লাউহাটি ইউনিয়ন

টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার একটি ইউনিয়ন

লাউহাটি ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত দেলদুয়ার উপজেলার একটি ইউনিয়ন।[১]

লাউহাটি
ইউনিয়ন
লাউহাটি ঢাকা বিভাগ-এ অবস্থিত
লাউহাটি
লাউহাটি
লাউহাটি বাংলাদেশ-এ অবস্থিত
লাউহাটি
লাউহাটি
বাংলাদেশে লাউহাটি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪′৩৬″ উত্তর ৮৯°৫৭′০″ পূর্ব / ২৪.০৭৬৬৭° উত্তর ৮৯.৯৫০০০° পূর্ব / 24.07667; 89.95000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
উপজেলাদেলদুয়ার উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠিত১৯৮৪
সরকার
 • চেয়ারম্যানশাহীন মোহাম্মদ খান
আয়তন
 • মোট২৫.৬৪ বর্গকিমি (৯.৯০ বর্গমাইল)
উচ্চতা১৫ মিটার (৪৯ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৩,৯৫৯
 • জনঘনত্ব৯৩০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৯১৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

প্রশাসনিক অঞ্চল সম্পাদনা

লাউহাটি ইউনিয়ান- গ্রাম ১৬টি যা ৯ টি ওয়ার্ডের অধীনে।[২]

  • ওয়ার্ড নং-১ঃ লাউহাটি(১ টি)
  • ওয়ার্ড নং-২ঃ হেরন্ডপাড়া ও বর্ণী(২ টি)
  • ওয়ার্ড নং-৩ঃ পাচুরিয়া ও স্বল্পলাড়ুগ্রাম(২ টি)
  • ওয়ার্ড নং-৪ঃ ভবানীপুর,শৈলকুরিয়া ও স্বল্পগুনটিয়া(৩ টি)
  • ওয়ার্ড নং-৫ঃ দাড়িয়াপুর ও ভেংগুলিয়া(২ টি)
  • ওয়ার্ড নং-৬ঃ শশিনাড়া ও বাউসাইদ(২ টি)
  • ওয়ার্ড নং-৭ঃ তাতশ্রী ও কাতুলী(২ টি)
  • ওয়ার্ড নং-৮ঃ তারটিয়া কমলাই(১ টি)
  • ওয়ার্ড নং-৯ঃ পাহাড়পুর(১ টি)

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী লাউহাটি ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৯৫৯ জন।[৩]

হাট-বাজার সম্পাদনা

একসময় বাংলাদেশের মধ্যে অনেক স্বনামধন্য একটি হাট ছিলো লাউহাটি গরুর হাট বাংলাদেশের প্রায় সব জেলা থেকে ব্যবসায়ী এই হাটে গরু কেনা বেচা করতেন।

লাউহাটি ইউনিয়নের হাটের তালিকাঃ

  • লাউহাটি হাট
  • নয়াচর হাট
  • তারটিয়া কমলাই হাট

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

প্রাথমিক বিদ্যালয় সম্পাদনা

  • লাউহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হেরন্ডপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তাতশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

উচ্চ বিদ্যালয় সম্পাদনা

  • ডঃ আলীম আল রাজী উচ্চ বিদ্যালয়,লাউহাটি।
  • লাউহাটি এম আজাহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,লাউহাটি।
  • পি টি এম উচ্চ বিদ্যালয়,পাহাড়পুর।
  • মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়,দাড়িয়াপুর।

কলেজ সম্পাদনা

  • আরফান খান মেমোরিয়াল ডিগ্রী কলেজ লাউহাটি।

মাদ্রাসা সম্পাদনা

  • লাউহাটি আলীম মাদ্রাসা।
  • লাউহাটি হাফিজিয়া মাদ্রাসা।
  • হেরন্ডপাড়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা।
  • হেরন্ডপাড়া দারুল উলুম হিফযুল কুরআন বালিকা মাদ্রাসা।
  • সুমাইয়া(রা.) হিফযুল কুরআন বালিকা মাদ্রাসা,হেরন্ডপাড়া।
  • পাচুরিয়া হাফিজিয়া মাদ্রাসা

দর্শনীয় স্থান সম্পাদনা

  • হেরন্ডপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ:

এটি দেলদুয়ার জমিদার আমলে তৈরি এবং সুন্দর কারুকাজে নির্মিত।প্রায় দেড়শো বছর পুরনো এই মসজিদ স্থানীয় ঐতিহ্যকে ধারণ করে আছে।

  • ধলেশ্বরী নদী:

বাংলাদেশের নদী গুলোর নাম আসলে ধলেশ্বরীর নাম চলে আসে প্রথম সারিতে।লাউহাটির বুকের উপর দিয়ে চলে গেছে এই নদী।ধলেশ্বরীর পলিতে গড়ে উঠা এই অঞ্চলের অন্যতম রূপের খোড়াক এই নদী।বর্ষা মৌসুমে এই নদীতে দৃষ্টিনন্দন নৌকা বাইচের আয়োজন করা হয় যা গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে রেখেছে বহুকাল ধরেই।

