লাক্স-চ্যানেল আই সুপারস্টার

রিয়ালিটি শো

লাক্স-চ্যানেল আই সুপারস্টার হচ্ছে চ্যানেল আইয়ে প্রচারিত একটি আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান। এটি অ্যামেরিকা'স নেক্সট টপ মডেল এর আদলে নির্মিত।[] বিজয়ী সুপারস্টার পান "বাংলাদেশ ফেস অফ লাক্স" খেতাব, একটি ব্র্যান্ড নিউ গাড়ি, ১০ লাখ টাকা এবং অভিনয়ের সুযোগ। প্রথম রানার-আপ পান ৫ লাখ টাকা এবং দ্বিতীয় রানার-আপ পান ৩ লাখ টাকা। পুরস্কার প্রদান করা হয় চ্যানেল আই এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে।[]

লাক্স-চ্যানেল আই সুপারস্টার
ধরনআপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান
মৌসুমের সংখ্যা
নির্মাণ
নির্বাহী প্রযোজকফরিদুর রেজা সাগর
নির্মাণের স্থানবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ
মুক্তি
মূল নেটওয়ার্কচ্যানেল আই
মূল মুক্তির তারিখ২০০৫ –
২০১৮

প্রক্রিয়া

সম্পাদনা

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা শুরু হয় সাতটি বিভাগে রিজিওনাল অডিশনের মাধ্যমে। রিজিওনাল অডিশনে ইয়েস কার্ডপ্রাপ্তরা মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়।[] এর প্রতিটি পর্ব শুরু হয় ৮-১০টি পর্ব থেকে এবং ২০ জন প্রতিযোগী কে সঙ্গে নিয়ে শুরু হয়। প্রত্যেক প্রতিযোগিকে তাদের সামগ্রিক চেহারায় চ্যালেঞ্জ অংশগ্রহণ , এবং যে সপ্তাহে এর ছবির পাতা থেকে সেরা শট সাপ্তাহিক গণ্য করা হয়; বিরল ক্ষেত্রে কোন বর্জন বিচার প্যানেলের দ্বারা দেওয়া হয় যদিও প্রতি সপ্তাহে একাধিক প্রতিযোগিতা, নির্মূল করা হয়. অনেক বড় ফ্যাশন ব্রান্ডের পরিচ্ছদ বা মেকআপ অংশীদার হিসাবে শো হয়।[]

উপস্থাপক

সম্পাদনা

বিচারক

সম্পাদনা

বিজয়ী ও রানার-আপদের তালিকা

সম্পাদনা
বছর বিজয়ী প্রথম রানার-আপ দ্বিতীয় রানার-আপ সূত্র.
২০০৫ শানারেই দেবী শানু অন্তরা বিশ্বাস পিংকি নাভিলা হাসান [][]
২০০৬ জাকিয়া বারী মম আফসানা আরা বিন্দু আজমেরী হক বাঁধন [][]
২০০৭ বিদ্যা সিনহা সাহা মীম সামরোজ আজমী আলভী ফারহানা শাহরিন ফারিয়া [][১০]
২০০৮ ইসরাত জাহান চৈতি সৈয়দা উম্মে তাজজী রেবেকা সুলতানা দীপা [১১][১২]
২০০৯ মেহজাবিন চৌধুরী মৌনিতা খান ইশানা সাদিকা স্বর্ণা রুমানা [১৩][১৪]
২০১০ মাহবুবা ইসলাম রাখি মৌসুমী হামিদ মেহরীন ইসলাম নিশা [১৫][১৬][১৭]
২০১২ সামিয়া সাঈদ প্রসূন আজাদ সামিহা হোসেন খান [১৮][১৯][২০]
২০১৪ নাদিয়া আফরিন মিম নাজিফা তুষি নীলাঞ্জনা নীলা [২১][২২][২৩]
২০১৮ মিম মানতাসা সারওয়াত আজাদ বৃষ্টি সামিয়া অথৈ [২৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Lux Channel i Superstar 2014"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪ 
  2. "শুরু হলো লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০"বাংলানিউজ। জুলাই ২০, ২০১০। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা"দৈনিক কালের কণ্ঠ। ২৫ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬ 
  4. "'Lux-Channel i Superstars 2014' to introduce new Lux tonight"দ্য ইন্ডিপেনডেন্ট। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪ 
  5. "রূপে-গুণে অনন্য, সিজন ১, ২০০৫ — নকশা"। দৈনিক প্রথম আলো। ২৩ জানুয়ারি ২০১৮। 
  6. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৫"লাক্স স্টার এন্ড বিউটি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "দারুচিনি দ্বীপের নায়িকার খোঁজে, সিজন ২, ২০০৬ — নকশা"। দৈনিক প্রথম আলো। ৩০ জানুয়ারি ২০১৮। 
  8. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬"লাক্স স্টার এন্ড বিউটি। ৭ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬ 
  9. "ডানা মেলো আকাশে, সিজন ৩, ২০০৭ — নকশা"। দৈনিক প্রথম আলো। ৬ ফেব্রুয়ারি ২০১৮। 
  10. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭"লাক্স স্টার এন্ড বিউটি। ২৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬ 
  11. "স্বপ্ন ছুঁয়েছে আকাশ, সিজন ৪, ২০০৮ — নকশা"। দৈনিক প্রথম আলো। ১৩ ফেব্রুয়ারি ২০১৮। 
  12. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৮"লাক্স স্টার এন্ড বিউটি। ২০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬ 
  13. "আজকের সুপার স্টার, সিজন ৫, ২০০৯ — নকশা"। দৈনিক প্রথম আলো। ২০ ফেব্রুয়ারি ২০১৮। 
  14. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯"লাক্স স্টার এন্ড বিউটি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  15. "রূপকথার রাজকন্যা, সিজন ৬, ২০১০ — নকশা"। দৈনিক প্রথম আলো। ২৭ ফেব্রুয়ারি ২০১৮। 
  16. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০"লাক্স স্টার এন্ড বিউটি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  17. "Lux-Channel i Superstar 2010 announced"ঢাকা মিরর। জানুয়ারি ১১, ২০১১। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬ 
  18. "সাড়া দাও এই মুক্ত আহ্বানে, সিজন ৭, ২০১২ — নকশা"। দৈনিক প্রথম আলো। ৬ মার্চ ২০১৮। 
  19. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২"লাক্স স্টার এন্ড বিউটি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  20. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার সামিয়া সাঈদ"দৈনিক প্রথম আলো। সেপ্টেম্বর ৮, ২০১২। ২০১৮-০২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬ 
  21. "একটুখানি ঝলক, সিজন ৮, ২০১৪ — নকশা"। দৈনিক প্রথম আলো। ১৩ মার্চ ২০১৮। 
  22. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪"লাক্স স্টার এন্ড বিউটি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  23. "লাক্স চ্যানেল আই সুপারস্টার হলেন নাদিয়া"দৈনিক প্রথম আলো। নভেম্বর ৮, ২০১৪। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬ 
  24. "লাক্স সুপারস্টার ২০১৮ এবারই প্রথম প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মিম মানতাসা"দৈনিক প্রথম আলো। ১১ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা