu Koshai (Orginal Motion Picture Soundtrack) - EP by Shawkat Ali Imon"iTunes (ইংরেজি ভাষায়)। ২০১৪-০১-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৭ 
  10. "মুক্তি পেল হিরো দ্য সুপারস্টারের অ্যালবাম"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা

ইউটিউবে লাট্টু কসাই