  • লাউহাটি আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ঃ

এই অঞ্চলের অন্যতম বৃহত্তর ও প্রাচীন বিদ্যাপীঠ।যা ১৯৩১ সালে স্থাপিত।

খেলাধুলা সম্পাদনা

এই অঞ্চলে ফুটবল,ক্রিকেট,ভোলিবল,ব্যাডমিন্টন, কাবাডি ইত্যাদি খেলা জনপ্রিয়।এছাড়া গ্রামীণ খেলা যেমনঃ লুকোচুরি,গোল্লাছুট ইত্যাদিও জনপ্রিয়।

খেলাধুলার বিভিন্ন ক্লাব রয়েছে এই ইউনিয়নে।

  • ফ্রেন্ডস ইউনিয়ন স্পোটিং ক্লাব লাউহাটী
  • লাউহাটী উত্তরপাড়া যুবসংঘ
  • হেরন্ডপাড়া যুবসংঘ ক্লাব
  • শৈলকুড়িয়া যুবসংঘ
  • ভবানীপুর সুর্যতারা সংঘ
  • দাড়িয়াপুর পল্লিমঙ্গল যুবসংঘ
  • শশিনাড়া সোনার বাংলা ক্লাব
  • তাতশ্রী প্রভাতী নবীন সংঘ ক্লাব
  • কাতুলী মরনিংসান ইজ স্পোটিং ক্লাব
  • তারটিয়া নওজোয়ান স্পোটিং ক্লাব
  • পাহাড়পুর প্রভাতী যুব সংঘ
  • পাচুরিয়া উদয় সূর্য তরুন সংঘ ক্লাব

ইত্যাদি এই অঞ্চলের প্রধান প্রধান ক্লাব।[৪]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

  • ডক্টর আলীম আল রাজী(১৯২৫-১৯৮৫):

প্রখ্যাত আইন বিশেষজ্ঞ,রাজনীতিবিদ ও ভাষাবিদ ডক্টর আলীম আল রাজী লাউহটির কৃতি সন্তান।আল রাজী বহু গ্রন্থ প্রণেতা,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,রাজনীতির ময়দানে সরব ব্যক্তিত্ব।পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা।[৫][৬]

  • ব্যারিস্টার শওকত আলী খান(১৯২৬-২০০৬):

বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার শওকত আলী খান এই এলাকার অন্যতম পরিচিত মুখ।১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নির্বাচনে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে জয়ী হন এবং সংসদ সদস্য নির্বাচিত হন।বিভিন্ন স্কুল, কলেজ ইত্যাদি প্রতিষ্ঠার পাশাপাশি ছিলেন একজন উল্লেখযোগ্য সমাজসেবকও।[৭]

  • মাওলানা আব্দুল আযিয রাহমানী(রহ.):

মাওলানা আব্দুল আযিয রাহমানী(রহ.) হেরন্ডপাড়ায় জন্মগ্রহণ করেন।দিল্লির দারুল হাদিস রাহমানীয়ায় পড়াশোনা করে ইলমে হাদিসের অঢেল জ্ঞানার্জন করেন।দারুল হাদিস রাহমানীয়া ফারেগ এই বিদ্বান উক্ত অঞ্চলে ইলমী খিদমত আঞ্জাম দেন।কুরআন ও সুন্নাহের প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন।১৯৫৩ সালে তারই হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে বর্তমান লাউহাটি আলীম মাদ্রাসা।আমৃত্যু কুরআন সুন্নাহ প্রতিষ্ঠার কাজে আঞ্জাম দেওয়া এই জ্ঞান তাপস উক্ত অঞ্চলের ইলমী নক্ষত্র বলা চলে।

  • এম.নওয়াব আলী(মৃত্যুঃ২০০৫):

এম. নওয়াব আলী ছিলেন একজন বিশিষ্ট ফুটবলার এবং বাংলাদেশ গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস এর জেনারেল মেনেজার।ষাটের দশকে ফুটবল জগতে তার ছিলো বিশেষ সুখ্যাতি।তাকে চীনের প্রাচীর হিসেবে আখ্যায়িত করা হতো।তিনি লাউহাটি গ্রামে জন্মগ্রহণ করেন।[৮]

অর্থনীতি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. সৌরভে গৌরবে দেলদুয়ার,মো.আজিজুল হক সম্পাদিত,পৃষ্ঠাঃ২৬।
  2. সৌরভে গৌরবে দেলদুয়ার,মো.আজিজুল হক সম্পাদিত,পৃষ্ঠাঃ২৭।
  3. "Lauhati (Union, Bangladesh) - Population Statistics, Charts, Map and Location"www.citypopulation.de। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২০ 
  4. "লাউহাটি ইউনিয়নের ক্রীড়া সংগঠন এর নামের তালিকা"lauhatiup.tangail.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২০ 
  5. সৌরভে গৌরবে দেলদুয়ার,মো.আজিজুল হক সম্পাদিত,পৃষ্ঠাঃ৬৮।
  6. শত বর্ষের সফল ব্যক্তি টাঙ্গাইল,লুৎফর রহমান,পৃষ্ঠাঃ১২০।
  7. শত বর্ষের সফল ব্যক্তি টাঙ্গাইল,লুৎফর রহমান,পৃষ্ঠাঃ১২৫।
  8. সৌরভে গৌরবে দেলদুয়ার,মো.আজিজুল হক সম্পাদিত,পৃষ্ঠাঃ৯৬।