লাওয়ারিস
লাওয়ারিস (অনু. অনাথ) হচ্ছে ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন প্রকাশ মেহরা। চলচ্চিত্রটির একটি গান 'মেরে আঙ্গানে মে তুমহারা কিয়া কাম হ্যায়' (বাংলাঃ আমার জায়গায় তোমার কি কাজ) চলচ্চিত্রটিকে তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছিলো; অল্পবয়সী অল্কা ইয়াগনিক তার জীবনের প্রথম ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন এই চলচ্চিত্রটির জন্য। চলচ্চিত্রটিতে অমিতাভ বচ্চন, জিনাত আমন, আমজাদ খান, সুরেশ ওবেরয়, এবং রাখী ছিলেন। চলচ্চিত্রে বাবা মা'কে খুঁজতে গিয়ে বাস্তব জীবনে পরাহত একজন এতিমের গল্প চিত্রিত হয়েছে।
লাওয়ারিস | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | প্রকাশ মেহরা |
প্রযোজক | প্রকাশ মেহরা |
রচয়িতা | শশী ভূষণ কাদের খান প্রকাশ মেহরা দিন দয়াল শর্মা |
শ্রেষ্ঠাংশে | অমিতাভ বচ্চন জিনাত আমন আমজাদ খান |
সুরকার | কল্যাণজী-আনন্দজী |
চিত্রগ্রাহক | এন সত্যেন |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৮৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
ব্যাপক ব্যবসাসফল এই চলচ্চিত্রটি অনেক দর্শকপ্রিয়তা পেয়েছিলো।[১] অমিতাভের অন্যতম 'এ্যাংরি ইয়াং ম্যান' চলচ্চিত্র ছিলো এটি।[২]
অমিতাভ বচ্চন ফিল্মফেয়ার সেরা অভিনেতা এবং সুরেশ ওবেরয় ফিল্মফেয়ার পার্শ্ব-অভিনেতা বিষয়শ্রেণীতে মনোনয়ন পেয়েছিলেন।[৩]
অভিনয়ে
সম্পাদনা- অমিতাভ বচ্চন - হীরা
- জিনাত আমন - মোহিনী
- আমজাদ খান - রণবীর সিং
- সুরেশ ওবেরয় - রাম সিং
- বিন্দু - কামিনী
- রাখী - বিদ্যা
- ওম প্রকাশ - ড. গোয়েল
- রণজিত - মহেন্দার সিং
সংগীত
সম্পাদনাসংগীত | শিল্পী |
---|---|
"মেরে আঙ্গনে মে" | অমিতাভ বচ্চন |
"মেরে আঙ্গনে মে" | আলকা ইয়াগনিক |
"জিসকা কোই নাহি" | মান্না দে |
"জিসকা কোই নাহি" | কিশোর কুমার |
"আপনি তো জাইসে তাইসে" | কিশোর কুমার |
"কাহে পেইসে পে" | কিশোর কুমার |
"কাবকে বিছড়ে হুয়ে হাম আজ ইঁহা আকে মিলে" | কিশোর কুমার, আশা ভোঁসলে |
পুননির্মান
সম্পাদনালাওয়ারিস চলচ্চিত্রটি তেলুগু এবং তামিল ভাষায় পুনর্নির্মিত হয়েছে।
- না দেশম (তেলুগু পুনর্নির্মিত)
- পানাক্কারন (তামিল পুনর্নির্মিত)
পুরস্কার এবং মনোনয়ন
সম্পাদনাপুরস্কারের বিভাগ | অভিনেতা | ফলাফল | টীকা | |
---|---|---|---|---|
| ||||
শ্রেষ্ঠ অভিনেতা | অমিতাভ বচ্চন | মনোনীত | ||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | সুরেশ ওবেরয় | মনোনীত | ||
শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়ক | Alka Yagnik | মনোনীত | "মেরে আঙ্গনে নে মে" গানে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Badshah of Baritone: Dialogues of Big B define the star"। outlookindia.com। ১১ অক্টোবর ২০১৯।
- ↑ "From angry young man of yore to wise old man of today"। indiatribune.com। ১১ অক্টোবর ২০১৯।
- ↑ "1st Filmfare Awards 1953" (পিডিএফ)। ১২ জুন ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে Lawaaris (ইংরেজি)